![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাল নেই তলোয়ার নেই আমি নিধিরাম সর্দার
আমার জীবনের একটা সময় আমি অনেক গুলু কবিতা লিখেছিলাম। আরও সবার মত আমারও কবিতা গুলু লেখার কারন একটাই। ওই আরকি অল্প বয়স, রঙিন মন, নতুন নতুন প্রেমে পরা। যার ফলাফল কবিতা লেখা।
এখন কবিতা মানে কি?
একটা জায়গায় পড়েছিলাম কবিতা লেখার প্রধান শর্ত হোল নিজে প্রচুর পরিমানে কবিতা পড়া। কিন্তু এই জায়গায় আমি ধরা। কারন আমি তেমন একটা কবিতা পড়ি না। যতটুকু পরেছি তা সবটাই ক্লাস এর পড়া হিসেবে। এর বাইরে নাম করা কিছু কবিতা পরেছি।
মোটকথা কবিতা জিনিষটা আমার মাথায় খুব একটা ঢুকে না। পুরাই উপর দিয়া যায়।
তো সেই আমি কবিতা কেন লিখলাম। এর দুইটা কারন হতে পারে- ১. মনে আসছে ধূমধাম লেখে ফিলছি কি হইছে না হইছে তা চিন্তা করি নাই। ২. গল্প লেখা অনেক কঠিন অনেকক্ষণ ধরে লেখতে হয়, অনেক বড় হয় সেই তুলনায় কবিতা অনেক ছোট মাত্র কয়েক লাইন মাত্র তাই লেখতে পারছি।
এখন কথা হল এই ব্লগ লেখার উদ্দেশ্য কি?
তেমন কিছু না ব্লগে নিয়মিত দিনে ৪-৫ বার লগ ইন করি সবাই লেখে আমি শুধু পড়ি আর কমেন্ট করি নিজে কিছু লেখি না। তাই সিধান্ত নিলাম নিজের ইয়াং কালের লেখা কবিতা গুলু ব্লগে লিখবো। ( আই এম স্টিল ইয়াং নাও বয়স মাত্র ৩১)
কার কোন মন্তব্যর জন্য নয়, বা লাইক এর জন্য নয়, আমার ব্লগ পেজ টা খালি খালি দেখায় তা পুরুন করার জন্যই কবিতা গুলু ব্লগে লেখা।
তো কবে থেকে কবিতা গুলু দিতে পারবো জানি না তবে দেব নিশ্চিত।
১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
আমি গাডডুর বাপ বলেছেন: এত ভুল ধরেন কেন ভাই। আমিতো বাংলা পরীক্ষা দিতে বসি নাই। টুকটাক ভুল ব্যাপার না।
পরবর্তী লেখা গুলু হাবিজাবি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আগেই সাবধান।
২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪
মোস্তফা সোহেল বলেছেন: লিখুন লিখতে থাকুন। ভাল মন্দ মিলিয়ে অনেক সময় অনেক কিছুই হয়
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪
সারাফাত রাজ বলেছেন: কবি সাহেব, একগাদা বানান ভুল।
পেজ খালি খালি লাগে বলে আবার হাবি-জাবি দিয়ে ভইরেন না।
যুবক কবি, আপনার ইয়াং কবিতার অপেক্ষায়।