নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের নৈবেদ্য ছিল ১১ টি লাশ ।
আহত প্রচুর । হরতাল নামক প্রথায় রক্তপাত অত্যাবশ্যিক ।
যত লাশ ক্ষমতার আশ ততই করে হাঁসফাঁস ।এই নিহতদের জন্য কাউকেই আহা উহু করতে শুনছি না।
একটি বালক এক প্লেট ভাতের আশায় ককটেল হাতে নিয়েছিল ছোড়ার জন্য । ও ভাড়া খাটছিল ,হাতের মধ্যেই ককটেল ফুটে এখন হাসপাতালের বিছানায় ।
বাকযুদ্ধ শুরু হয়েছে দু দলের মন্ত্রি ও সাগরেদদের মাঝে । হানিফ আউট , বেচে গেল বেচারা । আমি নিশ্চিত খালেদা আন্তরিক নন আলাপে বসতে । আর হাসিনা ডিনারএর দাওয়াত কেন দিতে গেলেন বোধগম্য নয় । খুব তেতো সম্পর্কের মধ্যে প্রথম সমঝোতার আলাপ এমনিই হয় । আলাপ পজিটিভ দিকে টার্ন নিলে আসে মোরগ পোলাও এর ব্যাপার স্যাপার । খালেদা ভাবছেন ৫ সিটি কর্পোরেশন এর মতো জাতীয়র ফল হবে । আমিত দেখছি জামাত ঘনিস্টতায় সাধারন মানুষ ঠিক মাঝামাঝি অবস্থান করছে । তারা বলছে শাস্তি প্রাপ্ত আর বিচারাধীন দের নিয়ে যে সরকার হবে তাতে আমার দেওয়া মোহর থাকবে ? দ্বিধান্বিত কিছুটা । আজ টক শোতে আলী আকবর চমৎকার তথ্য দিলেন তা হচ্ছে সিভিল সোসাইটি গোটা দেশে মাত্র ১% । এন জিও গুলোকে দুষলেন ভয়াবহ ভাবে দালালির জন্যে । ভদ্রলোকের রাখঢাকহীন কথা আমার ভালো লাগে।
যা আশা করছি সেই শান্তি সুদূর পরাহত ।
©somewhere in net ltd.