নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কোভিড ১৯ – যা আমাদের ছেড়ে যাবে না কখনো

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৩৪




গত সন্ধ্যায় এ বি সি টেলিভিশন শুনছি যাতে Dr. John Brownstein বলছেন এই কঠিন অসুখ ফ্লুর মত আমাদের জীবনে জড়িয়ে থাকবে । হয়তবা মৃত্যুবৎ নয় কিন্তু একদম নিশ্চিহ্ন হবে না । মনটা খারাপ হয়ে গেল । গেল বছর পুরোটা সময় ব্যাস্ত ছিলাম রোগের বিস্তার , মৃত্যু আর নিরাময় নিয়ে । গেল ৮ তারিখে নিরাময়ের প্রথম ডোজ পেলাম কিন্তু ফাগুন এলো না মনে দেহে । মাস্ক পরছি আর ফেস শিল্ড লাগিয়ে রাস্তায় হাঁটছি । কিছুটা হলেও স্বাধীনতা পাচ্ছি এতেই খুশি । তারুন্য দেখলে হিংসে হয় , তারা প্রতিরক্ষাবিহীন ধোয়া উড়াচ্ছে আর আমার দিকে কি করুনায় তাকাচ্ছে ।
গেল সপ্তায় আমার নিউরো ডাক্তার বললেন জানেন কি মারমার কাটকাট ব্যাবসা এসেছে ভ্যাক্সিন কোম্পানিগুলোর ? বললাম ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার । হয়ত প্রতি বছর বুস্টার এর উপর থাকতে হবে , আমার ধারনা , কারন বিজ্ঞানীরা কেউ মুখ খুলছেন না । একজন মুখ ফস্কে ১৩/১৪ মাস বলে ফেলেছিল । দক্ষিন আফ্রিকায় নতুন ভ্যারিয়েনট আস্ত্রাজেনেকা পেরিয়ে আরও হিংস্র হয়েছে । তাই তারা ফাইজার আর জনসন দিয়ে নিরাময় শুরু করেছে । ফলাফল এখনো জানা যায়নি । আস্ত্রাজেনেকা আর ফাইজারের মিশ্রন নাকি ভাল ফল দিতে পারে । এটা হচ্ছে ব্যাবসাকে এক মুখী করার উদ্যোগ । সারা পৃথিবীতে ১৩৭ টি ভ্যাক্সিন লাইনে আছে । ২০২২ সালে ফুটপাতের কোনে কাউনটার থেকে টিকা পুশ করবে । এবোলা তার নখ আবার বিস্তার করেছে । না জানি আরও কত জীবাণু অস্ত্র সামনের দিনগুলোতে আমাদের দেহে ঢোকার অপেক্ষায় । মাস্ক আপনার আমরন সঙ্গী । বাসায় ফিরে ছোট শিশুকে বুকে জড়িয়ে আদর দেয়া নেয়া বন্ধ হয়ে গেল । আশার কথা বিজ্ঞানীরা বসে নেই । তারা নিরন্তর চেষ্টা করছেন আরও মোডিফাই করে ভ্যাক্সিনের উন্নত ভার্সন তৈরি করতে । দুটি মাস্ক ইনফেকশনের ভয় ৯৫% কমিয়ে দেবে । একটি পলি দিয়ে তৃতীয় লেয়ারের এবং এর উপর কটনের একটি । ভাই একটাতেই দম আটকে আসে আবার দুটো !! মাস্ক ভাতা চাই ।

ভাল থাকুন , টিকা নিন ।

সুত্রঃএ বি সি

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

নয়ন বড়ুয়া বলেছেন:
আমার সবচেয়ে বেশি সমস্যা হয় রাতে মাস্ক পরে বের হলে...
চোখে চশমার কারণে মাস্ক পরে রাতে আরাম পাই না...
কাম্য পৃথিবীর সমস্ত মানুষ সাবধান ও ভালো থাকুক। আপনিও সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন...

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: কিছু না কিছু আরামদায়ক বেরুবে । আমার হার্টের ডাক্তার ইউরোপ থেকে আনা স্পেসম্যান স্যুট পড়েছেন যা মনে হল সবচে বেস্ট । ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



কিছু বিজ্ঞানী নতুন ব্যবসা বের করলো নাকি? মানুষ যদি জানতে পারে, খবর হয়ে যাবে!

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: কিসসু হবে না । দেশে অনেকেই আগ্রহ দেখায় নাই টিকায় , এখন ডেট পাইতাছে না ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫

মা.হাসান বলেছেন: এই ফাকে দরবেশ ব্রাদার্সের শেয়ার কিনে রাখেন B-)) , আমাদের তো ফাইজার বা মডার্নার শেয়ার কেনা সম্ভব না :(

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১

শাহ আজিজ বলেছেন: হ, কথা ঠিক কিন্তু তাগো প্রডাকশন চেইন নাই , পপুলার, ইন্সেপ্তা, বায়ো টেক এর আছে ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কত রংয়ের মাস্ক যে বের হয়েছে বলে শেষ করা যাবে না।কিছু দিন পর মাস্ক দেখে যাবে চেনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৯

শাহ আজিজ বলেছেন: ক্লিয়ার মাস্ক যাতে পেছনে বাতাস আসা যাওয়ার নল আছে তা বের হয়েছে কিন্তু সাধারন মানুষ পাচ্ছে না ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৬

কলাবাগান১ বলেছেন: এ বছর এর মাঝেই ইফেক্টিভ ঔষুধ এসে যাবে তখন কভিড ও কন্ট্রোলে থাকবে..।পুরা পৃথিবীর বিজ্ঞানীরা বসে নাই....ফ্লু ভ্যাকসিন যেমন প্রতি বছর আপডেট, তেমন করোনা ভ্যাকসিন ও আপডেট হবে সহজেই ভ্যারিয়েন্ট কে প্রতিরোধ করতে। এমআরএনএ ভ্যাকসিন হওয়াতে এখন খুবই সহজ তাড়াতাড়ি আপডেট করা....

অন্য এক ল্যাব বানাচ্ছে ভ্যাকসিন যেটা সকল ভ্যারিয়েন্ট এবং অন্যান্য করোনা ভাইরাস কে প্রতিরোধ করতে সক্ষম হবে। সেই ভ্যাকসিনে একটা এমআরএনএ না রেখে, জানা সকল করোনা ভাইরাস এর বিরূদ্ধে অনেকগুলি এমআরএনএ থাকবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আপডেট দেবার জন্য ।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৬

কবিতা ক্থ্য বলেছেন: আপনার সুস্বাস্হ্য কামনা করছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: প্রাকৃতিক ভাবে কোভিডের বিরুদ্ধেও মানব দেহে প্রতিরোধ শক্তি গড়ে উঠবে তখন কোভিড হবে সাধারণ জকর স্বর্দির মতো একটা অসুখ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই হবে । কোভিড আমাদের ব্যাস্ত রাখবে কিছুকাল ।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

অন্তরন্তর বলেছেন: মাস্ক ব্যবহার করা সবসময় খুব কষ্টের। যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের কথা বলাই বাহুল্য। করোনা একসময় ফ্লু এর মত হবে তবে সেইতো প্রতিবছর শরীরে আর একটা ইনজেকশন নিতে হবে। শুভ কামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.