নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আট বছরের শিশুর হাতে গনতান্ত্রিক হাতকড়া

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:১০





আমেরিকাতে ফ্লোরিডার এক স্কুল শিশুকে শিক্ষককে আঘাত করার অভিযোগে হাতকড়া লাগিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয় । তার হাত এতই ছোট যে হাতকড়া গড়িয়ে পড়ে যাচ্ছিল । তবুও আইন বলে কথা কিন্তু প্রশ্ন আসে ৮ বছরের শিশু কোন আইনে হাত কড়া পরবে ? সেকি জেলহাজতে থাকবে না শিশু কল্যান কেন্দ্রে যাবে । ২০১৮ সালের ঘটনার বডি ক্যাম গতকাল মুক্ত করার পর সবাই হতভম্ব । পৃথিবীর সর্বোচ্চ বিচার আর মানবাধিকার নিয়ে ফেনা তোলা আমেরিকানরা এরকম ভয়াবহ ভুল খুব বেশি করছে । সোমবার আদালত তার মায়ের রিটের পরিপ্রেক্ষিতে রায় দেয় যে পুলিশ তার ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং মামলা খারিজ করেছে । ক’দিন আগেই সারা আমেরিকা জুড়ে সেকি তাণ্ডব পুলিশ একজন কালো মানুষকে শ্বাস বন্ধ করে মেরে ফেলার পর । লোকটিকে হাতকড়া পরা অবস্থায় গাড়ির পাশে এনে শুইয়ে তার ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরে হত্যা করল । কালো মানুষটি রেজিসট করেনি , দৌড় দেয়নি ।

আমাদের দেশে শিশুদের কোলে করে আদালতে হাজিরা দিতে নিয়ে আসে বাবা , চাচা । কোর্ট বিচারিক কি দেখে না এটা একটি শিশু , সে কেমন করে ধান ক্ষেতে বল্লম নিয়ে মারামারি করতে যায় । একটি জেলখানায় ৩০ বছর বয়সি যুবক ব্যাগ নিয়ে দাড়িয়ে সাব জেলারের সামনে । জিন্স আর শার্ট পড়া যুবক ২২ বছর বিনা বিচারে জেল খেটে এই সাব জেলারের তদবিরে মুক্তি পেল । এরকম অনেক অন্যায় থানা তদন্ত আর বিচারিকদের গাফিলতির জন্য ঘটছে । আমি অবাক চোখে দেখছিলাম যুবকের ২২ টি বছর চলে গেল ? জেলার তাকে টাকা পয়সা দিলেন বাড়িতে যাওয়ার এবং তার কর্মের বিনিময়ে যে অর্থ গচ্ছিত ছিল তাও ।
আপনি কারো প্রতি আস্থাশীল হতে পারেননা । কম করে একজন উকিল তো আবেদন করতে পারেন । না তা করা যাবেনা কারন এখানে মাল পানি মিলবে না ।

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

শায়মা বলেছেন: কি করেছিলো বাচ্চাটা?
খুন করতে উদ্যত হওয়া ছাড়া তো আর কোনো ছোটখাটো আঘাতে এত কঠোর হবার কথা না।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: ক্লাসে শিক্ষককে শরীরে আঘাত করেছিল । তদন্তে কিন্তু শিক্ষক তেমন কিছু বলেননি । এই নিউজে বেশ কিছু চেপে যাওয়ার লক্ষন আছে ।

২| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায়ও উজবুক আছে

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪০

শাহ আজিজ বলেছেন: তাই দেখছি ।

৩| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

শাহ আজিজ বলেছেন: প্রচণ্ড ক্রোধ হয়েছে আমার

৪| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১:৫৪

নেওয়াজ আলি বলেছেন: অমানবিক ।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪২

শাহ আজিজ বলেছেন: কি ধরনের আইন মার্কিনী পুলিশের আজো জানা গেল না ।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: পৃথীবিতে যে কয়টা অসভ্য দেশ আছে তাদের তালিকায় আম্রিকা সবার উপরের দিকে।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৩

শাহ আজিজ বলেছেন: ভাল এবং খারাপ দুটি দিকই আছে ।

৬| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমেরিকার মানুষ মানবিক কিন্তু সরকার অমানবিক।

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: হুম তাই

৭| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব দেশেই কম বেশি এরক ঘটনা ঘটে। দুঃখ জনক। ২২টি বছর কেউ কি ফিরিয়ে দিতে পারবে। যদি না পারে তবে কেমন আইন , কেমন তার প্রয়োগ !!!

১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: আমি অবাক হয়ে দাড়িয়ে ভাবছিলাম সেই কথা । সুযোগ হলে যুবকটির সাথে কথা বলতাম ।

৮| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২২

ইসিয়াক বলেছেন: খুবই দুঃখজনক এবং অমানবিক।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১১

শাহ আজিজ বলেছেন: অসম্ভব একটা বিষয়

৯| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এরা কি মানুষ?

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: মানুষ না পুলিশ

১০| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৬

ঢাবিয়ান বলেছেন: কবেকার ঘটনা? আর কোথাও দেখিনি খবরটা

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: ২০১৮ সালের ডিসেম্বরে , গেল সোমবার কোর্ট কেস খারিজ করেছে কাল সি এন এনে খবর ছেপেছে । বডি ক্যাম ওই দিন প্রকাশ হয় ।

১১| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রচণ্ড ক্রোধ হয়েছে আমার

আমরা কি আসলেই সভ্য হয়েছি?

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৬

শাহ আজিজ বলেছেন: মোটেও না ।

১২| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭

রাকু হাসান বলেছেন:

আহা গণতন্ত্র।

১৪ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: পুলিশের ওপর কোন তন্ত্র নাই

১৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩৪

জাওয়াত আররাজ বলেছেন: আহা, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। সভ্যতা! আমরা কি সত্যিই সভ্য হচ্ছি? কাকে বলে সভ্যতা?

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৩১

শাহ আজিজ বলেছেন: মার্কিনীদের কাছে শেখার মত কিছুই আর থাকছে না ।

১৪| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪২

এস সুলতানা বলেছেন: দীর্ঘদিন সামুতে আসা হয়ে ওঠে না কাজের চাপে। আজ এসে ব্লাগের গেটাপ কেমন এলোমেলো মনে হচ্ছে। কোনো ছবি দেখতে পাচ্ছিনা কোনো ছবি পোস্ট ও করতে পারছিনা। এটা কি আমার কমপিউটারের সমস্যা নাকি ব্লাগের সেটাপের জন্য এমন দেখাচ্ছে কেউ বলবেন কি আমাকে?

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: জাদিদকে জানান ।

১৫| ২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬

কবিতা ক্থ্য বলেছেন: মমা'ন্তিক এবং দুঃখজনক।

২০ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: সি এন এন সম্ভবত প্রথমবারের মত এই বডি ক্যাম প্রকাশ করেছে । আরও কাহিনী আছে অনেক শিশুর । স্কুল গুলোর শিক্ষকদের সন্মান করতে পারছি না । তারা কিভাবে পুলিশের হাতে তুলে দেয় শিশুদের । এরাই দাবি করে মানবিক হও কিন্তু নিজেরা সবচে অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ।

১৬| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ২:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: বলার কিছু বাকী থাকে না!

২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: আমেরিকানরা মানবিক হতে বলে কিন্তু সবচে অমানবিক কাজটা তারাই করে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.