নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ছোট বেলায় মাকে দেখেছিলাম মেঝ ভাইকে একটি ঝিনুকে সরিষার তেল রেখে তার মধ্যে দেশি রসুনের দু তিনটি কোয়া একটু ছেঁচে মোমের আলোয় ধরলেন একটি কাপড় দিয়ে। তেল গরম হয়ে রসুনের গন্ধ ছুটল। রসুন লালচে হলে তিনি ওই গরম তেল নিজের হাত সইয়ে নিয়ে বাথ্যার জায়গায় মালিশ দিতে লাগলেন । পরদিন ভাই বেশ সুস্থ হয়েই হাটাচলা করলেন এবং খেলতে গেলেন।কিছুদিন পর আমিও পড়ে গিয়ে হাতের বাজুতে ব্যাথা পেলাম এবং যথারীতি সন্ধ্যার পর মা আমায় মালিশ দিলেন । কি আশ্চর্য পরদিন দেখি কোন ব্যাথা নেই। আমি খুব খেয়াল করে বানানোর পদ্ধতি দেখছিলাম ।
ঘানিতে ভাঙ্গানো খাটি সরিষার তেল , একটি পরিস্কার ঝিনুকে রেখে তিন কোয়া দেশি রশুন ছেঁচে মোমের আলোর উপর ধরুন। যতক্ষন রশুন লাল না হবে ততক্ষন এটাকে জ্বালাতে হবে তবে ফেনা বেশী হলে সরিয়ে নিয়ে আবার জ্বাল দিতে হবে।একটা চিমটা দিয়ে ঝিনুকটা সাবধানে ধরবেন। স্পর্শকাতর জায়গা ছাড়া সব মাসল এরিয়াতে এটার ব্যাবহার উত্তম। এটি শুধু মাংসের উপরিভাগে কাজ দেয় । এই তেল হার্ট বা কিডনি এরিয়াতে কোন প্রতিক্রিয়া করে না এবং নিরাপদ।
চেস্টা করে দেখুন একবার। ঠিক কি ধরনের রাসায়নিক ক্রিয়ায় এই চারের সন্মিলনে এই তেল এতো কার্যকরী হয় তা আমার জানা নেই ।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ভুলো মন বলেছেন: আমাদের বাসায় ঝিনুক ছিল না, তাই চামচে করে সরিষার তেল আর রসুন গরম করে সর্দি হলে ব্যবহার করতাম!
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
মাথা ঠান্ডা বলেছেন: useful post.
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬
সরোয়ার১৯৭৮ বলেছেন: ঝিনুক নাই, অন্য কিছুতে কি কাজ হবে?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
শাহ আজিজ বলেছেন: স্টিলের চামচ ব্যাবহার করতে পারেন । আমাকে প্রবাসে তাই করতে হয়েছে।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন এই সরল সহজ পদ্ধতিতে আপনি নিরাময় লাভ করলেতো কর্পোরেট কোম্পানীরা দেউলিয়া হয়ে যাবে..
তাই এই গুলোতে আন হাইজেনিক, মান্ধাতার আমলের, অবৈজ্ঞানিক, টোটকা, কবিরাজি আখ্যা দিয়ে- তাদের অয়েনমেন্টের ব্যবসা চালূ রাখছে!!!
দারুন কাজের জিনিষ। আমার আব্বাকে এই মালিশ অনেক দিন করেছি।
+++
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
শাহ আজিজ বলেছেন: হ্যাঁ তাই। নতুন প্রজন্মের অনেকেই জানে না বিষয়টা কি। চালিয়ে যাবো শুধু ওদের জানার জন্য। ধন্যবাদ ।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
কলমের কালি শেষ বলেছেন: আমিও দেখেছি ছোটবেলায় । ভালো পোষ্ট ।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++
সব জায়গায় কেমিকেলেরে কবলে পড়ে এই আদি অকৃত্রিম পদ্ধতিগুলো আমরা ভুলে গেছি ।
ভালো থাকবেন সবসময় ।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭
লিরিকস বলেছেন: ৫ নং লাইক।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আগের দিনের চিকিৎসা গুলো সত্যি খুব কার্যকরি ছিল। আমার মা কেও দেখিছি এই পদ্ধতি অবলম্বন করতে।