নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন সৌমিত্র চট্টোপধ্যায়

১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯



বেশ কদিন লাইফ সাপোর্টে কাটিয়ে সবার আশা প্রত্যাশা দুমড়ে মুচড়ে সৌমিত্র চলে গেলেন অজানায় ।

একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তি শিল্পি হিসেবেও তাঁর নাম অত্যন্ত সম্ভ্রমের সাথেই উচ্চারিত হয়। তিনি কবি এবং অনুবাদকও। সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন।

সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমহার্স্ট স্ট্রীট সিটি কলেজে, সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৯ খ্রিষ্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। তিনি একজন খুব উচ্চমানের আবৃত্তিকারও বটে।
চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্রর পিসিমা তারা দেবীর সঙ্গে 'স্যার' আশুতোষ মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কলকাতা হাইকোর্টের জাস্টিস রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। সৌমিত্রর পিতৃদেব কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন এবং প্রতি সপ্তাহান্তে বাড়ি আসতেন। সৌমিত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন কৃষ্ণনগরের সেন্ট জন্স বিদ্যালয়ে। তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্রর বিদ্যালয়ও বদল হতে থাকে এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জিলা স্কুল থেকে। তারপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আইএসসি এবং পরে বিএ অনার্স (বাংলা) পাস করার পর পোস্ট গ্র্যাজুয়েট কলেজ অফ আর্টস-এ দু-বছর পড়াশোনা করেন।

তার অভিনীত চরিত্রগুলোর ভিতরে সবথেকে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। প্রথমে ফেলুদা চরিত্রে তার চেয়েও ভালো কাউকে নেওয়ার ইচ্ছে থাকলেও তার অভিনীত ফেলুদার প্রথম ছবি সোনার কেল্লা বের হওয়ার পর সত্যজিৎ রায় স্বীকার করেন যে, তার চেয়ে ভালো আর কেউ ছবিটি করতে পারতনা।

বিদায় হে মহা মানব ।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




সৌমিত্রের অনেক ছবি দেখেছি - যেগুলো দেখেছি সবগুলো ভালো লেগেছে। সৌমিত্র ভাগ্যমান মানুষ ছিলেন।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: অভিনয় - লেখা- কবিতা পাঠ একক সত্ত্বা ছিলেন ।

২| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫

চাঁদগাজী বলেছেন:



ভারতের যেই ছবিটি আমি ১ম দেখেছিলাম, সেটিই ছিলো অপুর সংসার।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৭

শাহ আজিজ বলেছেন: কবে দেখেছি মনে নেই তবে বেশ কিছু ছবিতে সৌমিত্রকে খুব পৌরুষালি ভাব লাগত ।

৩| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেলাশেষে ছবিটি দেখে চোখে পানি আসছিলো

খুবই ভালো লাগতো তার অভিনয়,

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: ভাল অভিনেতা কবিতা পাঠ করতেন ।

৪| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এত্ত দারুণ আবৃত্তি করতো, আর অভিনয়ের কথা কি বলবো। হ্যাট মাথায় ওনাকে আমার এত ভালো লাগতো। খারাপ লাগছে খুব। ওনার আবৃত্তি একদম হৃদয় ছুঁয়ে যেত। পরপারে ভালো থাকুন প্রিয় অভিনেতা।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৮

শাহ আজিজ বলেছেন: কবিতা আবৃত্তি দারুন হত । আজ ইউ টিউবে শুনব ।

৫| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: Respect

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১০

শাহ আজিজ বলেছেন: থ্যানক্স

৬| ১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: সবাইকেই মরতে হবে। উনার অভিনয় মুগ্ধ হয়ে দেখতাম।
উনি দীর্ঘদিন বেঁচে ছিলেন।

১৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

৭| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বিদায়
উনার অভিনয় বেশ ভালো লাগতো।

১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: নোটিশে দেখাচ্ছে পাগলা জগাই মন্তব্য করেছে

এখানে পাচ্ছি জলদস্যু । কিসসা কি ??

৮| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একজন শক্তিমান অভিনেতা চলেগেলেন।তার বেশ কিছু ছবি দেখেছি,প্রতিটা ছবিতেই তার অভিনয় ভাল লেগেছে।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: দীর্ঘকায় , ম্যানলি , সুঅভিনয় মিলে তার অবস্থান উচ্চে ছিল ।

৯| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: নোটিশে দেখাচ্ছে পাগলা জগাই মন্তব্য করেছে
এখানে পাচ্ছি জলদস্যু । কিসসা কি ?


নতুন বোতলে পুরনো সুধায় কিসসা বলেছি।

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৮

শাহ আজিজ বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.