নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Yunus Centre
গ্রামীণ ব্যাংকের আইন পরিবর্তনের প্রতিবাদে প্রফেসর ইউনূসের তীব্র নিন্দা জ্ঞাপন
সরকার কর্তৃক গ্রামীণ ব্যাংকের আইনে পরিবর্তন আনাকে আমি আমার তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংক সৃষ্টি করা হয়েছিল গরীব মহিলাদের মালিকানায় এবং তাঁদের ব্যবস্থাপনায় একটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে। এই আইনে গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোন সুযোগ রাখা হয়নি। এই কারণেই গ্রামীণ ব্যাংক জাতিকে আন্তর্জাতিক সম্মানের সুউচ্চ শিখরে নিয়ে যেতে পেরেছিল। এখন সরকার এই আইন পরিবর্তন করে তাতে এমন সব সুযোগ সৃষ্টি করে দিয়েছে যাতে সরকার এই ব্যাংককে একশতভাগ নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। আইনের এই সংশোধনের ফলে গ্রামীণ ব্যাংকের চরিত্রে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসা হলো। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধবংস অবধারিত হলো।
আমি অত্যন্ত দুঃখিত যে কিছু অপরিনামদর্শী মানুষের বিবেচনাহীতার কারণে জাতির একটা পরম গৌরবের প্রতিষ্ঠানকে এই পরিণতির দিকে ঠেলে দেয়ার মর্মান্তিক ঘটনাটি জাতিকে প্রত্যক্ষ করতে হলো।
জাতি হিসেবে এখন আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে যাতে গ্রামীণ ব্যাংকের কোন অনিষ্ট হবার আগেই দ্রততম সময়ে আমরা এই আইনের পরিবর্তনগুলি বর্জন করে ফেলতে পারি। দেশের সকল মানুষ, গ্রামীণ ব্যাংকের সকল ঋণগ্রহীতা-মালিক, তাদের পরিবারের সদস্যবর্গ, ব্যাংকের সকল কর্মচারী-কর্মকর্তা এলক্ষ্যে একযোগে এগিয়ে আসবেন - এই কামনা করছি।
মুহাম্মদ ইউনূস
নভেম্বর ৬ ,২০১৩
২| ০৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
শাহ আজিজ বলেছেন: আপনার চোখ কান সবই বন্ধ, সরকারি ব্যাংকের সহযোগিতায় "হল মার্ক" প্রতিষ্ঠা পেয়েছে, মেরেছে , এখন বলছে কোথা থেকে দেবো দিদি,খ্যামা দাও ।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু অপরিনামদর্শী মানুষের বিবেচনাহীতার কারণে জাতির একটা পরম গৌরবের প্রতিষ্ঠানকে এই পরিণতির দিকে ঠেলে দেয়ার মর্মান্তিক ঘটনাটি জাতিকে প্রত্যক্ষ করতে হলো।
কেবলই হিংসা আর ইগো প্রবলেমের ফসল এই আইন!!
অথচ এমন একটি প্রতিষ্ঠান সরকার দাড় করায়া দেখাক!!!
সরাকারী নামে ব্যাং পরিবহন সেবার সকল খাত-সবই তো ডাল খীচুরি!!!
যত্তসব