নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানু মণ্ডল হটাত করেই উঠে এসেছিল তার অসাধারন কণ্ঠের জন্য । আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে তার গান শুনে স্তম্ভিত হয়ে বসেছিলাম । পরে আবারও শুনলাম এবং জানলাম তার জীবনের করুন কাহিনী । কিন্নর কণ্ঠের তুলনায় তার চেহারা খুব নোংরা লেগেছে আমার কাছে । আবারও কদিন বাদে রানু জেগে উঠলো হিমেশ রেশম্মিয়ার গানের স্টুডিওতে । কপাল খুলে গেল রানুর ।
রানাঘাট স্টেশন পশ্চিমবঙ্গে । ষ্টেশনে বসেই ট্রেন এলে তার মর্মভেদি কণ্ঠে হিন্দি গান শুনে যাত্রীরা অবাক হয়ে দু চার টাকা যা দিত তাই দিয়ে ঝুপড়িতে জীবন চলত । মুম্বাই থাকতেন রানু স্বামীর সাথে । স্বামী মারা গেলে রানু রানাঘাটে এসে আশ্রয় নেন । একমাত্র মেয়েও তাকে সাথে নেয়নি । কিন্তু মায়ের রাতারাতি উন্নতির সাথে সাথে মেয়েও মায়ের কাছে ফিরে এল ।
কিন্তু অহংকার আর বাজে ব্যবহারের জন্য সেই রানু মন্ডলের পতন হতে সময় লাগেনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে মাত্র এক বছরের ব্যবধানে যে স্টেশন থেকে উঠে এসেছিলেন আবার সেই ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনেই জায়গা হলো তার। আবারও সেই আগের মতো হাত পেতে ভিক্ষে করেই জীবন চালাতে হচ্ছে তাকে।
তারা জানায়, দাম্ভিকতা ও দুর্ব্যবহারের জন্য ভাগ্য তাকে সুযোগ দিলেও সেটি কাজে লাগাতে পারলেন না রানু। সামান্য বিখ্যাত হয়ে উঠতেই নিজেকে তিনি অনেক বড় তারকা মনে করতে শুরু করেন। সবার সঙ্গেই বাজে আচরণ করেছেন।
কেউ ছবি তুলতে এলে ভুল ইংরেজিতে তাদের সঙ্গে দুর্ব্যহার করেছেন। ভিখারিদের নিয়েও নোংরা মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। সেইসব ঘটনার ছবি-ভিডিও ভাইরাল হয়েছে বারবার। যা ক্ষেপিয়ে তুলেছে তার প্রতি সদয় হওয়া সবাইকে। কেউ আর কাজ দেয় না। নেই কোনো গানেরও শো। তাই বেঁচে থাকার তাগিদে আবার সেই স্টেশন চত্বরেই ফিরে আসতে হলো তাকে।
গত বছর রানাঘাট স্টেশনে গান গাওয়ার সময় অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। টিকটক ভরে যায় রানুর কণ্ঠ আর গানের ভিডিওতে। এরপর তার গান নজরে আসে বলিউডের গানের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়ার। তিনি তাকে বলিউডের একটি ছবির গানে কণ্ঠ দেয়ার সুযোগ দেন।
তারপর থেকেই নানা রিয়েলিটি শোতেও ডাক পরে রানুর। কিন্তু শিক্ষা, রুচি ও সুন্দর আচরণের অভাব রাতারাতি সেনসেশনে পরিণত হওয়া রানু মন্ডলকে ছুঁড়ে ফেললো আবার সেই রাস্তাতেই।
১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৩
শাহ আজিজ বলেছেন: আমি তার আলাপচারিতার কিছু অংশ দেখেছি , নিন্ম স্তরের ।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
সামিয়া বলেছেন:
১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
শাহ আজিজ বলেছেন:
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
কলিমুদ্দি দফাদার বলেছেন: টি, আর,পির ধান্দায় ভারতীয় মিডিয়াতে এই রকম পাগলামি দুই দিন পড় পড় দেখা যায়।
১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১
শাহ আজিজ বলেছেন: কিন্তু এই বিষয়টি ব্যাবহার জনিত কারনে ঘটেছে । তার কণ্ঠ চমৎকার কিন্তু আচরন নিন্মমানের ।
৪| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেটা দ্রুত বাড়ে তার পতন হয় দ্রুত।
১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩০
শাহ আজিজ বলেছেন: আমার মনে হয়েছে ওর মানসিক সমস্যা আছে ।
৫| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বভাব যায়না মইলে (মরলে)
ইজ্জত যায়না ধুইলে !!
কয়লা ধুইলেও তার ময়লা যাবেনা।
আমাদের দেশের ট্রেনে গান গাওয়া
এক ছেলে (নাম ভুলে গেছি) টিভির কল্যানে
এমন বেশ সুনাম কুড়ালেও পরবর্তীতে এমন
আচরণ করায় তাকেও কেউ মনে রাখেনা।
আকবরও তাই !!
১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
শাহ আজিজ বলেছেন: রানু মণ্ডল বাস্তব জীবনে বিচরন করেনা মনে হয় ।
৬| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫১
এইচ তালুকদার বলেছেন: সবচেয়ে আশ্চর্য লেগেছে,উনি যে আগে ভিক্ষা করতেন সেটাই অস্বীকার করার চেষ্টা করেছেন যা সোশ্যাল মিডীয়ায় তাকে হাসির পাত্র করে তুলেছিল।আমাদের দেশেও এরকম ঘটনা কম নয়।ট্রেনে গান গেয়ে জীবন নির্বাহ করা নোলক বাবু(আসল নাম ফয়সাল) ক্লোজ আপ ওয়ানের বদৌলতে রাতারাতি তারকা বনে যায় প্রায় সারাদিন নেশায় ডুবে থাকা একাধিক বিয়ে আর নারীনির্যাতন ঘটনায় হারিয়ে যেতেও বেশিদিন সময় লাগে নী।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০২
শাহ আজিজ বলেছেন: এদের জিনগত সমস্যা আছে মনে হয় । আমিও দেখেছিলাম রানু প্রতিবাদ করছে যে ওই ছোকরা তাকে কোন সাহায্যই করেনি মানে তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেবার ব্যাপারে । খুব বিরক্ত হয়েছিলাম । এরপর ভুলেই গেছি ব্যাপারটা ।
৭| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
এই মহিলাকে পশ্চিম বাংলার কোন ডাক্তার যদি সাহায্য করে, মহিলাটি সামান্য সুখ-প্রশান্তির মুখ দেখতে পারে।
১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
শাহ আজিজ বলেছেন: বয়স হয়ে গেছে । তার ধ্যান ধারনা গেথে গেছে যে আমিই সঠিক । হয়ত ও ষ্টেশনে বেশি সুখ পায় ।
৮| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২৯
জনৈক অপদার্থ বলেছেন: আমার নানী বলতেন, "ডালিম পাকিলে পরে আপনিই ফেটে যায়,
ছোট লোক বড় হলে অতীত ভুলিয়ক যায়"
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮
শাহ আজিজ বলেছেন: প্রাচীন প্রবাদ
৯| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৪
ইসিয়াক বলেছেন: দুঃখজনক।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
শাহ আজিজ বলেছেন: খুবই দুঃখজনক
১০| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩
আহা রুবন বলেছেন: আমার মনে হয় রানু মণ্ডলের শিক্ষার অভাবটাই সমস্যা করেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা বলছি না, পরিবার থেকে আমরা আচরণগত যে শিক্ষা পাই তার কিছুই ওর মধ্যে নেই। দুঃখী হলেই সবাই অন্যের সহানুভূতি লাভ করতে পারে না।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩১
শাহ আজিজ বলেছেন: ওর পারিবারিক বিষয় আশয় জানিনা তবে মেয়েটাও মায়ের মত হয়েছে । আমার রানু মণ্ডলকে ভবঘুরে মনে হয়েছে ।
১১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: ধূমকেতুর মতো উত্থান হয়েছিল ওর।
উপরে উঠে ভিখারি রানু আর মানুষকে মানুষ বলে মনে করত না। উপরের প্রত্যেককে খেপিয়ে তোলায় খেসারত হিসেবে ওর ঝুপড়িতে ফিরে আসাটা অবশ্যম্ভাবী ছিল। ওর বদমেজাজী স্বভাব ওকে ঝুপড়িতে টেনে নামিয়েছে।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: কেউ তাকে প্রমোট করেছে মানতেই চায় না , বরং শুনলে ক্ষেপে যায় ।
১২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮
কবীর হুমায়ূন বলেছেন: নিয়তির খেলা বড়োই নির্মম!! তবে, অহংকারীর পতন অবশ্যম্ভাবী।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: সহমত । অহংকারীকে কেউই ভালবাসেনা ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর ব্যবহার আর সুন্দর আচার-আচরণের কোনো বিকল্প নেই ।
আমাদেরকে বিনয়ী হতে হবে সব সময়।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: সহমত
১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৬
নেওয়াজ আলি বলেছেন: উনি নিজের দোষে আগের জায়গায় । কথা আছে গরিবের পেটে ঘি হজম হয়না
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: অনেকটা সেরকম । দুর্ভাগা নারী
১৫| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: হায় পোড়া কপাল। এত বড় সুযোগ পেয়েও এই অবস্থা।
১৬| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ২:২০
চাঁদগাজী বলেছেন:
@জনৈক অপদার্থ,
আপনি বলেছেন, " আমার নানী বলতেন, "ডালিম পাকিলে পরে আপনিই ফেটে যায়, ছোট লোক বড় হলে অতীত ভুলিয়ক যায়" "
-আপনার নানার জীবনটা কষ্টকর ছিলো, হয়তো!
১৭| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অহংকার পতনের মূল আবারও রানু তা প্রমাণ করলেন।
হয়তো তার ভাগ্যে এমটাই লেখা ছিল যা সে অর্জণ করেছে।
১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: ওই যে ঘি ----- সয়না
১৮| ১৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৩
করুণাধারা বলেছেন: ব্যাক টু প্যাভিলিয়ন, শূন্য রানে। অহংকার করলে কত তাড়াতাড়ি পতন হয় তার উদাহরণ হিসেবে মানুষ রানু মন্ডলকে মনে করবে, তার গানের জন্য নয়!!!
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: না মাল পানি কামিয়েছে কিছু । কিন্তু ওই যে স্বভাব যায় না মলে ।
১৯| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০
জাহিদ হাসান বলেছেন:
হিরো আলমও দেখবেন কমলাপুরের রেল স্টেশনে বসে একদিন ভিক্ষা করবে।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪
শাহ আজিজ বলেছেন: হ , তাই ভাবতাছিলাম , ভোট কেন্দ্রের ধোলাই মনে আছে ?
২০| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অহঙ্কার পতনের মূল।
২১| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: আমার ধারনা রানু মানসিক ভাবে অসুস্থ ছিলেন।
১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৯
শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি ।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আগের কষ্টকর জীবন উনার মানসিক সমস্যায় পরিণত হয়েছে; ভালো মাসনসিক রোগের ডাক্তার মহিলাটিকে সাহায্য করলে হয়তো, সমস্যার সমাধান হতো।