নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রম্য ।। আহা ধুতি

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫



রাস্তায় এক নোয়াখাইল্লা উকিলের সাইকেলের মাডগার্ডে লেগে বরিশাইল্লা ভবেশবাবুর ধুতি ছিঁড়ে গেলো!
ভবেশবাবু সাথে সাথে উকিলকে হাত ধরে সাইকেল থেকে নামিয়ে বললেন: 'যাও কোম্বে? মোর নতুন ধুতি ছেরছ, দাম না লইয়া তোমারে ছাড়তে আছিনা ... !'
উকিল জিজ্ঞেস করলেন, 'আন্নের ধুতির দাম কয় টেঁয়া?'
ভবেশবাবু বললেন, '২শ টাহা দেলেই মুই খুশী!'
উকিল পকেট থেকে ২শ টাকা বের করে দিয়ে দিলেন!
ভবেশবাবু ২শ টাকা পকেটে পুরে যেই রওয়ানা হবেন, উকিল ভবেশবাবুর হাত ধরে বললেন, 'যান কন্ডে, ধুতির দাম দি হালাইছি, অন ধুতি ইগা আরঁ!'
তখন সেখানে বেশ কিছু লোকের ভিড় জমে গেছে, তারাও ভবেশবাবুকে বলছেন, 'উনি যখন আপনাকে ধুতির মূল্য দিয়ে দিয়েছেন, তাহলে তো উনি এখন ধুতির মালিক; আপনি ধুতি খুলে উকিলবাবুকে দিয়ে দিন!
ভবেশবাবু বললেন, 'হেরে ধুতি দিলে মুই কি এই লোকভরা রাস্তায় ল্যাংডা হইয়া হাঁটব?'
উকিল বললেন, 'আইঁ এসব বুজিনা, আরঁ ধুতি আন্নে আরেঁ দি হালান!'
ভবেশবাবু বাধ্য হয়ে ২শ টাকা ফেরত দিয়ে বললেন, মোর টাহা লাগবনা, মুই ছেঁড়া ধুতি লইয়া চইল্লা যাই ... !'
উকিল বললেন, 'আরঁ ধুতি আইঁ হাঁশশ টেয়ার কমে বেইচতান্ন!'
কি আর করা, ভবেশবাবু উকিলকে ৫শ টাকা দিয়ে ছেঁড়া ধুতি পড়ে ঘরে ফিরলেন; বউ এই অবস্থা দেখে তো চিৎকার, 'ও মনু, তোমার এই দশা করছে কেডা!?'
ভবেশবাবু বললেন, 'ব্যাডায় যে নোয়াখাইল্লা আছেল, হেইয়্যা বোজতে পারি নাই!'



মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

তারেক ফাহিম বলেছেন: ভিডিও সহকারে দেখলাম :D

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪২

শাহ আজিজ বলেছেন: ভিডিও ?? কুথায় ?

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

তারেক ফাহিম বলেছেন: ফেবুতে দেখলাম আরো সপ্তাহখানেক আগে। :D

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১

শাহ আজিজ বলেছেন: আমি আজি দেখলাম

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: হা: হা: হা:।ব্যাপোক মজা পাইলাম বাহে।

বরিশাইল্যা আর নোয়াখাইল্যা - এই চাপান-উতোর শেষ অইবার নয়।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫২

শাহ আজিজ বলেছেন: আরও জেলা আছে কিন্তু সবাই এই দুই জেলা নিয়ে মহা খাপ্পা ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্যাডার পুরা টাহাডাই জলে গ্যালে নোয়াখাইল্লার লাইগা। উকিলের লগে লাগতে গ্যাসেলে কেন বোগদাডায়। নোয়াখাইল্লায় ধুতি লইয়া গ্যালে বোঝতে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৭

শাহ আজিজ বলেছেন: সমেস্যা হইত না , জামা খুইল্যা প্যাচ দিয়া লইলে কাম শ্যাস ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

জাহিদ হাসান বলেছেন:

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২১

কবিতা পড়ার প্রহর বলেছেন: তার মানে নোয়াখাইল্লা বরিশাইল্লা থেকেও ....

তাই তো বলি এক নোয়াখাইল্লার মায়নমানসিংহা একটিং কথা লেখা দেখে আমিও কনফিউজড হয়েছিলাম। আজ জানতে পেরে ভিমরী খেয়েছি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: কেউ কারো থাইক্যা কম না । হারব তবু ইজ্জত দিমু না ।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫২

নেওয়াজ আলি বলেছেন: মজা পাইলাম

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: হা হা হা

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: বরিশাল আর নোয়াখালির মানুষ কি অন্য সব জেলা থেকে আলাদা?

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

শাহ আজিজ বলেছেন: যারা মেলামেশা করছে তারা ব্যাপারটা বোঝে ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

একাল-সেকাল বলেছেন:
মজাদার রেসিপি ! :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইজন্য কইছিলাম নোয়াখাইল্যা থাকলে আই ওয়াজ কইত্ত্যান্ন।
নোয়াখাইল্যা হুজুরও নোয়াখাইল্যাদের ডরায় !! বিশ্বাস হয়না? তা হলে শুনুন!!

এক নোয়াখাইল্যা হুজুর ওয়াজ শুরুর আগে কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলল - এই মাহফিলে কোন নোয়াখাইল্ল্যা লোক থাকলে হাত তোলেন। মাহফিলে নোয়াখাইল্ল্যা লোক থাকলে আই ওয়াজ কইত্ত্যান্ন। কেউ হাত তুলল না। মাহফিলে কোন নোয়াখালীর লোক নাই নিশ্চিত হয়ে হুজুর বয়ান আরম্ভ করল। বয়ানের এক পর্যায়ে একটা গল্প বলতে গিয়ে বলল- আল্লাহর কি হেকমত দেখেন। ঐ বাঁশফাতা যদি হানিতে ফড়ে তাইলে হইবো কুমির আর শুকনাতে ফইরলে হই যাইবো বাঘ। (ঐ বাঁশপাতা যদি পানিতে পড়ে তাহলে হবে কুমির আর শুকনাতে পড়লে হয়ে যাবে বাঘ)
মাহফিলের মধ্যে থেকে ওমনি এক লোক দাড়িয়ে বলল- হুজুর আঁর (আমার) একখান ফ্রশ্ন (প্রশ্ন) আছে। আইচ্ছা ধরেন বাঁশফাতা হানিতেও ফইড়ল না আবার শুকনাতেও ফইড়ল না।
- মাইনে? হুজুর হুঙ্কার দিয়ে ওঠে।
- ধরেন বাঁশফাতার অর্ধেক ফইড়ল হানিতে আর অর্ধেক ফইড়ল শুকনাতে তাইলে কি হইবো?
হুজুর চেয়ার ছেড়ে তিরিং করে লাফিয়ে উঠে বলল- আন্নের বাড়ী নিশ্চয় নোয়াখালী? হেরির কারনে আই আগেই কইচ্চি মাহফিলে নোয়াখাইল্ল্যা লোক থাইকলে আই ওয়াজ কইত্ত্যান্ন। এই মাহফিলে এত লোক আঁর ওয়াজ হুইনলো হেতিরা এই বিষয় সওয়াল কইরলনা, আঁর আন্নে...

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

শাহ আজিজ বলেছেন: ব্লগের মডু কিন্তু নোয়াখাইল্যা !! খুব খিয়াল কইরা |-)

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
এই গল্প পইড়া টেরাম সাব ম্যানহোলে লুকাইয়া ইজ্জত বাঁচাইছেন। কারণ তার পিছনে এক নোয়াখাইল্ল্যা আছিল।

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

শাহ আজিজ বলেছেন: :``>> :P :P :P



আর ইরাম পুষ্ট দিতাম ন

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ব্লগের মডু কিন্তু নোয়াখাইল্যা !! খুব খিয়াল কইরা |-)

কন কি বাহে !! ট্রাম সাবের মতো আমিওকি লুকামু !!!

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: আপনি তোঁ এত ক্লিন ম্যানহোল পাইবেন না তোঁ বড় ড্রেনের ভিতরে জায়গা আছে । পানিতেও করোনা , খিয়াল কইরা ।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬

মনিরা সুলতানা বলেছেন: =p~ =p~

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: আপনি রসিক মানুষ।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: একটু রসকষ না থাকলে লেখালেখি হয়না ।

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মাঝে এমন সুন্দর পোষ্ট দেন যে,হাসি চেপে রাখা মুসকিল।

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: প্যানডেমিক সময়ে আমরা মানসিকভাবে বিপর্যস্ত । সবাই প্রতিদিন প্রান খুলে হাসুক এটাই কাম্য , আমিও হাসি আপনাদের কমেন্টে ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ব্যাপোক মজার হইছে। :P

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাােসল বলেছেন: Thanks to make a joke.

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

শাহ আজিজ বলেছেন: নো মেনশন

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

জুন বলেছেন: অ মনু আন্নের লেহা পড়ড়িয়া হাসতে হাসতে মোর জেবন গেলো =p~
এহন মোর জেবন বাচাইবে কেডা B-)
+

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: হুঞ্ছি উকিল সাহেবের ছোডো ভাইয়ের কাছে গ্যালে একটা উপায় হইবে মনু :`>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.