নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
কেন যৌবনে
এলেনা মৌবনে
দুলিয়ে নিতম্ব
গুড়িয়ে স্তম্ভ
প্রাক বার্ধক্যে
বল সেই তাঁকে
চৈত্রের হাহাকার
নেই এ প্রেমিকের
থাকে শুধু বসন্ত
শিমুল যার পান্থ ।।
২
ছিচকাদুনে বৃষ্টির তোড়ে
রিকশার কৃপণ পলিথিনে
ঢাকেনা দুজন
দুদিক দিয়েই যুগপৎ আক্রমন
হাসছি দুজন
চাপছি দুজন
মাঝে নেই ইমিগ্রেশন
মিলেমিশে একাকার
ভিজেপুড়ে হাহাকার
আহা নরম শরীরের বান্ধবীর
কুমারীত্বের অযুত বাহার ।
সাড়ে তিন যুগ পরে
আবারো দেখা তার সাথে
শীতের শেষ প্রহরে
জীবনের চাকা ঘুরে ঘুরে ।
বাধাহীন দ্বিধাহীন
জড়তাবিহীন বলল
আয় তোকে জড়িয়ে ধরি,
আমরা সূর্যের আলোর নিচে
মুক্ত উদ্যানে
বুকে বুক রেখে
কাঁধে কাঁধ মিলিয়ে
করেছি রোমঞ্চন
দীর্ঘ দিনের না দেখা
মরা কাটালের মেঠো পথে।
ওর দুটি স্তন
মিশে গিয়েছিল
আমার বুকের ভিতরে
মনে হল শুধুই মনে এলো
আহা জীবন , কি মনোরম !!
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , কাশেম ।
২| ২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১
আলোর পরী বলেছেন: মাঝে নেই ইমিগ্রেশন
মিলেমিশে একাকার
ভিজেপুড়ে হাহাকার
বাহ ভাল লাগলো বেশ
২৪ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮
শাহ আজিজ বলেছেন: ইমিগ্রেশন শব্দটি কোন পূর্ব পরিকল্পনা ছাড়াই এসে গেল কলমের আগায় -----। ভালো লেগেছে জেনে খুশী হলাম ।
৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭
আমিনুর রহমান বলেছেন:
বাহ ! বেশ হইছে !!
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১২
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি .......
আোনেক ভাল লাগা।