![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে সেই ছেলেটি?
উসকোখুশকো চুল, চোখে চশমা, নীল চোখ-
হাতে একটা কাঠি-
ধোঁয়া উড়ে যায় অনবরত ।
এইতো সেদিন-
নীল জিন্স, ধূসর শার্ট;
বুক বোতামটা খোলা,
একটা কোণ প্যান্টে গোঁজা ।
আর হাতে?
সেই পরিচিত কাঠিটা-
ধোঁয়া উড়ছে অনবরত ।
মুখটা মনে পড়ে?
শ্যাম বর্ণের উজ্জ্বলতা!
ঠোঁটের কোণে একটা চিলতে হাসি ।
কপালের পাশে একটা কাটা দাগ-
বেশ মানিয়ে যায় ।
হাতের কাঠিটা এখন ঠোঁটে-
ধোঁয়া উড়ছে অনবরত ।
সেদিনই দেখলাম-
চার জন বন্ধুর মাঝে হাস্যোজ্জ্বল মুখটা ।
চোখ দুটোও যেন হাসছে-
নীল চোখ দুটো ।
শ্যাম বর্ণের মুখটায় সন্ধ্যার লাল আভা ।
ধোঁয়া উঠে আসছে-
হাতে সেই পরিচিত কাঠিটা ।
আজ?
একটা শাদা শুভ্রতা- ওকে ঘিরে ।
বেডের চাদর, গায়ের চাদর;
জানালা- দরজার পর্দা-
শাদা- শাদার শুভ্রতা ।
একটা পরিচিত গন্ধ !
আচ্ছা ?
নীল চোখ দুটি বন্ধ কেন?
দেহটা নিথর কেন?
কাঠিটা?
হাতে গোঁজা কাঠিটা কই??
_____________________________________________
দিনাজপুর,
০৬ ফেব্রুয়ারী, ২০১৪ ইং
রাত্রি ০২:৪০ ।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪
শাহাদ মাহমুদ বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ রাত ১০:০১
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++