নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

দিল্লীতে কৃষক বিদ্রোহ

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৭























গত প্রায় তিন-চারদিন ধরে ভারতের রাজধানী দিল্লির উত্তরপ্রান্তে এক বিশাল এলাকা কার্যত পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজার হাজার কৃষকের কব্জায়। আমি খুব খেয়াল করে দেখছিলাম কি করে বৃদ্ধ এইসব সরদারজিরা পাঞ্জাব হরিয়ানা থেকে ট্রাক্টর ট্রাক চেপে সাথে ছয় মাসের খাবার , তাবু , জালানি নিয়ে এসেছে যে দাবি পুরন করেই ঘরমে উয়াপাস জায়েঙ্গে ।
আর এখন রাজধানীর 'লাইফলাইন' জাতীয় সড়ক ৪৪ কার্যত তাদেরই দখলে।
দিল্লির বুকে অবস্থানরত এই হাজার হাজার কৃষক কেন্দ্রীয় সরকারের দেওয়া আগাম আলোচনার প্রস্তাবও এদিন ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তারা তুমুল আন্দোলন শুরু করছেন।

পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা এই অসংখ্য কৃষক দিল্লিতে জাতীয় সড়ক অবরোধ করে রাখায় রাজধানীর একটা বিস্তীর্ণ অংশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরও বহু কৃষক দিল্লিতে ঢোকার চেষ্টায় সীমান্তে অপেক্ষা করছেন।
পাঞ্জাব হরিয়ানা থেকে ভাল জাতের চাল ছড়িয়ে পড়ে সারা ভারতে । বিহারে কয়েক হাজার মিল আছে যেখানে ধান সেদ্ধ আর মাড়াই হয়ে ভারতের পশ্চিম বঙ্গ , পূর্ব ভারতে , বাংলাদেশে যায় । এখানে রেল লাইন এমন করে পাতা যে হাজার হাজার ওয়াগন দাড়িয়ে চাতালে ধান ঢেলে দেয় । প্রস্তুত হলে আবারো ওয়াগনে তুলে দেয় শ্রমিকরা । চালের বিশাল উৎপাদক পঞ্জাব হরিয়ানা এখন চাষ বাস ছেড়ে সরকারের সাথে দর কষাকষিতে লিপ্ত ।

---------------------------------
বিল এবং কৃষকদের আপত্তি

Read more at: Click This Link



বাংলাদেশে চালকল মালিকরা এই সুযোগে সরকারকে বলেছে তারা দাম বেশি না দিলে সরকারকে চাল সরবরাহ করবে না । যদি কৃষকরা এমন আবদার করত আমি কৃষকদের পক্ষে কথা বলতাম । সেই মধ্যসত্ত্বভোগীরা আবারো ডাকাতির বর্ধিত লাইসেন্স চাইছে ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



ভারতীয় কৃষকদর পোশাক ইত্যাদি আমাদের কৃষকদের চেয়ে ভালো।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

শাহ আজিজ বলেছেন: পোলাওর বাসমতী চাল বানায়া বেচে তো , ইজ্জত আছে ।

২| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



ভারতের পার্লামেন্ট ৩টি কি আইন পাশ করেছে?

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

শাহ আজিজ বলেছেন: পোস্টে দেখুন

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত ভারতের কৃষকরা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারে কি না। তারা তো ব্যাস্ত ধর্ম নিয়ে কিন্ত অর্থনীতি যে গোল্লায় যাচ্ছে সেই খবর নেই মোদী আর অমিত শাহের। সাথে যোগীও আছে। চন্ডীগড় হরিয়ানায় বেড়াতে গিয়েছিলাম। কি বিস্তীর্ণ শস্যের ক্ষেত। মোগল আমলেও এই এলাকাকে শস্যের ভান্ডার বলে বিবেচনা করা হতো শাহ আজিজ।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: এখনো করা হয় । বাসমতী ওখান থেকেই আসে । ওখানের কৃষকদের নিষ্ঠা সততা প্রবাদপ্রতিম । পঞ্চ আব মানে পাচ নদীর ধারা ওই এলাকাকে সবচে উত্তম কৃষি এলাকা হিসাবে গন্য করা হয় ।

৪| ৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বিষয়টা চখে পড়েছি কিন্তু আইন গুলি কি সেটা কোথাও বলেনি।
খুঁজলে হয়তো পাওয়া যাবে,তবে আমি অসল মানুষ বলে খোজা হয়নি।

৩০ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

শাহ আজিজ বলেছেন: পোস্টে লিঙ্ক দেয়া হয়েছে ।

৫| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দিল্লী এমন আন্দোলন বহুবার দেখেছে লালকৃষ্ণ আমদানীর নেতৃত্বে।তখন ছিল ইন্দিরা গান্ধীর শাসন।বহুদিন পর আবার দেখছে।
আমাদের দেশে শ্রমিকরা যদিও বা কিছুটা সংগঠিত কৃষকরা মোটেই না।কৃষকদের সংগঠিত করার লোকেরও অভাব।সব ধান্দাবাজ।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:১৬

শাহ আজিজ বলেছেন: প্রান্তিক আয়ের কৃষক । দাদনের কাছে বিক্রি করে উৎপাদন করে দাদন শোধ করে , সময় কই একত্রিত হওয়ার । আর তাদের নেতারা হচ্ছে বড় বেশ্যা ।

৬| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২১

মুজিব রহমান বলেছেন: অভিবাদন জানাই ভারতের কৃষকদের। দাবি লড়াই করেই আদায় করতে হয়। বাংলার বিদ্রোহতো মূলত কৃষকদেরই বিদ্রোহ। জয় হোক এই বিদ্রোহের।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: ভাল লেগেছে পাঞ্জাবি বর্ষীয়ান সম্ভ্রান্ত কৃষকরা আজ রাজ পথে ।


আমাদের একদা ছিল এখন তা দাদন দালালদের বিদ্রোহ বললেই ঠিক হবে ।

৭| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




কৃষক হচ্ছে একটি দেশের প্রাণ। আমি কৃষকের পাশে আছি।

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:৫২

শাহ আজিজ বলেছেন: আমরাও কৃষকের পাশে । আমার দাদা একজন কৃষক ছিলেন ।

৮| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: পুরো ভারতে যাই ই ঘটূক দিন শেষে সবাই মিছিল নিয়ে দিল্লি যায় কেন?

৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:০৯

শাহ আজিজ বলেছেন: এই মিছিল দিল্লি যাবার উদ্দেশ্যেই শুরু হয়েছিল কৃষকদের তিনটি বিল পার্লামেন্টে পাশ হওয়ার প্রতিবাদে ।

৯| ৩০ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: পাঞ্জাব-হরিয়ানার কৃষকদের ন্যায্য দাবীর প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের সাফল্য কামনা করছি। আশাকরি, তার জয় ছিনিয়ে নিয়েই ঘরে ফিরবেন।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৬

শাহ আজিজ বলেছেন: আসলেই বি জে পি একটা উতপাত । ভারতের অর্থনীতির মৌলিক শক্তিই কৃষি । সেই কৃষকদের স্বার্থ না দেখে দেখছে কর্পোরেটদের স্বার্থ । যারা বি জে পি কে জিতিয়েছে এবং জেতাচ্ছে দোষ তাদের ।

১০| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১২:০১

রাকু হাসান বলেছেন:

"সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা"

কৃষকদের প্রাপ্য সম্মান করা উচিত। ৫দিনে গড়াবে এই আন্দোলন আশাই করেনি।ভাবছিলাম হয় সমাধান আসবে নয়ত পিছু হটবে। সাহস দেখিয়েছে।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৮

শাহ আজিজ বলেছেন: মোদী একটা শুওর

১১| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ১:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পাঞ্জাবের কৃষকদের জয় হোক ! আর আমাদের কৃষকরাও তাদের শ্রমের মূল্য ও যথাযত সম্মান অর্জন করুক।

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৯

শাহ আজিজ বলেছেন: আমরা সর্বত্র কৃষকের সঙ্গে আছি থাকব ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: মোদি শুধু জন বিরোধী আইন পাসে ব্যস্ত নাকি

০১ লা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২১

শাহ আজিজ বলেছেন: সে যে কি করতে চাইছে এটাই বোঝা মুশকিল

১৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই মিছিল দিল্লি যাবার উদ্দেশ্যেই শুরু হয়েছিল কৃষকদের তিনটি বিল পার্লামেন্টে পাশ হওয়ার প্রতিবাদে ।

তবে ভারতের মতো খাটি কৃষক দুনিয়াতে আর কোথাও নেই।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: আছে , এই বাংলায় , থাইল্যান্ডে , কম্পুচিয়া , ভিয়েতনাম ইত্যাদিতে ।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃষকরা বিজয়ী হোক।

০১ লা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

শাহ আজিজ বলেছেন: কৃষকরা জয়ী না হলে খাদ্য ফলাবে কে , চায়েওয়ালা ? কিছু কিছু মানুষ সমাজের নিচু থেকে উপরে এলেও শিক্ষা দীক্ষা থাকে এই শালা গুজরাটির কিছুই নেই ধর্ম ছাড়া ।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৮

সোহানী বলেছেন: আমাদের কৃষকদেরও এমন করে কিছু করতেই হবে।

০২ রা ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৮

শাহ আজিজ বলেছেন: আমাদের এখানে কৃষকের সেই অবস্থা রাখেনি প্রতারক রাজনিতিকগন । ভারতের দেখা দেখি এখানের চালকল মালিকরা সরকারকে আগেই দরদাম দিয়ে রেখেছে । বাংলাদেশের কৃষক দাদন ব্যাবসায়িদের হাতে বন্দী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.