নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ আজিজের
লক ডাউন কাব্য
৩ এপ্রিল ২০২০
একদিকে মিলিটারি আরেকদিকে ভাইরাস
কি খাবি কই যাবি তুই ব্যাটা আক্কাস
বের করে গলাটা ডান বাম দেখে নে
সো জা ক্রস রোড আন্দাজে মেপে নে
ভোঁ করে দিবি – ঝেড়ে কষে এক দৌড়
জাম্প দিবি আইল্যান্ড – সামনেই টং মোড়
ঝেড়ে কেশে হাঁচি মেরে ‘চা চাই’ জোর গলায়
বেঞ্চ ছেড়ে পালাবে সব ভয় আছে করোনায়
এসেই যদি পড়ে সেনা পেতে দিবি পাছাটা
আসার আগে পাছাতে বেধেছিলি কাঁথাটা !
দুই ঘা সয়ে নিস দেশপ্রেমিক সেনা ভাই
চা’ খাস সুখে দুঃখে সাথে বিস্কিট নানখাই
আবারো এলো পুলিশ বাজিয়ে সাইরেন
এদের মাইরে আর্ট নেই শুরু হবে নাপা পেইন
সবকিছু মেনে নিস ব্যাপারটা লকডাউন
নে , ধরা বিড়ি – কষে টান – কমে যাবে টেনশন টানটান ।।
© শাহআজিজ
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২
শাহ আজিজ বলেছেন: গেল বছর সবচে কম লেখা হয়েছে । ধন্যবাদ
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যোগোপযোগী সুন্দর কবিতা।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবছর আগের হলেও
সমউপযোগী কাব্যের জন্য
আপনাএক ধন্যবাদ আজিজ ভাই।
ভালো থাকবেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
বাহ বেশ টানটান - রগরগে ছড়া!!!!! একদম বিড়িতে কসে টান দেয়ার মতো হয়েছে....
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪
শাহ আজিজ বলেছেন: বিড়ির সাথে টিড়ি মিশাইয়া নিতে হইব ।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ভালোই জমাইছেন!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫
শাহ আজিজ বলেছেন: হ , ডিপ ফ্রিজে জইমা গেছে।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৪
রামিসা রোজা বলেছেন:
মজার ও চমৎকার একটি কবিতা হয়েছে ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান,
দিননা কষে টান বিড়িটা জোস অইছে কবিতাটা ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , দম গেছে আর টানতে পারি না।
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৩
প্রেম পাগল বলেছেন: অসম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। শেষের লাইনে লকডাইনে এর সাথে মিলিয়ে একটা শব্দ চয়ন করলে আরও ফাটাফাটি হতো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৮
শাহ আজিজ বলেছেন: কাইল্কা টিকা নিমু তারপর লিখমু ----
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৪
তারেক ফাহিম বলেছেন: দারুন হয়েছে, লকডাউন কাব্য
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৬
শাহ আজিজ বলেছেন:
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯
সোহানী বলেছেন: হাহাহাহ.....
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লকডাউন নিয়ে এতো চমৎকার ছড়া আর পড়ি নাই ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: ধন্য আমি এই অঞ্জলিতে
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৩
নেওয়াজ আলি বলেছেন: যুগ যুগ ধরে আমরা প্রকৃতিকে শোষণ করেছি তাই ছোট্ট কঠোর প্রতিশোধ নিচ্ছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: একটু হাসাহাসি করেন ।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একদম খাঁটি কথা পুলিশের মাইরে আর্ট নেই শুরু হবে নাপা পেইন।
সেই কবে থেকে দুই বাহিনীর প্যাদানি খাচ্ছে জনগণ - আরও কতদিন যে খেতে হবে কে জানে ?
ফাটাফাটি কবিতারে ভাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬
শাহ আজিজ বলেছেন:
ধন্যবাদ ।
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫
মিরোরডডল বলেছেন:
খুব ফানি
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৪
শাহ আজিজ বলেছেন: থ্যাঙ্ক ইউ
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: বাহ, দারুণ তো লিখেছেন লকডাউন কাব্য!