নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি পাকিস্তানী সেনা সর্বশেষ গুলি চালিয়েছিল খুলনা শহরে টেলিফোন অফিসের গেটে । আমার সামনের মানুষটি গুলি খেয়েছিল । দশ হাজার শ্রমিকের মিছিল আর আমরা শ' খানেক লোক মুহূর্তেই রনে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করলাম । ওদিন শহীদ মিনারে আর ফুল দেওয়া হল না । আমার শার্টের পেছনে ছিটে ফোটা রক্তের দাগ পেয়ে আশ্চর্য হয়েছিলাম ।
আমরা স্বাধীন দেশ পেলাম ভাষা আন্দোলনের পথ ধরে । শারীরিক সক্ষমতা লোপ পাওয়ায় আর যাইনা ঢাকার শহীদ মিনারে । টি ভি খুলে বসে থাকি বা প্রভাতফেরি দেখি রাস্তায় । ছোটবেলার প্রভাতফেরি মনে পড়ে সেই পাকিস্তানের সময় । রাতে খুলনা কোর্টের বাগান থেকে ফুল চুরি , লুকিয়ে রাখা , খুব ভোরে পাড়ার ক্লাব থেকে লাইন ধরে সবাই গান গাইতে গাইতে হাদিস পার্কে মিনারে যাওয়া । এখনো খুব শিহরন জাগে শরীরে । একসময় মনে হল দেশ স্বাধীন হয়েছে । প্রায় সর্বস্তরে বাংলা চালু হয়েছে , তাহলে ২১ আর দুঃখের দিন হতে পারে না , এটা আনন্দ এবং খুশির দিন । অনেকেই তা মানেনা , তর্ক করে । আমি বলি এখন কার বিরুদ্ধে সংগ্রাম করব ? কেন ? ওরা বলে মাল পানি কামাইয়ের ধান্ধাটা বন্ধ করে দিচ্ছেন আঙ্কেল ! এখন ভাষা সৈনিক আর বীর মুক্তিযোদ্ধার খেতাবের গুলিতে আহত আমরা ঘরে ছেলেমেয়েদের বাংলা ভাষা শেখাই , ঈশ্বরের অপার কৃপায় তারা বাংলায় খুব ভাল করেছে । আমরা যেন এই ইচ্ছেয় গড়ে তুলি সন্তানদের তারা অনেক ভাষা শিখবে কিন্তু বাবা মার সাথে বাংলায় কথা বলবে ।
শুভ বাংলা ভাষা দিবস ।
খুলনা শহীদ মিনার ।ছবি সংগৃহীত
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৮
শাহ আজিজ বলেছেন: ছিল কিন্তু উর্দুর প্রতাপ বেশি ছিল ।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন স্মৃতি আর মুগ্ধ করা এক শহীদ মিনারের ছবিতে মন ভরে গেল!
অনেক অনেক ধন্যবাদ
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুলনা শহীদ মিনার দেখছি বিপদের যায়গায়।মারামারি লাগলেতো পানিতে চুবিয়ে মারবে, যেটা আমাদের ঐতিয্য।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: হ , এজন্য জামাত , দল ওই কিনারে যায় না , ধাক্কা দিলেই -----সাতার ----
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০০
সেলিম আনোয়ার বলেছেন: শুভ বাংলা ভাষা দিবস।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০২
শাহ আজিজ বলেছেন: শুভ বাংলা ভাষা দিবস
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২০
নেওয়াজ আলি বলেছেন: আজকে যেসব বড় লোক মঞ্চে দাড়িয়ে গলা ফাটিয়ে বাংলার জন্য কান্না করবে উনাদের সন্তানেরা হয়তো বাংলাই বলতে পারে না। কারণ পরিবার বিদেশে নিরাপদে রেখে এবং শিক্ষিত করে দেশে উনি রাজনীতি করেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৫
শাহ আজিজ বলেছেন: বাংলা গালাগাল ভাল পারে ----------------------
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:৪৭
ডাব্বা বলেছেন: বাংলা শুদ্ধভাবে না বলতে পারাটা এখনো একটা উঁচু শ্রেণির ব্যাপার বলেই মানুষের ধারণা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: ইনিয়ে বিনিয়ে ইংরেজি শব্দ মিশিয়ে ক্যোঁৎ দিয়ে বলা আরকি ।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৫
ডাব্বা বলেছেন: হাহাহাহা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭
শাহ আজিজ বলেছেন: আমি চারুকলায় আসা সাফ সুতর কাপড় পরা কজনকে দেখতাম ইং বাং এর ক্যোঁৎ দিয়ে কথা বলত । আমরা মফঃস্বল থেকে আসা তাই সাফ সুতর পরলেও ক্যোঁৎ দিতে পারতাম না । লজ্জায় মরি মরি । স্কলারশিপে বিদেশ গেলাম এবঙ থেকে গেলাম দেড় যুগ । চীনা আর ইংরেজি চমৎকার এসে গেল । সেই সাফ সুতরদের সাথে এসে পুরদস্তুর ইংরেজি বলতে লাগ্লাম , দেখলাম ওরা পুরা ইংরেজি পারেনা , আহা । আমি বাং ইং মিশিয়ে জ্ঞানত কথা বলিনা কখনো ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫০
চাঁদগাজী বলেছেন:
ঐ দিবসের আগেও মাতৃভাষা তো বাংলাই ছিলো।