নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শুভ চীনা নববর্ষ

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ঠুন জিয়ে হাও - শিন নিয়ান হাও - নিউ নিয়ান হাও


চীনে প্রতি বছর চান্দ্রসন উদযাপিত হয় । দক্ষিণে এসময় বসন্ত থাকে বিধায় এতাকে বসন্ত উৎসব বলা হয় । গেলবার এবং এবার ঘরে বসেই পারিবারিক বলয়ে উৎসব পালিত হয় । গেল সন্ধ্যায় পরিবারের সবাই মিলে ডামপ্লিং বা চিয়াওজে বানাবে এবং রাতের খাবার একসাথে খাবে । ধর্ম মত নির্বিশেষে এটাই বৃহত্তম উৎসব । অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে ঘর ছেড়ে নগরবাসি রেস্টুরেন্ট , মল , সমুদ্রতীর বেছে নিল । গ্রামে এখনো ঘরের উঠোনে পালন করা হয় । পরিবারের সদস্য যারা দুরের শহরে থাকে তারা হাজির হয় বাড়িতে । হাতে হাতে পানীয় নিয়ে নাচছে যুবক যুবতীরা । এবার ঘরের মধ্যে পালিত হচ্ছে ভারচুয়াল উৎসব । অনলাইনে বন্ধু আত্মীয় দের সাথে চিয়ার্স করছে , খাচ্ছে । আমিও কাল একা একা ডামপ্লিং খেলাম । সরকার সব উচু দালানে ব্যাপক আলোক সজ্জা করতে নির্দেশ দিয়েছে যা অবশ্য অন্য অনুষ্ঠানএ এমনিই করা হয় ।
এবারের বর্ষ ষাঁড় বর্ষ বা অক্স ইয়ার । ১২ টি প্রাণীর গুনাগুন নিয়ে এভাবেই চাইনিজ হরস্কোপ চলছে বহু যুগ আগে থেকে । ফেব্রুয়ারি মাসের একটি প্রতিপাদ দিয়ে শুরু হয় বছরের শুভ সুচনা । প্রতিপাদ হচ্ছে অমাবস্যা শেষে নতুন চাদের নিশানা । আমাদের দেশেও মৎস্যজীবীরা এসময় সাগরে মাছ ধরে আর ধরে পূর্ণিমায় । করোনা এবার বড় দিন , চান্দ্র উৎসব ঘরে বন্দী করেছে সবাইকে । হ্যাপি অক্স ইয়ার ।










মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



চীনা ব্যবসায়ী ও চীনা কম্যুনিষ্ট দলের লোকদের সম্পর্কে আপনার মতামত কি?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

শাহ আজিজ বলেছেন: চীনা ব্যাবসায়িরা খুব আগ্রেসিভ । কম্যুনিস্টরা তিন ভাগে বিভক্ত । তেং ফলোয়ার যারা ঘোড়ার গতিবেগ এরকমই থাক বিশ্বাস করে । মধ্যপন্থী যারা মোটামুটি ভাল ভাবে জীবন কাটুক এটাতেই বিশ্বাস কারন এরা অতি আধুনিকতা পছন্দ করে না যাতে চৈনিক ভাব বিলীন হয় । তৃতীয় পক্ষ গোঁড়া কম্যুনিস্ট , তারা মনে করে মানুষের ভিতরে বিভেদ এসে গেছে অতএব আমরা পুরাতন ধারায় ফিরতে চাই ।

আমার মত নিরন্ন চীনকে তেং আর জিয়াং জাগিয়ে তুলেছে। চীনের অস্ত্র ব্যাবসা আর যুদ্ধংদেহি ভাব কমিয়ে আনা উচিত ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


উইঘুরদের সাথে আপনার দেখা হয়েছিলো?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৯

শাহ আজিজ বলেছেন: হ্যা তবে ওরা খুব ভাল মানুষ নয় । ওদের থেকে হুই মুসলিমরা ভাল ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন:



গত বছর এই সময়ে আমরা ঘরের পাশে মলে বসে চাইনীজ নিউ ইয়ার্স উপভোগ করছিলাম । আর এবার ঘরে :(

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: করোনা সবাইকে ধাওয়া দিয়া ঘরে উঠাইছে ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


কোন চীনা পুরুষকে আসলে বন্ধুভাবাপন্ন মানুষ বলে আপনার মনে হয়েছে?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৭

শাহ আজিজ বলেছেন: কেউ কেউ হয়ত বা কিন্তু ১০০% নয় । স্বার্থ ছাড়া এখানে বন্ধুত্ত হয়না । অর্থ ও স্বার্থ এখানে বন্ধুত্তের মৌলিক প্রতীক ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুত্তা খাওয়া মানুষদের
স্বভাবটাও একসময় কুত্তার
মতো হয়ে যায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: না ব্যাপারটা তেমন নয় । অনেক মানুষ কুত্তা খায় না চীনে ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি অনেক দিন চীনে থাকতে থাকতে চীনা কালচারের অনেক কিছু ফলো করেন।নূরু ভাই,গরু খেতে খেতে আমরা কি

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২০

শাহ আজিজ বলেছেন: :P :`> :``>> =p~ :P :`> :``>> =p~ :P :`> :``>> =p~ :P :`> :``>> =p~ :P :`> :``>> =p~ :P :`> :``>> =p~

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৬

এম ডি মুসা বলেছেন: আই হেট ইউ চীন, চীনের নাম শুনলে মনে ঘীন
করোনার দায় মুছবে কোনো দিন।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৭

ঢাবিয়ান বলেছেন: সিঙ্গাপুরেও চাইনিজ নিউ ইয়ার সবচেয়ে বড় উতসব । তবে এবার করোনার কারনে উতসবের সেই আমেজ নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: কোথাও নেই , সব চলছে ঘরে । প্রেমিক প্রেমিকাদের জন্য দুর্যোগপূর্ণ সময় :((

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১০

এমেরিকা বলেছেন: হিজরি সন হচ্ছে চান্দ্র সন। এই সনে রোজা ঈদ ইত্যাদি ভিন্ন ভিন্ন গ্রেগরিয়ান মাসে হয়ে থাকে। কিন্তু চীনা বর্ষ যদি চান্দ্র সন হয়, তাহলে নববর্ষ প্রতি বছরের মার্চেই কেন পালন করা হয় একটু বুঝিয়ে বলবেন? চান্দ্র বছর সৌর বছরের চেয়ে ১০/১১ দিন কম হবার কথা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

শাহ আজিজ বলেছেন: link


link

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।

চীন ভ্রমনের উপর লম্বা দুটো ভ্রমণ সিরিজ এই ব্লগেই লিখেছিলাম ২০১০ সনে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৩

শাহ আজিজ বলেছেন: লিঙ্ক দেবেন প্লিজ

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

সোহানী বলেছেন: এখানে দারুনভাবে পালন করে চীনাবর্ষ। দোকানে দোকানে সাজ সাজ রব রব। কিন্তু এবার করোনায় সব মাঠে মারা গেছে। আমার খুব ভালো রাগে ওদের এ লাল রং মোড়ানো ডেকোরেশন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৫

শাহ আজিজ বলেছেন: চীনেরা নতুন চন্দ্র বছর খুব রঙ মাখিয়ে করে।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: চিনাদের জন্যে শুভকামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হ্যাপি লুনার ইয়ার। সাল গণনার বিচারে প্রকৃত অর্থে এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে আমাদের নিকটের।

উপরে চাঁদগাজী ভাইয়ের নেওয়া সাক্ষাৎকারটি (মন্তব্য, প্রতিমন্তব্য) পড়লাম। আজিজ ভাইয়ের উচিত এবিষয়ে দু'একটি পোস্ট দেওয়া। চীন সম্পর্কে আপনার মনোভাব আমাদেরকে অনেক সংকীর্ণ ধারণা থেকে মুক্তি দিতে পারে। এটি খুব দরকার। চীনও তো আমাদের প্রতিবেশী। ভারত থেকে দূরের হলেও প্রভাবে সেই দূরত্ব নেই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৩

শাহ আজিজ বলেছেন: অনেকদিন ধরেই ভাবছি লীগ সাংস্কৃতিক বিপ্লব মানে দমন পীড়ন ভালই বোঝে কিন্তু তেং শিয়াও পিং নামক সংস্কারকের সস্কার রীতি বোঝে না । তো লিখতে হবে তত্ত্ব কথা নয় মাঠের কথা । মিছিল মিটিং হীন একটি রাষ্ট্র মাথার লুঙ্গি কিভাবে নামাইয়া আনল তাই , আমাদের এরা সামান্য কিছু বানাইয়া লুঙ্গি উঠাইতে আছে । পরিনাম কি ভাবে না । ধর্ম আর উন্নয়ন একসাথে হাটে না , পারেনা , চীনও তা করে নাই । উইগুর ধোলাই খামাখা হয় না । লিখব ।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

আমি সাজিদ বলেছেন: ঠিক কবে থেকে লুনার ইয়ার সারাপৃথিবীতে জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা শুরু হলো?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫০

শাহ আজিজ বলেছেন: যত জায়গায় চীনারা বসবাস করে সবখানে পালিত হয় । খোদ চীনে গরিবানা হালে পটকা ফুটিয়ে পালন হত , এখন রাজকীয় ভাবে পালিত হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.