নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ফেরত আসা কর্মীরা আবার যাচ্ছেন ।। সৌদি এয়ারের ঘোষণা

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৩



গেল দুদিন সোনারগাঁ হোটেল , বিদেশ মন্ত্রনালয় , প্রবাসী কল্যান মন্ত্রনালয় বেশ ব্যাস্ত ছিল বিক্ষোভরত বাংলাদেশী কর্মীদের নিয়ে যারা গেল মার্চ মাস থেকে প্যানডেমিকের কারনে ফেরত এসেছিল বা বলা ভাল ফেরত পাঠানো হয়েছিল । সৌদি আরবের ঘোষণা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত যেতে হবে । সৌদি এয়ারলাইন্সের মাত্র দুটি ফ্লাইট চালু হয়েছে প্রতি সপ্তাহে । প্রায় ৬০০০০ হাজার কর্মী কিভাবে ফেরত যাবে কাজে । তারা অনেকেই ঢাকা এসে এয়ারলাইন্স অফিসে ধর্না দিল , বিদেশ মন্ত্রনালয়ে এবং প্রবাসী কল্যান মন্ত্রনালয়ে ভিড় করল । কোন উপায় না পেয়ে তারা বিক্ষোভ শুরু করল । এবার সবার টনক নড়ল । গতকাল দুটি মন্ত্রক বিক্ষোভকারিদের সাথে কথা বলল একটা উপায় বের করার আশ্বাস দিয়ে। বিক্ষোভকারিরা মরিয়া , তারা ফুটপাতে ঘুমিয়েছে তবু জায়গা ছাড়েনি । রুটি আর কলাওয়ালারা সাথে অ্যানটাসিড ট্যাবলেট বিক্রি করেছে এ কদিন । কি দুর্বিষহ সে দৃশ্য না দেখলে বোঝা যাবেনা । তারা মাস্কের পরোয়া করেনি শুধু চাকুরিতে ফেরত যাবার জন্য , বাড়িতে কয়েকটি মুখের অন্ন জোগানোর নিশ্চয়তা পেতে । আজ বিকেলে সৌদি এয়ারলাইন্স এর একজন মাইকে ঘোষণা দিল ফ্লাইট পুরোদমে চালু হবে এবং আজই ৫০০ টোকেন ছেড়েছে সৌদিতে ফেরত প্রত্যাশীদের কাছে । কাউকে কোন টাকা পয়সা লেনদেন করতে না করেছে মাস্ক পরা ঐ ব্যাক্তি । পুরাতন টিকেটে কোন বাড়তি টাকা নেওয়া হবেনা বলেও প্রতিশ্রুতি মিলেছে । আগামিকাল থেকে টোকেনধারীরা টিকেট কিনবেন বা নবায়ন করবেন । শুক্র শনি লাগাতার চলবে এয়ারের অফিস।
কাল পত্রিকা মারফত জানা গেল আরেক কাহিনী । ৭৭ সালে মিয়ানমার থেকে ঢুকে পড়া পঞ্চান্ন হাজার রোহিঙ্গা মুসলিমকে জিয়াউর রহমান সরকার বাদশাহ ফাহাদকে অনুরোধ করে সৌদিতে উদ্বাস্তু হিসেবে গ্রহন করিয়েছিল । তারা গত ৪৩ বছরে সর্বসাকুল্যে আড়াই লাখ হয়েছে । সৌদি সরকার বাংলাদেশকে বলেছিল এদের সবাইকে বাংলাদেশী পাসপোর্ট দিতে । বাংলাদেশ এতে রাজি হয়নি । তখন সৌদি সরকার হুমকি দিল তাহলে ২২ লাখ কর্মরত বাঙ্গালিকে ফেরত পাঠানো হবে। এই টানাপড়েনের মধ্যে আবার এই ফেরত আসা কর্মীদের নিয়ে টানাহেঁচড়া । যাক মনে হচ্ছে একটা সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ । আপাতত ষাট হাজার কর্মী ফেরত যাক । পঞ্চান্ন হাজার রাষ্ট্রহীন লোকের দায়িত্ব জাতিসংঘের । তারাত কোন রাষ্ট্রের পরিচয়পত্র নিয়ে যায়নি । ব্যাপারটা এখনো ধোয়াশে ।
করোনাকালে প্রায় এক কোটি মুখের অন্ন নিশ্চিত হল এটাই বিশাল ব্যাপার ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: খুশির মধ্যে দুখের খবর।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

শাহ আজিজ বলেছেন: হুম , তাই

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের মানুষ দেশে কাজ পাচ্ছেন না । পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারছেন না ।
এটা খুবই দুঃখজনক।
জীবন তো একটাই।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫

শাহ আজিজ বলেছেন: কিছুটা হলেও কেটেছে ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশী প্রবাসীদের অবস্থা হচ্ছে “জলে কুমির ডাঙ্গায় বাঘ” নিজ দেশে মূল্যহীন প্রবাসে অবমূল্যায়ন। নিজ দেশে - নিজ দেশের জনগণের যতোদিন ভালো ব্যবস্থা না হবে, ততোদিন প্রবাসেও নিগৃহীত হবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: শর্ট কাটে ব্যাস্ত অপেশাদার রাজনিতিকরা দাস ব্যাবসা ভাল বোঝে , বোঝেনা উৎপাদন ব্যাবস্থাপনা ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

নেওয়াজ আলি বলেছেন: সৌদি এবং বাংলাদেশ উভয় ব্যস্ত ছিল কয়েক দিন । লক্ষ মানুষের জীবিকার উৎস বন্ধ হবে না ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: শ্রমিক ছাড়া ওরা চলবে কিভাবে ? এখন নতুন করে চলা শুরু করছে প্রায় সবাই । তাদের অর্থনৈতিক স্বার্থেইতো এদের শ্রম , বেড়াতে যাচ্ছেনা ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুঃখ জনক কিছু ঘটেনি এটাই মঙ্গল ।

তারা আসছে মিয়ানমার থেকে,বাংলাদেশ সরকার তাদের পাসপোর্ট দেবে কেন।এটা একটা কুট চাল,কোন এক সময় তাদের ফেরত দেবার মতলব।এই ফাঁদে পা না দেওয়াই ভাল।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: তারা কিন্তু কোন ট্র্যাভেল ডকুমেন্টস ছাড়াই গেছে । বাংলাদেশ কেন ৪০ বছর পর তাদের পাসপোর্ট দেবে । ১০ লাখ রোহিঙ্গা কিন্তু সৌদিদের অনুরোধ আর টাকায় চলছে।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬

শেরজা তপন বলেছেন: দারুন সুখবর নিশ্চিতভাবে সৌদি প্রবাসীদের জন্য।

রোহিঙ্গাদের বিষয়টা জানতাম না- অবাক হলাম!!

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫

শাহ আজিজ বলেছেন: আমি কিঞ্চিত জানতাম কিন্তু এতোটা নয় । সেই সময় বেশিরভাগ বিভিন্ন দেশে চলে গেছে এবং ইমিগ্রান্তও হয়েছে ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
রোহিঙ্গারা আমাদের জন্য বিষফোঁড়া।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: আরেকটি লেবানন বানিয়ে না ফেলে ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: দেশে যদি কর্ম থাকতো এইলোক দিয়ে সৌদি যেতো না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২১

শাহ আজিজ বলেছেন: দেশে কর্মসংস্থানের সুযোগ আছে সাহেদ, সাব্রিনা , মালেকদের জন্য ।

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সব ক্ষেত্রেই আমরা নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছি। ফলে সউদির মত অনেক দেশই আমাদের পাত্তা দেয় না। তবে সৌদি এয়ারলাইন্স ইচ্ছায় বা চাপে যে কারনেই রাজি হউক না কেন তাদের সাধুবাদ দেয়া যেতে পারে। আর রোহিঙ্গাদের মনে হয় জিয়ার আমলে কোনও চুক্তি ছাড়াই আল্লারওয়াস্তে নিয়েছিল। নইলে এই ধরনের কথা সৌদি এখন কি করে বলে। এখানেও আমাদের কূটনৈতিক দুর্বলতা আছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭

শাহ আজিজ বলেছেন: আমাদের ব্যাপারে ফুল অ্যাসেসমেনট শক্তিশালি রাষ্ট্রগুলোর আছে । একসময় আমিও জেনেছি কিভাবে তারা মূল্যায়ন করে আমাদের । আমাদের ২২ লাখ কর্মী নিয়ে জুয়া খেলবে তারা । আমাদের গাঁটস কতটুকু তা তারা ভাল জানে । শুধু সউদিয়া নয় বিমানও শুনেছি বহনের অনুমতি পেয়েছে ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪০

উম্মে সায়মা বলেছেন: এই মহামারী পুরো বিশ্বকে উথালপাথাল করে দিয়েছে। সব আগের মত হয়ে যাক এই কামনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৩

শাহ আজিজ বলেছেন: তাই হোক ------- কামনা ।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট পড়ে যা শিখলাম- জানলাম-

সৌদির ফেরত আসা কর্মীরা আবার যাচ্ছেন। দেশের মানুষ দেশে কাজ পাচ্ছেন না। পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারছেন না। এটা খুবই দুঃখজনক।

জীবন তো একটাই। বাংলাদেশী প্রবাসীদের অবস্থা হচ্ছে 'জলে কুমির ডাঙ্গায় বাঘ' নিজ দেশে মূল্যহীন প্রবাসে অবমূল্যায়ন। নিজ দেশে- নিজ দেশের জনগণের যতোদিন ভালো ব্যবস্থা না হবে, ততোদিন প্রবাসেও নিগৃহীত হবেন।

সব ক্ষেত্রেই আমরা নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছি। ফলে সৌদির মত অনেক দেশই আমাদের পাত্তা দেয় না। তবে সৌদি এয়ারলাইন্স ইচ্ছায় বা চাপে যে কারনেই রাজি হউক না কেন তাদের সাধুবাদ দেয়া যেতে পারে।

এই মহামারী পুরো বিশ্বকে উথালপাথাল করে দিয়েছে। সব আগের মত হয়ে যাক এই কামনা।


২৫ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: হুম , খুব চাল্লু !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.