নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোঁদড় জলচর প্রাণী । বাংলাদেশের প্রায় সব পুকুরেই এক দুটি ভোঁদড় দেখা যায় । এরা পুকুরের মাছ শেষ করে ফেলে বলে গৃহস্তরা জাল দিয়ে পুকুর ঘেরে । ভোঁদড় দিয়ে মাছ ধরে চীনের দক্ষিনাঞ্চলের জেলেরা । ভোঁদড়ের লোমশ চামড়া বেশ দামি । ভোঁদড়ের মজ্জা তেল কসমেটিকে ব্যাবহার হয় । সারা পৃথিবীতে ভোঁদড় খামার আছে অনেক । ডেনমার্কে ভোঁদড়ের খামার থেকে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়েছে প্রায় ২০০ মানুষের শরীরে । ডেনমার্কের প্রায় ৫০ মিলিয়ন পালিত ভোঁদড় এখন নিধনযজ্ঞের মুখে । সব খামার বন্ধ ঘোষণা করেছে সরকার । ইউরোপ , আমেরিকায় নতুন আতঙ্ক ভোঁদড় থেকে সংক্রমণ আশঙ্কা । ভোঁদড়ের শরীরে ভাইরাস গেল কিভাবে এখন এটাই মুল প্রশ্ন । আরও কি কি প্রাণী এই ভাইরাস সংক্রমণ এবং সংক্রামিত হতে পারে জানা নেই । আমরা মুরগি , ছাগল , ভেড়া , গরু যা খাই তা মোটেও নিরাপদ নয় । খামারে ঘন হয়ে বসবাস করা প্রাণীরাই ঝুকির মুখে । মাংস সেদ্ধ করলে অবশ্য ভাইরাসের কার্যকারিতা থাকে না । কিন্তু তার আগ পর্যন্ত যেসব মানুষ এদের সংস্পর্শে আসছে তারা ঝুকিতে থাকছেন ।
চীনারা সারা পৃথিবীতে আসলেই একটা হইচই লাগিয়ে দিল ।
০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৩
শাহ আজিজ বলেছেন: কাচা মাংসের থেকে বাঘ আক্রান্ত হতে পারে ।
আমাদের দক্ষিনাঞ্চলে ভোঁদড় প্রচুর । এদের জালাতনে গৃহস্থরা এদের মেরে ফেলে ।
২| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: হাঁয় হাঁয়----
আনন্দময় খবর দিন।
০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:০৯
শাহ আজিজ বলেছেন: আগামিতে ভাল কোন খবর নেই পৃথিবীর জন্য ।
৩| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার ধারণা মানুষের শরীর থেকে ভোঁদড়ের শরীরে করোনা ভাইরাস ছড়িয়েছে। উলটা ভোঁদড়কে দোষারোপ করা হচ্ছে।
০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: সেটার সম্ভাবনা বেশি নাহলে সঙ্ক্রমন হল কিভাবে ।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশের প্রায় সব পুকুরেই এক দুটি ভোঁদড় দেখা যায়।
স্যার এখন আর এদের দেখা যায না। বাংলাদেশে বলতে গেলে এখন এরা অস্তিতের সংকটে আছে।
ভোঁদড় দিয়ে মাছ ধরে চীনের দক্ষিনাঞ্চলের জেলেরা ।
বাংলাদেশের সুন্দর বনেও এর ব্যবহার হয় মাছ ধরতে।
শুনেছিলাম আরো অনেক আগেই চিড়িয়াখানায় পশুরা (সম্ভবত বাঘ দিয়ে শুরু) আক্রান্ত হচ্ছিলো।