নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

জেসিন্ডা আরডার্ন এর বিয়ে

১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৯



নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বিয়ে হবে কিছুদিনের মধ্যেই । প্রেমিক এবং বাগদত্তা ক্লার্ক গেফোর্ডের সাথে কদিন আগেই বাগদান হয়ে গেছে । তারা গেল কয়েক বছর প্রেম করেছেন এবং ২০১৮ সালে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন । প্রধানমন্ত্রী জেসিন্ডা যখন খুব ব্যাস্ত তখন ক্লার্ক বাচ্চা সামলেছেন , ঘরকন্যার কাজ করেছেন । ক্লার্ক একজন টেলিভিশন উপস্থাপক । খুব সাহসী জেসিন্ডা বাচ্চা কোলে নিয়েই জাতিসংঘের সন্মেলনে যোগ দিয়েছেন । গত মাসে আরডার্নের নেতৃত্বাধীন লেবার পার্টি নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পায়। এতে দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় এসেছেন আরডার্ন।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশ যখন করোনাভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে, সেখানে আরডার্ন তাঁর করোনার প্রতিক্রিয়ার জন্য বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছেন। গত বছরে দেশটিতে মুসলমানদের ওপর হামলার ঘটনার পর তাঁর গৃহীত পদক্ষেপও আলোচনায় আসে। এই হামলার সময়ে আমি বেশ আগ্রহী হয়ে জেসিন্ডা আরডার্নের সাহসী কার্যকলাপে মুগ্ধ হয়ে তার ফ্যান হয়ে যাই । পৃথিবীতে দুজন প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলরকে আমি খুব ফলো করি । এঞ্জেলা মারকেল আর জেসিন্ডা আরডার্ন ।এরা আমার প্রিয় শাসক ।


শুভেচ্ছা জেসিন্ডা আরডার্ন ও ক্লার্ক গেফোর্ড দম্পতিকে ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা তো জানতাম না! তাই একটু উইকি ঘুরে এলাম। ক্লার্কের সাথে সেই ২০১২-তে দেখা হয়েছিল। পলিটিক্স করলে জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়। তিনি খুব পরিশ্রমী ও ভালো শাসক। প্রেমিক ও সংসারের প্রতি তিনি ততখানি নিবেদিত হতে পারবেন না, যেহেতু দেশের প্রতি বেশি কমিটেড।

১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই । এইরকম তরুন শিক্ষিত প্রধানমন্ত্রী আমাদেরও চাই । সন্তানের প্রতি ভালবাসা আছে বলেই জাতিসংঘ পর্যন্ত কোলে করে নিয়ে গেছেন , হুম !!

২| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০১

স্থিতধী বলেছেন: জেসিন্ডা সারা বিশ্বের সকল সত্যিকারের নিবেদিত প্রাণ তরুণ রাজনীতিবিদদের জন্য একজন আইকন। বর্তমান দ্রুত পরিবর্তনশীল
এই বিশ্বে জেসিন্ডার মত মেধাবী তরুণ, কর্মঠ, আন্তরিক রাজনীতিবিদদের নেতৃত্বের খুব- ই প্রয়োজন। কারন যুগের চাহিদা বুঝে নিয়ে নিজ মানুষের প্রয়োজন মেটাতে জেসিন্ডার মত হাই ইমোশনাল ইন্টালিজেন্স সম্পন্ন নেতৃত্ব দানকারীরই পারবে নিজ নিজ সমাজে শান্তি, শৃঙ্খলা ও প্রগতির সমন্বয়ে এক আধুনিক বিশ্ব তৈরি করতে । জেসিন্ডার সামগ্রিক সুখী জীবন ও উন্নতি কামনা করি।

১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

শাহ আজিজ বলেছেন: সহমত ।






মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চয়ই প্রতিদিন টুইটার আর নিউজ এ চোখ রাখেন?

১১ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: আমার খোলাই থাকে , মাঝে মধ্যে ঢু মারি । অনেক নিউজ ফিড থাকে যাতে এই মুহূর্তে কি ঘটছে পৃথিবীতে জানতে পারি ।

৪| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




শুভেচ্ছা জেসিন্ডা আরডার্ন ও ক্লার্ক গেফোর্ড দম্পতিকে।
নিউজিল্যান্ড খুবই সুন্দর দেশ, মানুষগুলো সুন্দর তারচেয়েও সুন্দর তাদের মন।

১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৪৯

শাহ আজিজ বলেছেন: সহমত

৫| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মসজিদে হামলার পর ঐ দেশটি অনেকের দৃষ্টিতে আসে।ক্রিকেট খেলার জন্যও প্রসিদ্ধ।
গাছে না উঠতেই এক কাঁদি । এটা আমাদের দেশে ভাবা যায়।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: ওরা মুক্ত বলে ভাবতে পারে ।

৬| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৮

জিকোব্লগ বলেছেন:



জেসিন্ডা আরডার্ন বহুবছর বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে।
তার কিছু কার্যকলাপে মুগ্ধ হলেও মুসলমানরা তার এই কার্যে
তাকে ফলো করতে পারে না। স্যরি ফলো করতে পারছি না।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: জেসিন্ডা আমাদের সমাজ , ধর্ম , বর্ণের কেউ নয় । আপনাকে ধন্যবাদ মতামতের জন্য ।

৭| ১২ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৫৯

এমেরিকা বলেছেন: @জিকোব্লগ, মুসলমনেরা মনে হয় বিবাহ বহির্ভুত সম্পর্ক করেনা! কেউ কেউ ভেবে থাকেন, মুসলমানেরা সব ধোয়া তুলসি পাতা। আপনি বলতে পারেন, জেসিন্ডা ইসলাম বিরোধী কাজ করেছে। কিন্তু তাতে কিছু যায় আসেনা। জেসিন্ডা মুসলিম নয় যে ইসলামের নিয়ম কানুন তার ক্ষেত্রে খাটবে।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: ইসলামিক আইন কানুনে নিউজিল্যান্ড শীর্ষ তালিকায় আছে । সউদ আর পাকিরা অনেক নিচে ।

ধন্যবাদ খোলামেলা আলাপের জন্য ।

৮| ১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

জুন বলেছেন: শুভেচ্ছা রইলো জেসিন্ডা আর ক্লার্ক গেফোর্ড ।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৯| ১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫২

কলিমুদ্দি দফাদার বলেছেন: পশ্চিমা দেশগুলোতে এগুলো স্বাভাবিক ঘটনা। জার্মান ফুটবলার মাইকেল বালাক ও সময়ের অভাবে বিয়ে করতে পারে নী।
ফুটবল থেকে অবসর নিয়ে তারপর বিয়ের অনুষ্ঠান করে যখন অলরেডি তিনি ৬ সন্তানের জনক।

১২ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৭

শাহ আজিজ বলেছেন: যে সমাজে যা প্রযোজ্য ।

১০| ১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার খোলাই থাকে , মাঝে মধ্যে ঢু মারি । অনেক নিউজ ফিড থাকে যাতে এই মুহূর্তে কি ঘটছে পৃথিবীতে জানতে পারি ।

আমিও এই কাজটাই করি।

১২ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম

১১| ১২ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

অধীতি বলেছেন: এরকম অনুসরণীয় শাসক ভবিষ্যতে আরো উঠে আসবে।আমাদের দেশও এরকম শাসক পাবে।

১২ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

শাহ আজিজ বলেছেন: চলতি গবেটগুলো না গেলে

কেমনে শাসক পাবে ?

১২| ১২ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

জিকোব্লগ বলেছেন:


@এমেরিকা,
আপনি এক জায়গায় পাক্কা ঈমানদার সাজেন *
আরেক জায়গায় ব্যাভিচারের সাপোর্ট মারেন **
আপনার অবস্থা ঠিক পাক্কা পাকির মতন।

* ব্লগ : মাংস খাওয়া নিয়ে কত কাণ্ড ঘটে - মুজিব রহমান
** এই ব্লগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.