নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কামান্ধ বার্ধক্য

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৬

জেনে গেছো তুমি-বার্ধক্য ছুঁয়েছে তোমায়
সাম্যতা ভেঙ্গে অন্ত্রগুলি যার যার নিয়েছে আশ্রয়
যৌবনের সোনালী দিনের মত চাও জাগাতে পুনরায়
বোধকরি কক্ষনো হবেনা তা,একেই বলে সময়
সফেদ চুল রাখো ঢেকে কালিঝুলি মেখে
ফি বছর দন্ত বিসর্জন হয় মহাদুঃখে
দৃষ্টিশক্তি শুধু কমে বদলে চলো চশমা
নিশির উত্থান বড় কষ্টকর দিয়ে দাও ক্ষ্যামা
এখানে ব্যাথা আজ কাল হবে ওখানে
এভাবেই অদল বদল হয় শুধু জীবনের মানে
আত্মশক্তি প্রবল হয় যেন করে ফেলি কিছু
সব মত পথ তন্ত্র এসে দাড়িয়ে থাকে পিছু
কোনটি রেখে কোনটি নেবো দ্বিধায় পড়ে খাই খাবি
সব পথেই দেখেছি অনাচার আর ক্ষমতা হল গিয়ে মুল চাবি।

ভালোবাসা প্রবল হয়ে বুকের মধ্যে করে হানাহানি
তাবৎ আপদ সরিয়ে মনে হয় কোথাও আছে প্রিয়বন্ধু জানি
দেবে সাড়া আমার মতো কোন বৃদ্ধ বিরহিণী
শেষ সময় কাটাবো শুধু করে কানাকানি
বন্ধুত্বে লাগেনা সনদ লাগেনা নিকাহনামা
শুধু হৃদয়মাঝে বাজিয়ে বাঁশি পরে নাও হলুদ জামা
এখন ফাগুন বনেতে আগুন মনেতেও জ্বলছে তাই
কি পচিশ কি পঞ্চাশ ওইযে আগুন একই তাপে জ্বলবে সকল সময়।

বার্ধক্যে আপনজন কেন জানি দূরে সরে যায়
অচেনা অজানা কোন বিপ্লবী বন্ধু হয়ে যায় ।।


মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

অচেনানীল বলেছেন: বার্ধক্যে আপনজন কেন জানি দূরে সরে যায়
অচেনা অজানা কোন বিপ্লবী বন্ধু হয়ে যায় ।।

ভাল লাগলো :)

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় ।।

২| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা পাঠে ভালো লাগা রইল কবি।

২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।।

৩| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল কবি

২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

শাহ আজিজ বলেছেন: আমারও ভালো লাগছে যে পাঠকরা কবিতা বিমুখ নয়।

৪| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন।

তবে সবচেয়ে ভাল লাগার লইন দুটি হলো:


বন্ধুত্বে লাগেনা সনদ লাগেনা নিকাহনামা
শুধু হৃদয়মাঝে বাজিয়ে বাঁশি পরে নাও হলুদ জামা

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: হা হা ,আসলেই কিন্তু তাই ।

না তেমন কঠিন শব্দ ব্যাবহার তো করিনি ,তবে কঠিন শব্দের কটা কবিতা রচনা চলছে।

আমার প্রিয় লাইন দুটো বেছে নেওয়ায় ধন্যবাদ জানাই !!

৫| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

বন্ধুত্বে লাগেনা সনদ লাগেনা নিকাহনামা
শুধু হৃদয়মাঝে বাজিয়ে বাঁশি পরে নাও হলুদ জামা
...
বন্ধুত্বের দারুন সংজ্ঞাময় কাব্য।

আর বার্ধক্যে সত্যিই পরিচিত, প্রিয়জনেরা্ও কেমন দূরের হয়ে যায়।

আমার খুব কাছের একজনকে দেখেছিলাম...উনাকে আমি বৃদ্ধ বলতে নারাজ ছিলাম, খুব প্রাণ প্রাচুর্যে ভরপুর ছিলেন। তারপরও তার অক্ষমতা নিয়ে তাকে নিয়ত কষ্ট পেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে।

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৪

শাহ আজিজ বলেছেন: বেঙ্গল গ্যালারির প্রত্যেক অনুষ্ঠানে ডঃ আনিসুজ্জামান, মুহিত ভাই , মুস্তফা নুরুল ইসলাম, সইয়েদ হ্ক,কাইয়ুম চৌধুরি এবং আরও অনেকে আসেন দু ঘণ্টার প্রানের মেলায় । চা পানের মধ্যে কত আলাপ , কত জনের সাথে । এক বুক প্রান শক্তি নিয়ে এরা ঘরে ফেরেন । কারো ঘরে নির্জন শ্রাবন কারোবা আনন্দের সঙ্গী নাতি পুতি , কন্যা, বউমা,স্ত্রী । এটাই রিয়ালিটি । সংঘ চাই বসবার , চুটিয়ে আড্ডা দেবার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.