![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্মের সময় আম্মার পাশে ছিলেন আম্মার বান্ধবী পারুল খালা। ঢাকা মেডিক্যালের নার্সিং ডিপার্টমেন্টের বান্ধবী ছিলেন তারা। ঠিক জানিনা কেন ঐ দিন আম্মার সাথে কোন ডাক্তার ছিলেন না। পারুল খালা একা আম্মাকে সামলেছিলেন। আম্মা বলেন উনি খুব যত্নের সাথের সব কিছু করেছিলেন। সারা রাত আম্মার পাশে জেগে বসে ছিলেন। সকালে ডিউটি নার্সকে সবকিছু বুঝিয়ে তারপর বাসায় গিয়েছিলেন।
আজ পারুল খালার সাথে আম্মার যোগাযোগ নেই। আজ তাকে ব্লগের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছি। নিজে মা হয়েছি বলেই জানি, এই সময় কাউকে পাশে কতখানি দরকার। আমার ডাক নামটি তার পছন্দ মতই রাখা হয়েছে, "শিমুল"।
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১১
শাহানা বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ২:৫৯
মুনিয়া বলেছেন: শ্রদ্ধা পারুল খালাকে।
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১১
শাহানা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৩| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৩:০৪
হাসান মাহবুব বলেছেন: শ্রদ্ধা পারুল খালাকে
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১২
শাহানা বলেছেন: ধন্যবাদ, ভাল লাগল।
৪| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৩:০৫
অন্ধকার বলেছেন: সশ্রদ্ধ সালাম...
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
শাহানা বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৩:০৫
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: আম্মু, খালা, ফুফু, আপুদের স্নেহ খু্বই উপভোগ্য।
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৪
শাহানা বলেছেন: সেটাই, স্হেন আপন জনের কাছ থেকে পেলে বেশি ভাল লাগে।
৬| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:০১
সামহোয়্যার আউট বলেছেন: জত্নের না যত্নের মনে হ্য়
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৪
শাহানা বলেছেন: ঠিক করে দিয়েছি।
৭| ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৫
সামহোয়্যার আউট বলেছেন: এটা হচ্ছে QA এর side effect
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৬
শাহানা বলেছেন: ভাল এফেক্ট।
৮| ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ২:২৪
শাওন বলেছেন: শ্রদ্ধা তাঁকে ।
আমিও ভাইয়া বলেন আর দুলাভাই বলেন ওনার মত ভুল ধরি সাড়া রাত না সারা রাত হবে
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৯
শাহানা বলেছেন: এটাও ঠিক করে দিলাম।
৯| ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
পুরাতন বলেছেন: পারুল খালাকে শ্রদ্ধা .........
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৩
শাহানা বলেছেন: ধন্যবাদ।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
বড় বিলাই বলেছেন: এজন্যইতো শাফিনের প্রিয় খালা হল তুনতুনা।
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৭
শাহানা বলেছেন: ওর মনে হয় সব খালাকেই ভাল লাগে।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০০৯ রাত ২:৪৭
বাবুনি সুপ্তি বলেছেন: শ্রদ্ধা পারুল খালাকে