![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Some People Don't Understand The Way I'm, Some Get Hurt By The Way I Talk, But What Can I Do If Thats The Real Me, Sorry I'm Not Perfect But Definitely Not Fake...!
ওই শাহবাগ থাইকা ফার্মগেটের ভাড়া ৩ টাকা রাখলা কেন?
-মামা, এইটাই ভাড়া।
-জানসনা আমি স্টুডেন্ট?
-মামা, ছাত্র বইলাই তো ৩ টাকা রাখছি।
-এইদিকে আয়, ৩ টাকা তোর_____ ভিতর দিয়া ঢুকাইতাছি।
তারপর ধুপধাপ কয়েকটি শব্দ, ঠোঁটের কোনা দিয়ে একটি ক্ষীণ রক্তধারা, চোখের কোনা দিয়ে জলের প্রবাহ।
-মামা, মালিক কে টাকা কম দিলে আমাদের চোর বলে। চাকরিও চলে যাবার ভয় থাকে। চাকরি চলে গেলে খামু কি? গরীব বইলা সবাই মারেন। আমার যদি আপনার মত প্যান্টশার্ট পরা থাকত তাইলে আর আমায় এমনে মারতে পারতেন না।
উপরের ঘটনাটি কোন উপন্যাসের অংশবিশেষ নয়। এটি রাজধানী ঢাকার বিভিন্ন রুটে চলাচকৃত বাসগুলোতে ঘটমান রোজকার ঘটনা।
ছাত্র নামধারী কিছু নিম্ন শ্রেণীর জীব প্রতিদিন বিনা ভাড়ায় বা নাম মাত্র ভাড়ায় বাসে করে বিভিন্ন স্থানে জাতায়াত করছে আর অকারণে (বা হয়ত কোন কারণে) পশুর মত আচরণ করছে বাস কনট্রাক্টরদের সাথে-যারা ঘাম ঝরিয়ে অর্থ উপার্জন করে। গায়ে হাত তুলছে, খারাপ ভাষায় গালিগালাজ করছে আর পাবলিক দেখছে, মজা পাচ্ছে, হাত তালি দিচ্ছে।
রোমান সম্রাজ্যে পরাজিত অ্যাথলেটদের মাথা কেটে বিজয়ীদের দেয়া হত। তখন তারা এটাকে পা দিয়ে লাথি দিয়ে নিয়ে বেড়াত। দর্শকরা দেখত, মজা পেত, হাত তালি দিত। আর এভাবেই ফুটবল খেলার সূচনা হল-সূচনা হল একটি নতুন যুগের।
ঠিক একই রকম ঘটনা আমরাও কি ঘটাচ্ছিনা? কিজানি হয়ত আমরাও কোন নতুন যুগের সূচনা করতে যাচ্ছি।
আমার এই লেখাটি পড়ে হয়ত ভাবতে পারেন আমি কেন নিজের খেয়ে বাস কনট্রাক্টরদের চামচামি করছি। আসলে আমি কারো চামচামি করছিনা। আমার কাছে মনে হয়েছে যারা সত্যিকারের ছাত্র তারা কখনোই সামান্য দুই-এক টাকার জন্য এমন ঘৃণ্য কাজ করতে পারেনা। এ কাজে কেবল তারাই পারদর্শী- যারা ছাত্র নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কিংবা যারা আদৌ ছাত্র নয়।
©somewhere in net ltd.