নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয়শ্রী , অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায় এর স্ত্রী তাদের পোষা কুকুরটিকে ভালোবেসে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে মুড়িয়েছিলেন । আর যাবে কোথায় ! মুহূর্তেই মার মার কাট কাট শব্দে সবাই ঝাঁপিয়ে পড়ল ফেবুতে । জাতীয় পতাকা দিয়ে পোশাক বানিয়ে তা কুকুরকে পরানোর রীতি আমরা আমেরিকা ও অস্ট্রেলিয়া তে দেখতে পাই । ওখান থেকেই মুলত উৎপত্তি বিষয়টির । আন্তর্জাতিক একটি কুকুর রেস ও দর্শনীয় কুকুর প্রতিযোগিতায় প্রতিটি কুকুরকে তার নিজ নিজ দেশের পতাকা নির্মিত পোশাক পরানো হয়েছিল । কুকুর মুসলিম ধর্মীয় দৃষ্টিতে একটি অননুমোদিত জীব যা লালন পালনে নিষেধাজ্ঞা আছে । বাংলাদেশে অবশ্য এই নিয়ম সবাই পালন করে না বরং ঘরের কাজের লোকেদের চেয়ে কুকুরের খাবার বাজেট বহুগুন বেশী । আমেরিকার অনেক মডেল পতাকা দিয়ে বিকিনি বানিয়ে দেহ বল্লরী প্রদর্শন করে । বাঙ্গালী ললনারা কিছুদিন আগে মুখে পাকিস্তানের পতাকা একে মিরপুর স্টেডিয়ামকে উজ্জ্বল করেছিলেন । বাংলাদেশে পতাকার অবমাননা সাধারনত পতাকাকে নিচে রাখা, পা দিয়ে পদদলিত করা , অযত্ন করা , রাতে পতাকা ওড়ানো ইত্যাদিকে বোঝায় । পতাকা পোড়ানো একটি গুরুতর অপরাধ । বাংলাদেশে বিভিন্ন সময়ে ইসলামিক দলগুলো মারকিনি পতাকা পুড়িয়েছে , পাকিস্তানের সময়েও দেখেছি ইসরায়েলের পতাকা পোড়াতে । যদিও আমার জানা নেই বাংলাদেশে কোন আইন বিদ্যমান আছে কি যে আপনার প্রিয় পশুকে পতাকা দিয়ে মোড়ানো যাবেনা । মনে হয় নেই । ঢাকায় অনেক যুবককে দেখেছি জাতীয় পতাকা দিয়ে শার্ট বানিয়ে দিব্বি ঘুরছে । আমার বাসায় সকালে সবার অনুপস্থিতিতে যে চোরটা দেয়াল টপকে ঢুকেছিল তার গায়ে ঐ পতাকার শার্ট পরা । ধাওয়া দিতেই সে পালিয়েছিল ।
জয়শ্রী কি পতাকার অপব্যাবহার করেছেন ? যদি বিদ্যমান আইনে তা অপরাধ হয় তবে এজন্য তার শাস্তি হওয়া উচিৎ । সাথে সাথে অন্য দেশের পতাকা পোড়ানোর সংস্কৃতিটা বন্ধ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস ।
সামুর সহযাত্রীদের মন্তব্য আশা করছি ।।
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩১
শাহ আজিজ বলেছেন: সবার পতাকাই সমসন্মানযোগ্য। আজ আপনি অন্যদের পতাকা দিয়ে মলদ্বার সাফ করবেন কাল ওরাও একই কাজ করবে ।
দেশের অস্তিত্ব আছে নেই একতা আর অধিকার ।
২| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
নিরীহ বালক বলেছেন: পতাকা পোড়ানোর ব্যাপারটা চরম ঘৃণা প্রকাশের ভাষা । অনেক দেশই তা করে ।
কুকুরকে সে কি মনে করে পাড়িয়েছে , তা দেখার বিষয় । তবে এ দেশের একটা বড় অংশই কুকুরকে একটু অপমান জনক দৃষ্টিতে দেখে । না পড়ানোই ভালো ছিল । উনার উচিত ছিলো এই ব্যাপারটা ক্লিয়ার করা যে উনি কি মনে করে কাজটা করেছেন ।
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৪
শাহ আজিজ বলেছেন: আদরের জীব কে নানা উপায়ে ভালবাসা যায় এবং আমরা বাসিও । কিন্তু অনেকেই এটাকে অন্যায় ও অপরাধ বিবেচনা করেন ।
হ্যা, পতাকা পুড়িয়ে দেওয়া একটি গুরুত্বপূর্ণ অপরাধ । সম্ভবত ২০১১ কি১২ তে সৌদিআরবের পতাকা আমেরিকান রা পোড়ানোর পর থেকে আরব দেশ গুলোতে মার্কিন পতাকা পোড়ানো কিছুটা হলেও বন্ধ হয়েছে । কালেমা খচিত পতাকা পোড়ানো আরবদের বেশ ব্যাথিত করেছিল ।
আমি নিশ্চিত জয়শ্রী বলবেন তিনি পশ্চিমা ধারা অনুসরন করেছেন এবং তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন । পতাকা দিয়ে প্রিয় পশুকে মোড়ানোর কারনে তিনি আদালতে নিগৃহীত হবেন না । তাহলে তো মুসলিম সমাজে কুকুর পালন নিষিদ্ধ হতে হবে ।
৩| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১২
বশর সিদ্দিকী বলেছেন: ভাই তেমন সমস্যা না। খালি বাংলাদেশের সংবিধান বিষয়টাকে একটু খারাপ চোখে দেখে। সংবিধান বলে এটা করাটা মারাত্মক অন্যায়।
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: একটু কষ্ঠ করে সংবিধানের এই ধারাটি যদি আমাদের জানাতেন তাহলে খুব উপকার হতো ।
৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:১০
হাসিব০৭ বলেছেন: সত্যি কথা বলতে কি এদেশে খুব কম মানুষই আছেন যারা বর্তমানে দেশের জন্য জীবন দিতে ইচ্ছুক কারন টা কি জানেন? কারনটা হচ্ছে যারা দেশটাকে ভালবাসে তারা নোংরা ইতরমার্কা আবাল রাজনীতিবিদ নামক কুকুরদের দ্বারা সবসময়ই শোষিত এবং লাঞ্চিত হয়
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৯
শাহ আজিজ বলেছেন: হাসিব , চাইপা যান , তাহলেত অইগুলানের জন্য পতাকা হাতে নেয়াও নিষিদ্ধ হইয়া যাইব --------
৫| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৮:৪৪
ভোরের সূর্য বলেছেন: আমার মনে হয় বাংলাদেশের ৯৯% মানুষই জানেনা যে বাংলাদেশের পতাকা ওড়ানো,ব্যবহার,আকার এবং সাথে সাথে অন্য দেশের পতাকা ওড়ানোর ব্যাপারে সুস্পষ্ট আইন আছে এবং সেই ধারা বলে কুকুরের গায়ে পতাকা ওড়ানো এবং অন্য দেশের পতাকার ব্যবহার দন্ডনীয় অপরাধ। আপনাদের সুবিধার জন্য নীচে পুরা আইনটা দিয়ে দিলাম এবং বিশেষ অংশটা হাইলাইট করে দিলাম। আশা করি সবাই এটা সম্বন্ধে জানবে এবং আইনটা মানবে। বাংলাদেশ জাতীয় পতাকা আইন
7. Maintenance of the dignity of the ‘Flag’ :
I. Due honour and respect shall always be shown to the ‘Flag’
II. The ‘Flag’ shall never be draped over the hold, top side or back of a vehicle, railway train or boat.
III. The place of honour shall be reserved for the ‘Bangladesh Flag’ when it is accompanied by flags or colours of other foreign countries.
IV. If there are only two flags or colours the ‘Bangladesh Flag’ shall be flown at the right of the building.
V. When the number of flags is more than two the ‘Bangladesh Flag’ shall be placed at the centre if the number of flags is odd; it shall be flown the first to the right of the centre if the number is even.
VI. When the ‘Flag’ is displayed with another flag against a wall from crossed staff, the ‘Flag’ shall be on the crossed Flag’s own right (i.e., to the left of the person facing crossed Flags), and its staff shall be in front of the staff of the other flag.
VII. No other flag or colour shall be flown above the ‘Bangladesh Flag’
VIII. In processions the ‘Flag’ shall be carried at the centre or at the right of the procession in the line of march.
IX. In escutcheons the ‘Flag’ shall be placed in the centre and to the highest point if the number of flags is odd, and at the right of the crest of the escutcheon (i.e., to the left of the persons facing it), if the number is even.
X. When the flag of any other country is flown together with the ‘Bangladesh Flag’ the later shall be hoisted first and lowered last.
XI. When the flags of two or more countries are displayed, they shall be flown on separate staffs. The flags shall be approximately of equal size.
XII. The flags when flown at half-mast shall first be hoisted to the peak and then lowered to the half-mast position. The ‘Flag’ shall again be raised to the peak before it is lowered for the day.
XIII. When the ‘Flag’ is displayed on a wall, otherwise than by being flown from a staff, it shall be displayed flat. In a public auditorium or meeting, the ‘Flag’, if displayed, shall be above and behind the speaker. When the ‘Flag’ is displayed over the middle of the street, it shall be displayed vertically.
XIV. The ‘Flag’ shall not be lowered into the grave or allowed to touch the ground.
XV. The ‘Flag’ shall not be dipped to any person or any inanimate object.
5
XVI. The ‘Flag’ shall never touch any object beneath it such as the floor, water or merchandise.
XVII. The ‘Flag’ shall never be carried flat or horizontally but always aloft and free.
XVIII. The ‘Bangladesh Flag’ shall not be used as drapery of any soft whatsoever provided that the use of the ‘Flag’ may be permitted for draping the bier of a high personage who is given burial with full military honours of full ceremonials.
XIX. The ‘Flag’ shall not be hoisted, displayed, used, stored in such a manner as will permit it to be easily torn, soiled or damaged in any way.
XX. The ‘Flag’ shall not be used as a receptacle for receiving, holding, carrying, or delivering anything.
XXI. The ‘Flag’ except with the permission in writing of and in accordance with the conditions, if any, imposed by the Government of the People’s Republic of Bangladesh shall not be used in any trade-mark or design or the title of any patent or for the purpose of any trade, business, calling or profession or for any other purpose whatsoever.
XXII. The ‘Flag’ when it is in such a condition that it can no longer be used, shall be disposed of in a dignified manner, preferably by burying.
XXIII. The ‘Flag’ shall be hoisted briskly and lowered ceremoniously.
XXIV. During the ceremony of hoisting or lowering the ‘Flag’ or when the ‘Flag’ is passing in a parade or in a review, all persons present shall face the ‘Flag’ and stand to attention.
XXV. When the ‘Flag’ is hoisted formally, it should be done with the singing of the National Anthem. When the National Anthem is being played and the ‘Flag’ displayed, all present shall face the ‘Flag’. Those in uniform shall salute. When the ‘Flag’ is not displayed, all present shall stand and face towards the music. Those in uniform shall salute at the first note of the anthem and retain this position until the last note.
XXVI. The ‘Flag’ shall not be flown at half-mast without the permission of the Government of the People’s Republic of Bangladesh, provided that the Head of the Bangladesh Mission in a foreign country shall have discretion to fly the ‘Flag’ at half-mast on the days when flags are hoisted at half-mast by the Government of the country, to which he is accredited.
9. Use of Foreign Flags in Bangladesh.
I. ‘National Flags’ of foreign countries can be flown on the Chancery building (s) of Diplomatic Missions as well as on Consular Offices in Bangladesh, Heads of Diplomatic Mission may, in addition, fly their ‘National Flags’ on their official residence as well as on their cars.
II. Foreign dignitaries of the following categories can fly their personal standards or the National Flags of their respective countries, in case they have no personal standards, on the place of their residence and on their cars, on State visit to Bangladesh:
(a) Heads of States.
(b) Visiting Prime Ministers.
(c) Ministers of Foreign Governments.
III. In case, on occasions such as the National days a Foreign Mission in Bangladesh holds as social function in a place other than the Chancery or the residence of the Heads of the Mission, it may fly its National Flag there, provided that the ‘Bangladesh Flag’ is flown alongside and is accorded the place of honour.
Note-The privileges cited in Rules above will apply only in case of those countries which offer similar concessions to the People’s Republic of Bangladesh on reciprocal basis.
IV. Except as stated in the above Rules, the flag of a Foreign State shall not be flown on any car or building in Bangladesh without the specific permission of the Government of the People’s Republic of Bangladesh.
২৩ শে মার্চ, ২০১৪ সকাল ৯:০৭
শাহ আজিজ বলেছেন: আপনি ভালো তথ্য দিয়েছেন কিন্তু পতাকা ওড়ানোর প্রক্রিয়া কেঁউ মানে না। আমি নিচে আপনার দেওয়া তথ্যের ব্যাখ্যা দিলাম । দেখুন তো পশু প্রানির ব্যাপারে কিছু আছে নাকি?
Inanimate describes a non-living thing. Chairs, baseballs, sofa cushions and sadly, snowmen, are all inanimate objects.
To dip a flag that is being carried means to lower it by turning it forward from an upright position to 45° or horizontal. This is done as a sign of respect or deference. It is done by lowering to half-mast and returning to full mast position.
To dip the flag on a merchant vessel passing a naval vessel involves lowering the stern flag (the country flag) to the half-mast position and back to the truck as the vessels pass abeam of each other. The half-mast position in this case being one flag width from the truck as in the case of half mast. Some jurisdictions have laws that discourage or prohibit the dipping of the national flag; these include the United States (with its non-binding flag code), India, Philippines and South Africa.
৬| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০২
ভোরের সূর্য বলেছেন:
XVI. The ‘Flag’ shall never touch any object beneath it such as the floor, water or merchandise.
XVIII. The ‘Bangladesh Flag’ shall not be used as drapery of any soft whatsoever provided that the use of the ‘Flag’ may be permitted for draping the bier of a high personage who is given burial with full military honors of full ceremonials.
আমার মনে হয় উপরের দুটি আইনই যথেষ্ট।
পতাকা এমন জায়গায় ব্যবহার করা যাবেনা যেখানে মাটি এবং পানি স্পর্শ করে এবং বানিজ্যিক উদ্দেশ্যে।
অন্তষ্টিক্রিয়ার সময় কফিনে বা মানুষের মৃতদেহের শরীরে ঢাকা দেয়া যাবে কিন্তু সেটা অনুমতি সাপেক্ষে এবং মিলিটারি বা রাষ্ট্রীয় সম্মান জানানোর জন্য।
পরিশেষে এটাই দ্বারায় যে উপরে উল্লেখিত নিয়মের বাইরে যাই করা হোক না কেন সেটাই আইনের পরিপন্থি।
৭| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায় এতটা্ই মৌলবাদী হিন্দু যে মুখে বাংলাদেশের নাম কিন্তু অন্তরে পুরাপুরি তার উল্টা আর তার বউ এটা করবে সেটাই স্বাভাবিক। অন্যকেউ করলে এখনই পাকি দালাল ট্যাগ লাগায়ে দিত। সেই সংগে অতিউৎসাহি কিছু দালাল আছে তারা আইনি পদক্ষেপ নেওয়ার জন্যও অতি উৎসাহি হয়ে লাফা ঝাফা শুরু করে দিত। একটা কথা মনে রাইখেন পীযুষের কিছুই হবে না তার একটা লোমও ছিড়তে পাড়বেনা। তাদের ক্ষমতার জোড় অনেক বেশী।
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০
শাহ আজিজ বলেছেন: এরকম একটি ঘটনা হওয়ার পর সরকার তার পতাকা আইন সংশোধন করবেন কারন এ দেশের অধিকাংশ মানুষ কুকুর অভ্যস্ত নয় কিন্তু রাতের পাহারার জন্য অতীব প্রয়োজনীয় জীব। আমি কুকুর পছন্দ করি এবং নিজ বাড়িতে আমাদের কুকুর ছিল ।
৮| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১
রিফাত হোসেন বলেছেন: কুকুর পালনে নিষেধাজ্ঞা আছে ইসলামে জানতাম না । মানে এই ধরনের ফতোয়া আপনার মুখেই শুনলাম কিনা ।
আমি ছোট বেলায় পড়েছিলাম , বইটির নাম মনে করতে পারছি না । হাদীস সংকলন বা এই বিষয় নিয়ে যে, কয়টি প্রানী বেহেস্ত এ যাবে । এর মধ্যে কোন নবীর পিপড়া আর ওর কোন নবীর কুকুরের নামও উল্লেখ আছে ।
তবে কুকুর পালনে মাকরূহ জাতীয় নিষেধাজ্ঞা থাকতে পারে । এটা আমার ধারনা, তবে এই রকম ফতোয়া জাতীয় নয় নিশ্চয়ই ।
কেউ ওয়াকফিহাল থাকলে জানাল দিলে খুশি হব ।
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫
শাহ আজিজ বলেছেন: একটা লিঙ্ক দিলাম যাতে আপনি পরিস্কারভাবে আপনার মতো করে বুঝে নিতে পারেন । যেহেতু আমি কুকুর পেলেছি সেহেতু আমি খুব সিরিয়াস নই ঐ ধরনের নির্দেশ পালনে । http://en.wikipedia.org/wiki/Islam_and_animals
৯| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৯
আদম_ বলেছেন: ডু এস রোমানস হোয়ার ইজ রোম।
এটা বাংলাদেশ, আমেরিকা নয়। আমেরিকানদের চলন-বলন কি কারও জন্য স্ট্যার্ন্ডাড ঘোষণা করা হয়েছে।
২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭
শাহ আজিজ বলেছেন: আপনার এই বিষয়টি কেঁউ প্রশ্ন ও করেনি বা পালনে উৎসাহ ও দেয়নি ।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
জগ বলেছেন:
"পিপলস" রিপাবলিক অব বাংলাদেশের পতাকা দিয়া কুত্তারে জড়ায় রাখলে অবশ্যই অপরাধ।
কিন্তু "ইন্ডিয়ান" রিপাবলিক অব বাংলাদেশের পতাকা দিয়া কুত্তার গু ছাফ করলেও কোন সমস্যা নাই, বরং ঐটা বাহবা পাওয়ার যোগ্য হইবে।
যেহেতু, "পিপলস" রিপাবলিক অব বাংলাদেশের এখন আর কোন অস্তিত্ব নাই, সো, উনি যা করছেন তা কোন অপরাধ নয়।