নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

একজন পুলিশ সুপারের আকুতি

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৩


ফেসবুক পোস্ট থেকে অবিকল উদ্ধৃত

Shamim Anwar
tS2fponsorhelSd ·
'মানবিক' বলাৎকারকারী!!
"স্যার, ওরা তো খুব ছোট। তাই আমি সবসময় চেষ্টা করি, যেন ওরা বেশি ব্যথা না পায়। আমি তো ওদের শিক্ষক, ওরা ব্যথা পেয়ে কান্নাকাটি করলে আমার খুব কষ্ট লাগে"। ভাষ্যটি চট্টগ্রামের একটি মাদ্রাসার শিক্ষক নাছির উদ্দিন (৩৫)এর। নিয়মিত অগণিত শিশুকে তার লালসার শিকারে পরিণত করলেও গ্রেপ্তার হবার পর আমাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ধর্ষিতদের প্রতি এমনই সদয় তিনি!!!
নাছিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের ফিরিস্তি শুনলে এই মায়াবাক্যাকে আপনার কাছে পরিহাসই মনে হবে। মাদ্রাসার হোস্টেলের ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকার সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে অনেক শিশু ছাত্রকেই নিয়মিত বিছানার সঙ্গী করেন তিনি। ঘটনা সংক্রান্তে প্রাথমিক অনুসন্ধান চালাতে গিয়ে যা বের হয়ে আসে, তাতে শিউরে উঠবেন যেকোনো বিবেকবান মানুষই। ধর্ষণ করার জন্য মূলত দশ বছরের নিচে বয়সী ছেলেশিশুদেরকেই টার্গেট করতেন তিনি। কোন শিশু তার আহ্বানে সাড়া না দিলে তাকে বাধ্য করার জন্য কারণে অকারণে তাকে বেধড়ক মারধোর করা হতো। যেহেতু সেখানে বেশিরভাগ শিশুই এতিম/দরিদ্র পরিবার থেকে আসা, শেষপর্যন্ত তার পক্ষে হুজুরের প্রস্তাবে হ্যাঁ বলা ভিন্ন কোন উপায় থাকতো না। নাছিরের ছেলেশিশু আসক্তি এমন পর্যায়ে উন্নীত হয়েছিলো যে, বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তিন বছরের সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান।
ধর্ষিত শিশুর প্রতি সহমর্মি হবার পাশাপাশি নাছির আবার ভীষণ রকম নিয়মনিষ্ঠও। বিশৃঙ্খলা তার একদমই নাপছন্দ। তাই তো তিনি একেবারে রুটিন করে দিয়েছেন, ওস্তাদের খেদমতে কবে কখন কোন শিশু হাজির হবে। যেন সেই গল্পের অত্যাচারী সিংহের মতো, যে কিনা বনের পশুদের সাথে চুক্তি করেছিল যে, প্রতিদিন একটি করে প্রাণী খাবার হিসেবে তার নিকট চলে আসলে সে আর যারতার ওপর অত্যাচার করবে না। এই করে বেশ ভালমতোই চলে আসছিল শিক্ষকতার আড়ালে তার বেপরোয়া বিকৃত যৌনজীবন। ছাত্ররাও মারধর, হুমকিধামকির ভয়ে নীরবে নিশ্চুপে সব সয়ে যাচ্ছিলো।
ঝামেলা শুরু হয় গতকাল সন্ধ্যায়। এক অভিভাবকের কাছ থেকে প্রাথমিক অভিযোগ পাবার পর আমাদের বিশদ অনুসন্ধানে উঠে আসে বলাৎকারকারী নাছিরের গোপন বিকৃত যৌনজীবনের অবিশ্বাস্য সব খতিয়ান। তারপর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের এবং মধ্যরাতে পরিচালিত আমাদের অভিযানে গ্রেপ্তার ভণ্ড হুজুর মোহাম্মদ নাছির উদ্দিন। কিন্তু গ্রেপ্তারের পর রীতিমতো ভোল পালটে ফেলেন তিনি। বারবার আমাদের নিকট দাবি করতে থাকেন, তিনি নাকি কাউকে জোর করে বিছানায় নিতেন না, ছাত্ররাই নাকি স্বেচ্ছায় তার সঙ্গ নিতে আসতো। যদিও গরিব ঘরের অসহায় ছেলেগুলোর সাথে দিনের পর দিন কোন কৌশলে, কি কি ঘটিয়েছে নরপশু নাছির, তা আমাদের অজানা ছিল না।
সুখের বিষয় হলো, আজ সকালে আদালতে পাঠানো হলে গ্রেপ্তারকৃত নাছির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তার বিরুদ্ধে আনীত বলাৎকারের অভিযোগ স্বীকার করে নেন। পাশাপাশি বলাৎকারের শিকার শিশুদের মধ্যে চারজনও আদালতে উপস্থিত হয়ে তাদের উপর চালানো নির্মমতার বর্ণনা দেয়। ইনশাআল্লাহ দৃষ্টান্তমূলক শাস্তিই হবে তার। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার শিশু ছেলে বা মেয়ে যাই হোক, তার নিরাপত্তার দিকটি বিবেচনায় রাখুন। শিক্ষক হোক, আত্মীয় হোক কিংবা হোক প্রতিবেশী, আপনার সন্তানকে কারো অরক্ষিত শিকারে পরিণত হবার সুযোগ দিবেন না প্লিজ।
Md. Anwar Hossan (Shamim Anwar)
সহকারী পুলিশ সুপার (এএসপি)
রাঙ্গুনিয়া সার্কেল, চট্টগ্রাম জেলা পুলিশ।।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাকরুদ্ধ

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:২৮

শাহ আজিজ বলেছেন: কাকে দিয়ে ম্যাডরাসা চালাব ?? আবাসিক ম্যাডরাসা মহিলা শিক্ষক দিয়ে চালানো সঠিক হবে।

২| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৮

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,




ফেসবুক থেকে এক কামোন্মাদ নরপশুর কাহিনী তুলে আনার জন্যে ধন্যবাদ।
ধন্যবাদ সেই পুলিশ সুপারকেও যিনি এমন অবিশ্বাস্য একটি বয়ান তুলে ধরেছেন তার ফেসবুক পেজে।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩০

শাহ আজিজ বলেছেন: কাল রাতে দেখেই স্তব্ধ আমি , ভাবলাম সবাইকে ভাবাই আমার মত করে । কেন জানি রাষ্ট্রটা পচিয়ে ফেলছে সবাই মিলে ।

৩| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই জন্য ধর্মও কিছুটা দায়ী।আমাদের ধর্মে আছে,তোমরা মুমিনদের পাপসমুহ গোপন করিও,আল্লাহ মুমিনদের পাপ সমুহ ক্ষমা করে দেন।
দুনিয়ার বিচারে কি হয়,আপনি যতই ভাল কাজ করেন তার উপর ণির্ভর করেনা আপনার অন্যায়ের বিচার।
কিন্তু আখেরাতে কি হবে,পাপ পুন্য তুল্য করা হবে।পাপ বেশি হলে দোজক,পুন্য বেশি হলে বেহেস্ত ।মৌলভীরা ভাবে,আমরাতো সারা দিনই পুন্য করি এই সমস্ত পাপে আমাদের বেহেস্তে যাওয়া আটকাবে না।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩২

শাহ আজিজ বলেছেন: কিতাবি নির্দেশ একতরফা হয়ে গেছে এখন ট্রিটমেনট হচ্ছে পিটাইয়া মারা ।

৪| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৯

নেওয়াজ আলি বলেছেন: http://www.dainikamadershomoy.com/post/282086

৫| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১:৫৭

মাস্টারদা বলেছেন: এই বিকৃতির পেছনের কারণ কী?
সমকামীতা যদি ধর্মীয় দৃষ্টিকোণে হারাম হয় তো এই ধরনের মওলানারা কী করে সেটা পাশ কাটান?

সন্তানের সাথে বন্ধুর মত মেশা দরকার। তাতে তাদের সমস্যাগুলো জানা সহজ হবে। তারা শেয়ার করবে।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: উপরে যদি থাকে তেতুল তত্ত্ব নিচে চলবে বলাৎকার ।

৬| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:



সরকার এতিমদের দায়িত্ব না নিয়ে, তাদেরকে ছেড়ে দিয়েছে হায়েনাদের হাতে।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: সরকার কাদের দিয়ে সেই দায়িত্ব পালন করাবে ?

৭| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫৮

অনল চৌধুরী বলেছেন: দেশের প্রতিটা মাদ্রাসা ও শিশু সদনে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি তদন্ত করা দরকার।
কারণ এর মতো জানোয়ার আরো অগণিত আছে।
এদের বিরুদ্ধে আবার দেশের কোনো ধর্ম ব্যবসায়ী দল বা গোষ্ঠী কোনোদিন কোনো কথা বলে না।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: হতাশার চিত্র ।

৮| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:১৫

রাজীব নুর বলেছেন: 'মানবিক' বলাৎকারকারী!!

৯| ২১ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
একুশ শতকে ধর্ম অর্থহীন বাজে জিনিস।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: আমরাও বড় হয়েছি কিন্তু এই কওমি স্টাইলে না ।

১০| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৫২

ইসিয়াক বলেছেন: ধিক্কার জানাই এই নরপশুকে।এদের মতো পিশাচদের ফাসির
দাবি জানাচ্ছি।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

শাহ আজিজ বলেছেন: এইসব প্রতিষ্ঠানের আমুল সংস্কার প্রয়োজন ।

১১| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৫২

রাশিয়া বলেছেন: @নুরুলইসলা০৬০৪ মহোদয়, ইসলাম আপনার ধর্ম নয়। তাই হিপোক্রেসি বাদ দিন। সুযোগ পেলেই যে আপনি ইসলামী বিধি বিধান তুলোধুনা করেন - সেটা এই ব্লগে কারো জানতে বাকি নেই।

মুমিনদের পাপ গোপন করতে বলা হয়েছে, যাতে তারা পাবলিকলি হ্যারসড না হয়, নিজেদের পাপ স্বীকার করে অনুতপ্ত হবার সুযোগ পায়। ছবির এই লোকটা কি মুমিন? মুনিনের কোন গুণ কি তার মধ্যে আছে? তাইলে তার পাপ গোপন করতে হবে কেন?

সমকামিতার অপরাধের জন্য আল্লাহ্‌ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এবং তারা যে মাটিতে বসবাস করত, তাও সমদ্রের সাথে মিশিয়ে দিয়েছেন। ধর্ষণের যে শাস্তি - এত নিষ্ঠুর শাস্তি ইসলামে আর কোন অপরাধের জন্য দেয়া হয়নি। তারপরেও উদাসী স্বপ্নের সাকসেসরদেরকে এত চুলকানির সুযোগ সামুতে দেয়া হয় কেন, মডারেটরদের কাছে এই প্রশ্ন থাকল।

১২| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধর্মকে দোষারোপ করা ঠিক না কারণ ধর্ম এগুলো করতে বলেনি।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: হ্যা , ধর্মকে কেউ দোষারোপ করবেন না । ব্যাক্তিকে করুন ।

১৩| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌একে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। যাতে করে আর কোন মাদ্রাসাশিক্ষক এমন জঘন্য কাজ করার ইচ্ছাও মনে ঠাঁই না দেয়।

২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৬

শাহ আজিজ বলেছেন: এই দৃষ্টান্তমূলক শাস্তিটাই বড় সমস্যা এই দেশে । নানাবিধ মত আর পথ ভিন্ন রঙের রথ দেয় আটকাইয়া পথ ।

১৪| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

ভুয়া মফিজ বলেছেন: একে কি শাস্তি দেয়া উচিত, বুঝতে পারছি না। একে উলঙ্গ করে বিশেষ অঙ্গে দুইটা ইট বেধে ঝুলিয়ে দিলে কেমন হয়? সাত দিন....সমস্তদিন সে এভাবে এসপির অফিসের সামনে দাড়িয়ে থাকবে। যে কেউ তাকে এন্টারটেইন করতে চাইলে করতে পারবে। তারপরে তাকে বিচারের জন্য আদালতে পাঠানো হোক।

২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫

শাহ আজিজ বলেছেন: আপাতত এই পন্থা ছাড়া আর কিছুই দেখতেছি না । আবাসিক ব্যাবস্থায় সকল সুপার হয় মহিলা না হয় খোজা করে দিতে হবে ।

১৫| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: মানুষ নিচে নামতে নামতে একদম নিচে নেমে গেছে।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৪

শাহ আজিজ বলেছেন: একজন শিশুকে যার আশ্রয়ে দেওয়া হয়েছে তাকে তার ব্যাভিচারের জন্য প্রকাশ্যে শিরোচ্ছেদ করা উচিত ।

১৬| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৫

রানার ব্লগ বলেছেন: জান্নাতে গেলে গোলেমান দেয়া হবে তারই প্র্যাকটিস !!!! এই লোকের ললিপপ তেলে ফ্রাই করে হটডগ বানিয়ে একেই খাওয়ানো উচিৎ ।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৭

শাহ আজিজ বলেছেন: আমি অনেক কিছু নির্দেশের সাথে একমত হতে পারিনা । ওই শূয়রটাকে পুড়িয়ে মারা উচিত ।

১৭| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫

নীল আকাশ বলেছেন: একে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যেন আর কেউ কোন দিন এই কাজ করার সাহস না পায়।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮

শাহ আজিজ বলেছেন: পুড়িয়ে মারা হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.