নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রিটেনের উদ্দেশ্যে প্রায় ৪০০০ ট্রাক খাদ্য , সবজি আর নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে আটকে পড়েছে ডোভার বন্দরে । লন্ডনের ফুল লক ডাউনকে উপলক্ষ করেই এই আটকে দেয়া । আজ ফ্রান্স প্রায় দশ হাজার টেস্ট কিট পাঠিয়েছে এইসব চালক ও সহ চালকদের দ্রুত কোভিড টেস্টের জন্য । ক্ষিপ্ত ড্রাইভাররা পুলিশের সাথে তর্কে লিপ্ত হয় । একজন রোমানিয়ার ড্রাইভার বলছিল সে কাল রাতে এক প্যাকেট চিপস খেয়েছে শুধু । প্রায় সবাই অভুক্ত । ব্রিটেনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বড় অংশ ফ্রান্স , পোল্যান্ড , রোমানিয়া এবং আশপাশের দেশ থেকে সড়ক পথে ফ্রান্সের উপর দিয়েই যায় । চলতি তীব্র সংক্রমন ক্ষমতাসম্পন্ন কোভিড ভাইরাসের জন্য ইংল্যান্ডের প্রায় সব শহর বন্ধ রয়েছে । এতোগুলো গাড়ির মালামাল বড়দিনের সরবরাহ হিসাবেই যাচ্ছিল । এবারের বড়দিনের উৎসব ম্লান হয়ে গেছে । আজ রাতে সবাই ঘরে থেকেই প্রার্থনা আর পানাহার সারবে ।
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৯
শাহ আজিজ বলেছেন: এই ট্রাক না পৌঁছুলে ইংল্যান্ডে খাদ্য সংকট দেখা দেবে ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: দুর্যোগের সময় মানুষের মাথা কাজ করে না।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৪
শোভন শামস বলেছেন: ইংল্যান্ডে খাদ্য সংকট দেখা দেবে ।
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০১
শাহ আজিজ বলেছেন: হুম , সেরকম দিকেই এগুচ্ছে পরিস্থিতি । ঈশ্বর সহায় হোন ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আর্থিক সামর্থ্য থাকার পরও যদি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি হওয়ার আশঙ্কা তৈরি হয় তাহলে ব্যাপারটা দুঃখজনক। দুই দেশ মিলে একটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছান দরকার মানবিক কারণে। নতুন ধরণের করোনা ভাইরাস সম্ভবত এই অবস্থার জন্য দায়ী। বাংলাদেশেও না কি এই জাতীয় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। একটা পেপারে দেখলাম। তবে এই ধরনটা যে বেশী ক্ষতি করতে পারে এরকম কোনও আলামত মনে হয় এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। তাই সব দেশের উচিত আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেয়া।
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: ইংল্যান্ড সেপ্টেম্বরে এটির অস্তিত্ব টের পেয়েছে কিন্তু নজরে আনতে দেরি করেছে । ট্রাক নিত্যদিন ব্রিটেনে যায় শাক সবজি নিয়ে । চার হাজার ট্রাক ভর্তি মাল ! কম নয় । আজ চেকিঙ্গের পরই ট্রাকগুলো যাচ্ছে একে একে । বরিস এই মুহূর্তে ব্যাস্ত ব্রেকস ইট নিয়ে । বাংলাদেশে এই ভাইরাস এসে গেছে বলে পত্রিকা লিখেছে । এটা নাকি ডেডলি না বলে সান্ত্বনা দিচ্ছে কিন্তু ঘটে গেলে আর কেউ দায়িত্ব নেবে না ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৮
সোহানী বলেছেন: ব্রিটিশ এর বিপদতো মনে হয় শুধু বেড়েই চলছে।
২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৫
শাহ আজিজ বলেছেন: যাক , একসময় সব কেটে যাবে । ব্রিটিশরা কৌশলী জাতি ।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৮
রাজীব নুর বলেছেন: গতকাল স্বপ্নে দেখেছি আপনি আমাকে ব্লক দিয়েছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: কি যে হবে সামনে!