নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Let's Build Bangladesh

জানতে ও জানাতে ভাল লাগে

মুহাম্মদ শাহাদত হাসান

Porte Valolage

মুহাম্মদ শাহাদত হাসান › বিস্তারিত পোস্টঃ

একই নামে বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার নাম

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯

ঢাকা বিভাগে-ফরিদপুর জেলা

পাবনা জেলায়- ফরিদপুর উপজেলা

দিনাজপুর জেলায়-নওয়াবগঞ্জ উপজেলা

ঢাকা জেলায়- নওয়াবগঞ্জ উপজেলা

দিনাজপুর জেলায়- ফুলবাড়ী উপজেলা

কুড়িগ্রাম জেলায়- ফুলবাড়ী উপজেলা

ঢাকা বিভাগে- শেরপুর জেলা

বগুড়া জেলায়- শেরপুর উপজেলা

ঢাকা বিভাগে-কিশোরগঞ্জ জেলা

নীলফামারী জেলায়- কিশোরগঞ্জ উপজেলা

রংপুর জেলায়- পীরগঞ্জ উপজেলা

ঠাকুরগাঁও জেলায়- পীরগঞ্জ উপজেলা

বগুড়া জেলায়- শিবগঞ্জ উপজেলা

চাঁপাইনবাবগঞ্জ জেলায়- শিবগঞ্জ উপজেলা

রাজশাহী জেলায়- দুর্গাপুর উপজেলা

নেত্রকোণা জেলায়- দুর্গাপুর উপজেলা

চট্টগ্রাম জেলায়- লোহাগড়া উপজেলা

নড়াইল জেলায়- লোহাগড়া উপজেলা

রাঙ্গামাটি জেলায়- কাউখালী উপজেলা

পিরোজপুর জেলায়- কাউখালী উপজেলা

মাগুরা জেলায়- মোহাম্মদপুর উপজেলা

ঢাকা জেলায়- মোহাম্মদপুর থানা

বাগেরহাট জেলায়- কচুয়া উপজেলা

চাঁদপুর জেলায়- কচুয়া উপজেলা

মানিকগঞ্জ জেলায়- দৌলতপুর উপজেলা

কুষ্টিয়া জেলায়- দৌলতপুর থানা

লালমনিরহাট জেলায়- কালীগঞ্জ উপজেলা

গাজীপুর জেলায়- কালীগঞ্জ উপজেলা

ঝিনাইদহ জেলায়- কালীগঞ্জ উপজেলা

সাতক্ষীরা জেলায়- কালীগঞ্জ উপজেলা

গাজীপুর জেলায়- শ্রীপুর উপজেলা

মাগুরা জেলায়- শ্রীপুর উপজেলা

সিলেট জেলায়- কোম্পানীগঞ্জ উপজেলা

নোয়াখালী জেলায়- কোম্পানীগঞ্জ উপজেলা

ঢাকা জেলায় - কোতোয়ালী থানা

চট্টগ্রাম জেলায়- কোতোয়ালী থানা

খুলনা জেলায়- কোতোয়ালী থানা









এমন আরো কোন মিল জানা থাকলে আওয়াজ দিন

মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৫

মুকুট বলেছেন: চমৎকার। শোকেচে রাখলাম।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৭

ব্লগ ৪১৬ বলেছেন: গুড পোষ্ট।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১১

হেমায়েতপুরী বলেছেন: ব্লগ ৪১৬ বলেছেন: গুড পোষ্ট।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৪

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯

লাইফ স্টোরি বলেছেন: আহারে নামের আকাল পড়েছে হা হা,
তবে সব দেশেই কম বেশী এই ধরণের নামকরণ আছে,আমেরিকায় কয়েকটা স্টেট আটলান্টা নামে সিটি আছে ;

৫| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৫

নিউজনেট :: উন্নয়ন-অর্থনীতি বিষয়ক অনলাইন বলেছেন: দারুন পোষ্ট!

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০১

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

৬| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩১

আবদুল হক বলেছেন: চিন্তার ব্যাপার হলো, এতোসব খুজে বের করলো কে? বড়ই আজব শখ!

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫২

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ছোট্ট একটা দেশ রে ভাই।
এইটা জানা কোনো কঠিন বিষয় না।
একটু চেষ্টা করলেই হয়।

৭| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩

তালবেতাল বলেছেন: চট্টগ্রামে পাথরঘাটা,বরগুনাতে পাথরঘাটা

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৩

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ব্লগার আড্ডায় যোগ দিন।



Click This Link

৯| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৮

কাজু বলেছেন: রাজশাহী জেলার --বাঘমারা।
কুমিল্লা জেলার - বাঘমারা । (এটি কুমিল্লাজেলার লাকসাম উপজেলার একটি ইউনিয়ন)

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

১০| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৮

শিশির বলেছেন: আমার জানা মতে ময়মনসিংহে একটা ফূলবাড়ীয়া আছে। এর্ং সিলেট অঞ্চলেউ একটা শেরপুর আছে সম্ভবত ওটা ইউনিয়ন।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৫

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: Thanks

১১| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৯

কাজু বলেছেন: কুমিল্লা জেলার সদর থানার নাম ও কিন্তু কোতয়ালী।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

১২| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৪

জর্জিস বলেছেন: ব্যাপক গবেষনা.........

১৩| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৩

সীমন্ত ইসলাম বলেছেন: কোতোয়ালী থানা নাম না, এগুলো বেশ পুরাতন থানা। বড় জেলা শহরগুলোতে কোতোয়ালী থানা আছে।

=====================

ঢাকায়, বগুড়ায়, ময়মনসিংহে - গাবতলী
বগুড়া, খুলনা, দিনাজপুর - ফুলবাড়ী
বগুড়া, খুলনা - শিববাড়ী

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৬

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

১৪| ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০০

বাবুনি সুপ্তি বলেছেন: ভাল লাগল। রেখে দিলাম।

১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৪

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

১৫| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৯

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

আমার জানামতে এবং নারায়নগঞ্জ দুই জেলাতেই সৈয়দপুর নামে উপজেলা আছে।

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৯

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

১৬| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

আমার জানামতে এবং নীলফামারি এবং নারায়নগঞ্জ দুই জেলাতেই সৈয়দপুর নামে উপজেলা আছে।

১৭| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৩

অকাটমুর্খ বলেছেন: ভাই আপনেরে তো জেলাপ্রশাসক নিয়োগ করা উচিৎ

১৮| ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৩

ভেবে ভেবে বলি বলেছেন: দারুণ কাজ করেছেন। :)

১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৯

মুহাম্মদ শাহাদত হাসান বলেছেন: ধন্যবাদ

আপনিও সাহায্য করুন

১৯| ৩০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: কড়া পোষ্ট দিছেন

২০| ০৭ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩

বন্ধনহীন বলেছেন: ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গার চকবাজার বাদ পড়েছে। চকবাজার হয়তো সবখানে ইউনিয়ন বা ওয়ার্ড হিসেবেই আছে।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩০

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আসলটাই তো বাদ দিছেন।

ঢাকা বিভাগ, ঢাকা জেলা।

২২| ২৭ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:০০

অ্যানালগ বলেছেন: কোতোয়াল = কোটাল, এর মানে পুলিশ। মুঘলযূগ হতে ব্যবহৃত, শব্দটির অরিজিন সম্ভবত হিন্দি। সে সূত্রে পুলিশ স্টেশন কে কোতোয়ালী বলা হতো। পুরাতন জেলা সদরের থানাগুলো কোতোয়ালী থানা নামে পরিচিত।

তথ্যসূত্র নেই :|

বিস্তারিত জানা থাকলে কেউ লিখবেন আশাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.