নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

আপনার প্রাক্তনকে ক্ষমা করেছেন ??

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০



গতকাল প্রাক্তন ক্ষমা দিবস পালন করল ইঁচড়ে পাকা ছেলেপিলে । পত্রিকাতে একটু খোঁচাখুচি করেছে সম্ভবত এই প্রথমবারের মত । ২০২০ যেন দিবস উদযাপনের মেলা বসিয়েছে । নানাবিধ টেনশন কাটাতে এটা অবশ্য ভাল দিক । প্রাক্তন প্রেমিক / প্রেমিকা মুখ্য । আই মিন ছ্যাকা খাওয়া সেইজন , হয় দিয়েছেন না হয় খেয়েছেন কিন্তু না পাওয়ার বেদনা বিধুর আষাঢ়ের ঘন আঁধার নেমে আসা বরিষণ ভরা দুঃখের পাণ্ডুলিপি কি ধুয়ে মুছে ফেলতে পেরেছিলেন ? কেউ কেউ বলবেন আরে ভাই গইনা শেষ করা যাবেনা , কয়টারে ক্ষমা করুম আর কয়জন বা আমারে ক্ষমা করবে । এমনই বদ দোয়া দিছে যে পঙ্গু হাসপাতালে শুইয়া বইসা দিন পার করি । আর কেউ কেউ মাত্র একজনের কাছেই ছ্যাকা খেয়ে ৭০ দশকে কবি হইয়া আজিজ সুপার মার্কেটে , নাহয় টি এস সি তে বইসা নুরুরে ব্যাথার কাব্য শোনায় । নুরু একটা আপদ , না বুইঝাই কয় তাও চিল্লায়া – কবি প্যারাসিটামল লইয়া আসতে আছি ।
বৃদ্ধা মহিলা হাইসা কয় – ক্ষমা ? শালার পো শালা , আমারে রমনা পার্কের মোড়ে বসায়া রাইখা কাজি সাহেবরে আনতে গেল আর ফিরে এল না । তারপর যে যুবক সেই বিপদ থেকে উদ্ধার করল সে পরবর্তী জীবনে সচিব । জীবন কাটিয়েছি ঝাক্কাস স্টাইলে । আমার সেই বান্দরটার কথা মনে পড়ে , অরে হাশরের ময়দানে ধইরা ধোলাই দিমু হা হা , ছাড়ুম না ।
কবি নির্মলেন্দু গুন এক শ্রাবন রাতে নতুন পল্টন লাইনে গনিকা বান্ধবীর বাসায় ঠেইলা উঠলেন । সারা রাত শ্রাবন ধারার পতন শেষে আলো ফোটার আগেই কবি গনিকা বান্ধবীর ছাতা আর হ্যারিকেন নিয়া চম্পট । সেই মহিলা বলছে কবিরে কক্ষনো ক্ষমা নয় কারন আমার ছাতা আর হ্যারিকেন ফেরত দেয় নাই ।
আমার জীবনে ক্ষমার ব্যাপার নেই তবে অনেকেই একতরফাভাবে আমাকে ক্ষমা করে নাই , আমার কি দুষ ??
এবার আপনার কাহিনী বয়ান করেন , কারে কারে ক্ষমা করছেন , করেন নাই । বিশ্বাস করেন কাউরে কমু না ।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৮

জাহিদ হাসান বলেছেন: হ্যা। আর বলে দিছি-


বোন তোরা স্বামীদের নিয়া ভালো থাকিস।

প্রায় ৮ টা প্রাক্তন তো হবেই সব মিলিয়ে। সবগুলার বিবাহ হয়ে গেছে। হা হা হা

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮

শাহ আজিজ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান ।





নাইলে কিযে অসুবিদার সৃষ্টি করত ----------------

২| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ক্ষমা নাই, ক্ষমা নাই, অধরা-
দেখা যদি পাই তব প্রাণহরা
শুদিবো কেন হলো মরু সাহারা;
একমুঠো জল ছিটালে ফুটতো মরু গোলাপ
এখনও মাঝে মাঝে নিজের সাথে নিজের হয় প্রলাপ।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০

শাহ আজিজ বলেছেন: বাজার থিক্যা কিন্যা ছিটান্না , ব্যাপার একই ---------------- হা হা হা

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮

আমি সাজিদ বলেছেন: মাঝে মাঝে আপনার লেখা বেশ ভুলভাল মনে হয়, গুটি কয়েক সময় মনে হয় আপনার মতো সত্য প্রকাশ করতে খুব কম সিনিয়র ব্লগারই পারেন।

পোস্ট বিশেষ কারনে ভালো লেগেছে ।।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: পিছুটান নেই , পাপবোধ নেই কারন পাপে লিপ্ত হইনা , শিশুদের খাওয়াই , এতেই আনন্দ ।

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৮

মিরোরডডল বলেছেন:
আরও যে কতো দিবস দেখতে হবে :|
এটাতো এবারই প্রথম শুনলাম ।
ফান পোষ্ট মজাই লেগেছে :)


১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৬

শাহ আজিজ বলেছেন: আমিও বেশ মজা পেলাম ফেসবুকে সুখ দুঃখের বাতচিত পড়ে । কেউ সত্যি কথা কয়না ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪২

জাহিদ হাসান বলেছেন: আমি একাকী ঘুরে বেড়াচ্ছি পৃথিবীতে। খুব মজা লাগছে। প্রাক্তনেরা পচুঁক। আমার কী?

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯

শাহ আজিজ বলেছেন: আঝারি শুনলে খুশি হইব

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: ক্ষমা করে দেবদাস দেখলে সবে না। :D

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫১

শাহ আজিজ বলেছেন: আরে এইসব কি কোন ব্যাপার হইল । ইচ্ছে হইছে ধরছি , পোষায় নাই ছাড়ছি ।

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: আমার কি কোনো প্রাক্তন আছে? অথবা আমি কি কারো প্রাক্তন?

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

শাহ আজিজ বলেছেন: সুরভীকে জিগাও ------------------------------

৮| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৯

জনৈক অপদার্থ বলেছেন: সরেশ রচনা :#)

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৫

শাহ আজিজ বলেছেন: থ্যানক্স

৯| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ক্ষমার আবেদন করলে ক্ষমা করা যেতে পারে। তবে আইয়ুব বাচ্চুর গানের মতো ক্ষমার জন্য চিঠি লিখতে হবে সুন্দর করে।

শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়
হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায় ||

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: বাহ , এভাবে কি ক্ষমা পাওয়া যাবে ।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৫

এইচ তালুকদার বলেছেন: প্রাক্তন আমার এলাকাতেই থাকে।প্রায়ই দেখা হয়ে যায়

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: খুব ভাল , আবার বর্তমানে আইসা না পড়ে

১১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: আমাদের ব্যাচের এক জোড়া প্রাক্তন আছে । তারা দুইজনই ব্রেকআপের জন্য একে অপরের ঘারে দোষ চাপিয়েছে। এখন বন্ধুদের গেট টুগেদারে দেখা সাক্ষাৎ হলেও খেয়াল করেছি যে কেউ কারো সাথে কথা কয় না, তাকায়ও না । =p~

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: কখন মারামারি লাগায়া দেয় -------------

১২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮

আকন বিডি বলেছেন: মাসদেরেক ফোনে কথা কইসি। একবার দেখা কইরা বাসেও উঠাইয়া দিছি। কিন্তু মনে কোন অনুভূতি ছিল না নানান কারনে। একে কি প্রাক্তন বলা যায়?

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: এইটা একটা ভেজাল থিওরি । এইটা হাফ চলমান , প্রাক্তন না।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: জানি না।

১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৩

আকন বিডি বলেছেন: কোন যোগাযোগ নাই। তিনি আমাকে প্রচন্ড পছন্দ করতেন। কিন্তু বাস্তবতার কারনে আর তার সাথে যোগাযোগ রাখি নাই।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: আহা , উহু

বাসে কারে উঠাইয়া দিলেন ??

১৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৯

আকন বিডি বলেছেন: তাকে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: বাসেই যখন উঠাইয়া দিলেন তাহলে সম্পর্ক থাকেনা কি করে ?

১৬| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৯

আকন বিডি বলেছেন: আমিই আর সামনে আগাই নাই। তবে ভয় লাগে, তার অভিশাপ না আবার আমার লাগে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১১

শাহ আজিজ বলেছেন: গরু খাসি ছদকা দেওয়া উত্তম ।

১৭| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

আমি সাজিদ বলেছেন: আজিজ আংকেল , বলতে ভুলে গেছি। অনেক অনেক বছর আগে প্রাক্তনের উপর প্রতিশোধ নেওয়ার উপায় ভেবে একটি গল্প ব্লগে লিখেছিলাম। গল্পের নাম - হঠাৎ একদিন

দেখে আসতে পারেন ইচ্ছে হলে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: দেখব , ঘুমাতে যাচ্ছি । গুড নাইট ।

১৮| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুরভীকে জিগাও

খাইছে আমারে। মাফও চাই, দোয়াও চাই।

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪০

শাহ আজিজ বলেছেন: :`> :``>> :-/ :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ১৯ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: লেখক বলছেন কাউকে কমু না, এখন আর কইলেও কোন সমস্যা নাই।

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪১

শাহ আজিজ বলেছেন: সবই দিবালোকের মত স্পষ্ট

২০| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রাক্তন কেউ ছিলনা, হলনা তাই ক্ষমার প্রশ্নই উঠেনা।

সময়ের সাথে এমন রশিক আরও দবিস পয়দা হবে মনে হয়।++++

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪

শাহ আজিজ বলেছেন: প্রাক্তন থাকলে একধরনের বেদনা বয়ে বেড়ানো আরকি ।



না থাকলে আরেক ধরনের হতাশা , আহা জীবনটা না জানি কি আনন্দময় হইত।

২১| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮

ইসিয়াক বলেছেন: আমার কোন প্রাক্তন নাই :(

১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০

শাহ আজিজ বলেছেন: বাইচা গেছ , দোয়া কুনুত , জোরে জোরে

২২| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৩

কামরুননাহার কলি বলেছেন: প্রাক্তন হওয়া বা কাউকে প্রাক্তন বানানো খুব ইচ্ছা ছিল কিন্তু ভাগ্যের খন্ডন তো আর খন্ডানো যায় না তাই আর হলো না।

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩

শাহ আজিজ বলেছেন: এখনো সময় আছে সীমিত আকারে , এই পাচ ছয় মাস তারপর ছ্যাকা । করোনা সময় তো কেউ ভেঙ্গে পড়বে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.