নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ফাইজারের ভ্যাকসিন ব্যাবহারে যুক্তরাজ্য অনুমোদন দিলো

০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১


ভ্যাক্সিনের ফ্রিজার যাতে থারমাল বক্স আছে এবং তা নরমাল ফ্রিজে পাঁচদিন ভাল থাকবে । ভ্যাক্সিনের সেকেন্ড ডোজের ৮দিন বাদে একজন মানুষ নিরাপদ।






প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার এবং বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ফাইজারের ভ্যাকসিন কোভিড-১৯ প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর।
অনুমোদন পাওয়ায় জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটি প্রয়োগ করার অনুমতি পেলো ফাইজার। ফলে উচ্চঝুঁকিতে রয়েছেন, এমন ব্যক্তিদের ভ্যাকসিনটি দেওয়া যাবে এবং ভ্যাকসিন দেওয়ার কিছুদিনের মধ্যেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে।
ইতোমধ্যে যুক্তরাজ্য ভ্যাকসিনটির চার কোটি ডোজ অর্ডার করেছে। প্রত্যেককে দু’টি ডোজ দেওয়া হবে। এতে সহজেই দুই কোটি মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা যাবে।
খুব শিগগিরই প্রায় এক কোটি ভ্যাকসিন পাবে যুক্তরাজ্য। দ্রুততম সময়ের মধ্যে মাত্র ১০ মাসে ভ্যাকসিনটি তৈরি হয়েছে। একই ধাপ অনুসরণ করে আগে নতুন ভ্যাকসিন উদ্ভাবিত হতে অন্তত এক দশক সময় লাগতো।
নতুন এই ভ্যাকসিনটি একটি এমআরএনএ ভ্যাকসিন। এতে করোনা ভাইরাসের জেনেটিক কোডের ক্ষুদ্র একটি অংশ রয়েছে, যা শরীরে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি তৈরি করবে। এর আগে কখনো মানুষের শরীরে প্রয়োগের জন্য এমআরএনএ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক যৌথভাবে এ ভ্যাকসিনটি তৈরি করেছে।
তবে বিশেষজ্ঞরা জানান, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও সবাইকে এখনো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার পাশাপাশি, আক্রান্ত হওয়ার লক্ষণ থাকলে পরীক্ষা করাতে এবং আইসোলেশনে থাকতে হবে।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে হাজার হাজার কর্মী এখন ব্যাস্ত ফ্রিজিং সিস্টেম , পরিবহন বিমান , লরি যা ভ্যাক্সিন পরিবহনে ব্যাবহার হবে তার সর্বশেষ চেকিং ও আয়োজনে । হাজারেরও বেশি ফ্লাইট এইকাজে চলাচল করবে । চীন এবং রাশিয়া অনুমোদন পেলেই উড়াল দেবে তাদের ভ্যাক্সিন নিয়ে ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১

ফয়সাল রকি বলেছেন: সুখবর। কার্যকরী ভ্যাকসিনের অপেক্ষায় মানবজাতি।

০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

শাহ আজিজ বলেছেন: খুব আনন্দ হচ্ছে, প্রার্থনা এইসব মহামানবের জন্য যারা সুরক্ষার আয়োজন করলেন ।

২| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

আমি সাজিদ বলেছেন: চীন ও রাশিয়ার বিষয়টা বুঝলাম না।

০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

শাহ আজিজ বলেছেন: ওরা অনুমোদনের অপেক্ষায় সেইসব রাষ্ট্রের যেখানে তারা চুক্তিবদ্ধ হয়েছে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩

জুন বলেছেন: আমাদের কি হবে? আমরা কি দাতা দেশের কাছ থেকে টাকা আনতে পারবো ভ্যাক্সিনের জন্য??

০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

শাহ আজিজ বলেছেন: টাকার বিষয় জানিনা তবে অক্সফোর্ড সিরাম আবারো ট্রায়ালে যাচ্ছে তামিলনাড়ুতে একজন গুরুতর অসুস্থ হবার পর । সরকার একটা লিস্ট ছাপিয়েছে কারা আগে পাবে টিকা । এরা সবাই ফ্রি টিকা পাবে ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

রোকনুজ্জামান খান বলেছেন: এতে রোগ প্রতিরোধ এর পাসাপাসি জমজমাট ব্যাবসাও হবে। আমাদের দেশ কি ভ্যাক্সিন এর ব্যাপারে কোন প্লানিং করছে?

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

শাহ আজিজ বলেছেন: ব্যাবসার জন্যই এই রোগ আবিস্কার হয়েছে । বাংলাদেশ অক্সফোর্ড - সিরামের সাথে চুক্তি করে টাকাও দিয়েছে । কিন্তু অনেকের আপত্তিতে অক্সফোর্ড আবারো ট্রায়ালে যাচ্ছে ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৯

আমি সাজিদ বলেছেন: এইবার বুঝতে পেরেছি।
পৃথিবী আবার তার আগের অবস্থায় ফিরে আসুক। আরও মানবিক হয়ে। এই কামনা করি।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

শাহ আজিজ বলেছেন: একটি ভ্যাক্সিন নিয়ে সারা পৃথিবী তোলপাড় । সত্য আবিস্কার হোক কারা এই ভাইরাস ছড়িয়েছিল ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

জুন বলেছেন: আমিতো আমেরিকার ফাইজার আর মর্ডানার ভ্যাক্সিনের উপরই সবচেয়ে বেশি ভরসা করছি। আস্ট্রাজেনেকা যখন ইন্ডিয়ার সাথে ভ্যাক্সিন তৈরি শেয়ার করলো তখন আমার অক্সফোর্ডের টিকার উপর ভরসা হারিয়ে গেলো :(

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২

শাহ আজিজ বলেছেন: হুম , মোদীর দাড়ি ধোয়া জল আর আদিত্যর টাক মোছা তেল ভ্যাক্সিনে মিলাইছে তাই তামিলনাড়ুর একজনের অবস্থা খারাপ , কেস দিছে ৪ কোটি রুপির ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩

জুন বলেছেন: আমার বড় ভাই বলছে ঐগুলা গোমুত্র :`>

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

শাহ আজিজ বলেছেন: কইছে গো আসলে অগো মুত্র

৮| ০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকার, প্রশাসন ও সাধারণ মানুষ পুরোপুরি বেঠিক আচরণে অভ্যস্ত হয়ে গেছে

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

শাহ আজিজ বলেছেন: একটু ব্যাখ্যা করেন , ক্লিয়ার না !!

৯| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুখবর। আমাদের জনগণ ও সরকার সব এলোমেলো ।

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

শাহ আজিজ বলেছেন: আমাদের বায়ো কোম্পানি আজ বলছে দেড় বছর লাগবে ভ্যাক্সিন বানাতে । সরকার তাদের সাথে ট্রায়াল চুক্তি বাতিল করেছে । নতুন নাম দিছে বঙ্গভ্যাক্স । এরা অখ্যাত কোন কোম্পানির ভ্যাক্সিন বাজারজাত করবে বলে আমার প্রাথমিক ধারনা ছিল ।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাংলাদেশ কবে পেতে পারে?

০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: এদের সাথে বাংলাদেশের কোন চুক্তি হয়নি । অক্সফোর্ড - সিরাম তো আবারো ট্রায়ালে যাচ্ছে , পিছিয়ে যাবে । দেখি অন্য ওষুধ কোম্পানি কিছু করে কিনা ।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: দারুন খবর। জাস্ট গ্রেট।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৪

শাহ আজিজ বলেছেন: থানক্স

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৫

কলাবাগান১ বলেছেন: গোমুত্র পান করা 'নোংরা' ভারতীয় দের কে ই অক্সফোর্ড সিলেক্ট করেছে তাদের টিকা বানানোর জন্য আর আমাদের এমন দশা যে ভ্যাকসিন বানান করতেই দাত ভেংগে যায় কিন্তু টিটকারী করতে পিছ পা হয় না (সেটা যে তারা শুধু হিন্দু বলেই করা হয় সেটা না বললেও চলে)

০৩ রা ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: :-B :``>> :``>> :``>> :``>>

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

ফেরদাউস আল আমিন বলেছেন: আমাদের দেশের উপস্থাপিত(গ্লোব বায়োটেক সম্ভবত) কোভিড - ১৯ ভ্যক্সিন এর খবর কেউ কি দিতে পারবে?
সরকার দেশের প্রচেষ্টা ও ভ্যক্সিন এর ওপর ইচ্ছা নেই বললেই চলে, কারন সরকার এর মন্তৃ মহোদয় বেক্সিমকোর এবং সিরাম এর ভ্যক্সিন নিয়ে সম্ভবত অনিয়মতান্তৃক ভাবে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকাই তার প্রমান বলে মনে হয়।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫০

শাহ আজিজ বলেছেন: গ্লোব বায়োটেক আপাতত ক্ষান্ত দিয়েছে । তাদের সাথে সরকারের চুক্তির মেয়াদ শেষ । দেড় বছরের আগে তাদের প্রডাক্ট বাজারে আসছে না । তারা তাদের ভ্যাক্সিনের আকিকা কইরা নাম দিছে বঙ্গভ্যাক্স ।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

আমি সাজিদ বলেছেন: গ্লোবের এনিম্যাল ট্রায়াল হয়েছে৷ হিউম্যান ট্রায়াল শুরু হয় নি। এই তিন চার মাস কি করলো ওরা বুঝতে পারলাম না।

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

শাহ আজিজ বলেছেন: কোন হিউম্যান রাজি হবে তাদের ভাঙ্গাচুরা অবস্থায় সুই লাগাইতে ? ইন্দুরের উপর টেস্ট করছে । ওরা এখন পার্টি খুজতাছে বাজার ধরার জন্য ।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



খুবই গুরুত্বপুর্ণ তথ্য সম্বলিত পোষ্ট ।
মানবজাতির এই চরম দু:সময়ে ভ্যাকাসিন ব্যবহারের
এই অনুমোদন আশার বাণী দিচ্ছে । আমাদের হতাশ
কিছু নেই , বিলম্বে হলেও আমরা ইনসাল্লাহ কোন না
কোনভাবে ভ্যকসিন পাব, ততদিন এবং তার পরেও আল্লাহ
আমাদের সকলকে সুস্থ রাখুন এ কামনাই করি ।
মুল্যবান তথ্য সম্বলিত পোষ্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল ।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ডঃ আলী

আমাদের ওষুধ কোম্পানিগুলো ব্যাস্ত অন্যান্য কোম্পানির ভ্যাক্সিন আনা নিয়ে । বাকি নির্ভর করছে সরকারের অনুমতি । তবুও আমরা ১১ মাসের মাথায় একটি ভ্যাক্সিন পাচ্ছি এটাই বিশাল ব্যাপার । গবেষক উদ্ভাবকদের জন্য দোয়া বরাবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.