নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মায়ানমারে সেনাঅভ্যুত্থান

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭



আজ ভোররাতে মায়ানমার সেনা বাহিনী স্টেট কাউন্সেলর অং সান সু চি ও তাঁর ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আকস্মিকভাবে গ্রেপ্তার করে । এ ঘটনায় দেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা ছড়িয়ে পড়ে। পরে অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী। গতকাল থেকেই দেখছিলাম রাস্তায় সেনা টহল । অভ্যুথানের খবর তখনি চাউর হয় । প্রথম দিকে সেনাবাহিনী জরুরি অবস্থা জারির ইঙ্গিত দেয় কিন্তু আজ সকালে সেনা অভ্যুথানের ঘোষণা দেয় । এই সেনা শাসন ১ বছর স্থায়ী হবে। প্রায় ৫০ বছর সেনা শাসনে থাকা মায়ানমার আবারো সাধারন অবস্থায় ফিরবে এটা প্রায় অবিশ্বাস্য । বহিজগতের সাথে সকল যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে । গত কয়েক দিন ধরেই মিয়ানমারে বেসামরিক সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে টান টান উত্তেজনা চলছিল। সেনাবাহিনী আগে থেকেই অভিযোগ করছিল, গত নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছে এনএলডি।২০১১ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উত্তরণ ঘটার আগ পর্যন্ত দেশটিতে ক্ষমতায় ছিল সেনাবাহিনী। গত নভেম্বরে দেশটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে প্রয়োজনীয় সংখ্যক আসনে জিতে পুনরায় সরকার গঠন করে সু চির এনএলডি। তবে সেনাবাহিনী নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তোলে।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

তারেক ফাহিম বলেছেন: পতন শুরু হয়েছে দেখি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

শাহ আজিজ বলেছেন: স্বাধীনতার পর থেকেই বার্মা অস্থিতিশীল আর জাতি গত দন্ধে ভুগছে ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০৭

আমি সাজিদ বলেছেন: রোহিঙ্গা ইস্যু সমাধানের সম্ভাবনা কমলো মনে হচ্ছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩২

শাহ আজিজ বলেছেন: ঠিক কি হবে এখনই বলা যাচ্ছেনা । তবে রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক মাধ্যম সোচ্চার ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১০

নীল আকাশ বলেছেন: সুচির এক রোহিঙ্গাদের নিয়ে মিথ্যাচারের শাস্তি হওয়া দরকার। ক্ষমতার জন্য এই মহিলা সেনাবাহিনীর সাথে জঘন্য আঁতাত করেছিল। পাপের পরিনতি এইরকমই হয়। ফাঁসি হলে আমি আরো খুশি হতাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৩

শাহ আজিজ বলেছেন: ওকে আন্তর্জাতিক আদালতে তোলা দরকার ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৯

আমি সাজিদ বলেছেন: ইন্টারনেট ব্যাংক বন্ধ করে দিয়েছে দেখলাম। এই সময়ে অভ্যুত্থান করে পৃথিবী থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে কেমনে থাকা সম্ভব? কি একটা অবস্থা। কোনদিন বার্মা গেছেন আপনি? ইরাবতী নদী দেখেছেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

শাহ আজিজ বলেছেন: বার্মার উপর দিয়ে উড়া উড়ি , নামিনি কখনো । আমার মেয়ে অফিসিয়াল ভিজিটে গেছে ।

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

জুন বলেছেন: ২০১৩ তে বিবিসি সাংবাদিক মিশাল হুসেইন রোহিঙ্গা মুসলিম গনহত্যা নিয়ে তার ইন্টারভিউ নিয়েছিল। মিশাল এ ব্যাপারে প্রশ্ন করছিল তখন সে বারবার সাফাই গাইছিল সেনাবাহিনীর গনহত্যার পক্ষ নিয়ে। কিন্ত মিশাল হুসাইনের ক্রমাগত জেরায় এক পর্যায়ে গনতন্ত্রের মানসকন্যা প্রচন্ড রেগে চেয়ার থেকে উঠে দাড়ান এবং বলে বসেন "আমাকে আগে কেউ জানায়নি কেন যে আমার ইন্টারভিউ একজন মুসলিম নিচ্ছে "।
এই হইলো তার গনতন্ত্র। এতদিন সে সেনাবাহিনীর হাতের পুতুলই ছিলেন। তার একা সিদ্ধান্ত নেয়ার কোন ক্ষমতাই ছিল না। মিয়ানমার সেনাবাহিনীর আপাতত এক বচ্ছর পুতল দরকার নাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪১

শাহ আজিজ বলেছেন: এই হচ্ছে আরেক রাষ্ট্র ক্ষমতা লোভী পরিবারতন্ত্রের লোক । যে ভাবেই হোক ক্ষমতা চাই ।

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আহারে! এই বেটি আমও হারালো ছালাও হারালো। এর হাওয়ার ধাক্কা কত বছর বন্দী থাকে আল্লাহ জানে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২

শাহ আজিজ বলেছেন: হুম , ভাবনার বিষয় ।

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

সড়কযোদ্ধা বলেছেন: খবরে বলল, "মায়ানমার নেত্রি - আম শুনলাম আমাদের নেত্রি"

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

শাহ আজিজ বলেছেন: =p~ :-P =p~ :-P =p~ :-P

খারাপ শোনেননি ।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

সাসুম বলেছেন: অইটা আই ওয়াশ।
এখন সূচির ক্লিন ইমেজে দাগ আছে রোহিংগা ইসুতে। এখন তারে আটকাইয়া আবার রেবেল নেত্রী, গনতন্ত্রের মানসকন্যা, শান্তির প্রহরী বানাইব পশ্চিমাদের কাছে, তারপর আবার যখন ছাড়ব তখন সূচির গায়ে আর রোহিংগাদের রক্ত নাই , তখন সাদা শান্তির কবুতর উড়াইব সে।
এইডা মায়ানমার জেনারেল নিজ বুদ্ধি রে করে নাই, চাইল উত্তর দিক থেকে আসছে।
যাই হোক, কয় দিন পর সূচীরে ছাইড়া দিবো আবার সূচী দেশের পি এম অইব আর সংসদে ৭৬% সীট জেনারেল রা দখল কইরা রাখব আগের মতই।
যখন কেউ বলে, মিয়ান্মারে কু করছে সেনাবাহিনী, আমার হাসি পায়। কু করার কিয়াছে? এটা তো কু হয়েই আছে সেই ১৯৬২ থেকে

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

শাহ আজিজ বলেছেন: চীন তার উহান পর্ব ঢাকতে সু চি পর্ব নিয়ে আসতে আদেশ করেছে জেনারেলদের ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০

সড়কযোদ্ধা বলেছেন: রোহিঙ্গা হত্যাকাণ্ড গণহত্যা আর মায়ানমার সরকার অপরাধী
:
বাংলাদেশের সড়কে প্রতিদিন ৬৪ সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার - ভয়াবহ অবাধ গণহত্যা
কিন্তু সরকার পরিবহন কারো কোন দায় নেই !!

আমারা সাধারণ মানুষ রোহিঙ্গা থেকেও অধম ?


০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৭

শাহ আজিজ বলেছেন: কাউয়া মন্ত্রনালয়

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



সেনাবাহিনী ক্ষমতায়ই ছিলো, সুচীর দলের ক্ষমতা বেড়ে যাচ্ছিলো; আমাদের জেনারেল "শহীদ" জিয়ার শিষ্যরা ও বিপএনপি-জামাত অভিনন্দন জানায়েছে?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮

শাহ আজিজ বলেছেন: এখনো শুনি নাই । তাদেরও এক পিস সুচি আছে ।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৬

সড়কযোদ্ধা বলেছেন: জিয়ার শিষ্যরা ও বিপএনপি-জামাের দোষ কিন্তু সকলেই অভিনন্দন বার্তা দিয়েছেন !!
আর নিজেরা নবেলের জন্য রহিঙ্গাদের টেনে আনলেন সাধারণ মানুষকে জনাঞ্জলি দিয়ে

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০

শাহ আজিজ বলেছেন: নোবেল মাস্ট তয় হাফ

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৪

জুন বলেছেন: ৮ নং মন্তব্যের উত্তরে যা বলেছেন আমারও তেমনটাই সন্দেহ। উহানের ওয়েট মার্কেট থেকে হু এর দল যখন উহানের ল্যাবের দিকে হাটা শুরু করার সিদ্ধান্ত নিল তখনি মিয়ানমারের সেনাবাহিনী উপরের নির্দেশে আবার উনাকে জেলে ভরলো #:-S

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

শাহ আজিজ বলেছেন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন একটি সিদ্ধান্তে যাবে যে চীনের বিরুদ্ধে কি করা যায় যেমনটি চীনা - ইন্ডিয়া বর্ডার ক্লাশ ! খুবিই দরকারি কিছু ? এই খেলা চীনের খেলা । আমি দেখছি বিশ্ব সুচির পক্ষ নিচ্ছে । এটা সুচিকে তারা ভালবাসে তা নয় । চীনের বিরুদ্ধে এক জোট হওয়া , আসল ভাইরাস খুজে বের করা ।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: এই দেশ আগে থেকেই এমন তবে সূচির পতন দেখার খুব ইচ্ছে ছিলো তা হয়তো এবার পূরণ হলো...

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: দেখা যাক আরও কি কি অভিযোগ আনে ।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুর্নীতির অভিযোগ প্রমান করে ইলেকশনে দাঁড়ানো বন্ধ করতে পারে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: বার্মিজ সেনা যা কইব তাইই আইন ।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৯

কাছের-মানুষ বলেছেন: সেনা বাহিনী কোন সল্যুশন নয়! এতে দেশ আরো পিছিয়ে পড়বে! আমার মনে হয় না ১ বছর পর সেনা বাহিনী ক্ষমতা ছাড়বে!

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: আমারও তাই মনে হয় । চীন - আমেরিকা- ভারত খেল্বে এখানে ।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সেনাবাহিনীর একটি দল আছে, তা নির্বাচনে ভালো করতে পারে নাই,
এছা্ড়াও সেনাবাহিনী প্রধানের এ বৎসর ছিল অবসরে যাবার,
তাই ক্ষমতা কুক্ষিগত করল, কারন রোহিঙ্গা উচ্ছেদের নেতা তিনি,
আর্ন্তজাতিক চাপে কিছু রোহিঙ্গা ফিরত নিতে রাজী হচ্ছিল সুচী যা
সেনাবাহীনি প্রধানের ক্ষিপ্ত হবার এবং সুযোগ বাস্তবায়নের চরম
সুযোগ করে দিলো ।

.................................................................................................
চীন , ভারত আর এমেরিকা তাদের এজেন্ডা বাস্তবায়নে মিয়ানমার নিয়ে
খেলছে, সুতরাং এই রাজনীতি অনেক দুর গড়াবে আর চীন তার স্হির মস্তিস্কে
পরিকল্পনা বাস্তবায়ন করবে ।
আর বাংলাদেশ যদি এই ঘটনা কৌশল গত ভাবে ম্যানেজ করতে না পারে তাহলে
আরেক দফা রোহিঙ্গা ঢল নামতে পারে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১২

শাহ আজিজ বলেছেন: তেল , গ্যাসের ভবিস্যত খনি বাংলাদেশ আর বঙ্গোপসাগর । তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে । আমি এর এরিয়াল স্ক্যানিং দেখেছি ঘণ্টা ধরে ।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পশ্চিমা বিশ্ব ও চীনের এই পাশা খেলায় বাংলাদেশের গুরুত্ব বাড়বে। বাংলাদেশের জন্য লিল্লাহ পাওয়ার পথ সুগম হয়ে গেলো। রিলিফ আসার ও রিলিফ মারার সুযোগ বৃদ্ধি পাবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: অই রিলিফ খাইয়াই জীবন কাটবে । মমতাও জয়বাংলা কয় ।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৯

রানার ব্লগ বলেছেন: মায়ানমারের সেনাঅভ্যুত্থান দেখে বাংলাদেশের জামাতী শিবিরের ছাগল ছানারা সোবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খাইরান বলে ঘন ঘন নফল নামাজ শুরু করছে এই আশায় যে বাংলাদেশে ও এমন কিছু ঘটবে। X((

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২১

শাহ আজিজ বলেছেন: এইবার আজানে কাম দিব না । সেনাদের লক্ষ্য মিশনের ডলার কারন বাইরের দেশের জন্য তারা অনেক কাজ করেছে । এখন খেলা আমেরিকা ভারতের হাতে , তেলের জন্য ।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রোহিঙ্গাদের কারণে তার সমস্ত অর্জন ধুলোয় মিশে গেলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: এই রেসিসট মহিলাকে আমরা কতইনা মুকুট দিয়েছি ।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১১

সোহানী বলেছেন: লোভ লোভরে ভাই। ক্ষমতার লোভ। এতো সন্মান পেলো, এতো ভালোবাসা পেল কিন্তু ক্ষমতার লোভের কাছে সব বলি হয়ে গেল।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪১

শাহ আজিজ বলেছেন: প্রচণ্ড লোভী সু কি ।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬

অক্পটে বলেছেন: সুিচির উচিত ছিল বাংলাদেশের মতো সব সেনাবাহিনীর মাথা গুলো কিনে ফেলা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪০

শাহ আজিজ বলেছেন: সবল দুর্বল পরনির্ভর ইত্যাদির ব্যাকরন খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.