নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

হামাস প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিনকে হত্যার পর--- অনুভুতি

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৭

বদলা

মাশরিক প্রান্তে লালিমার ছটা
ছড়ানোর সাথে সাথেই পৃথিবীর
কঠিনতম বিদ্রোহীর পবিত্র রক্তধারা
বয়ে গেল আদিতম সভ্যতার কালচে পথে
লালিমার ছটা মানলো হার এ রঙের কাছে
চাঁদ মুখ লুকাল , মরুপ্রান্তরের সুবহ-সাদিকের
ঠাণ্ডা শীতল হাওয়া থমকে গেল
ক্যাকটাস আর গুল্মলতার উপর পড়ে থাকা
শিশিরবিন্দু কান্না হয়ে ঝরে পড়ল ।
তার অপরাধ – তিনি পরভুম
করেছিলেন অস্বীকার
তার অপরাধ- তিনি আপনভুম
গড়ার করেছিলেন অঙ্গীকার
তার অপরাধ- হাজারো যুবা
কপালে কালেমা বেধে তার হাত ছুয়ে
করেছিলো লাভ আত্মাহুতির অধিকার
নন তিনি অস্ত্রধারী যোদ্ধা
ছিলেন পারমানবিক শক্তিসম্পন্ন
ঐশ্বরিক মনের বলীয়ান ওয়ালিদ ।
হৃতভুমে বসে আপন পরিচয় প্রতিষ্ঠার
এক দীর্ঘ সংগ্রামে কঠিন যোদ্ধাদের
আধ্যাত্মিক পিতা তিনি।
নপুংসক , জারজ ঘাতকেরা হেনেছে আঘাত
নির্জীব প্রায় অচল , পঙ্গু একজন মানুষকে ।
সারমেয়রা জানেনা শরীর আর জীবনকে
স্তব্দ করা যায়, যায়না বিচ্ছুরিত জ্ঞ্যানালোককে
সময় এসেছে বদলা নেবার, সময় হয়েছে হোলি খেলার
উন্মাদ সারমেয়দের বলি দেবার ।।

২০০৪ এ লিখিত ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

সাদরিল বলেছেন: মরুপ্রান্তরের সুবহ-সাদিকের
ঠাণ্ডা শীতল হাওয়া থমকে গেল
ক্যাকটাস আর গুল্মলতার উপর পড়ে থাকা
শিশিরবিন্দু কান্না হয়ে ঝরে পড়ল

ভালো লেগেছে

২| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৯

মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার লিখেছেন । আমি ঘটনা তখন পড়েছিলাম । পরবর্তীতে ঐ ঘটনাটা নিয়ে লিখেছিলাম কিন্তু ব্লগে পাবলিশ করা হয়নি।

২০ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৩০

শাহ আজিজ বলেছেন: শেখ ইয়াসিন নিহত হবার পর লিখেছিলাম। ২০০৬এর পর ফিলিস্তিন নির্বাচন পরবর্তী হামাস- ফাতাহ হানাহানির পর আসলেই আগ্রহ হারিয়ে ফেলেছিলাম । এবার হামাস-ইসরায়েল সংঘাতের সময় আবার নজর দিলাম এবং স্মরন করলাম ১০ বছর আগেকার লেখাটির কথা। খোজ খোজ ----অবশেষে মিলল । আপনার লেখাটি এখন প্রকাশ করতে পারেন ।

৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

নিয়ামুল ইসলাম বলেছেন: চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.