নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রাজা যায় রাজা আসে

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০২





গেল বছর থেকেই রাজত্ব ত্যাগ নিয়ে একটা সময় বেশ হইচই পড়েছিল । রাজ রাজড়াদের আরোহন পতন আমার দেখতে পড়তে খুব ভাল লাগে । হ্যারির বাবা মায়ের বিয়েটা হলের টি ভি তে খুব আগ্রহ নিয়ে দেখেছিলাম সেই ৭৭ সালে হবে মনে হয় । টানা ৬ ঘণ্টা লাইভ দেখিয়েছিল বি টি ভি । সেই বিয়ে জটিলতায় পড়লো এবং ভেঙ্গে গেল , তখন আমরা পিকিঙ্গে । হ্যারির মা ডায়ানা গাড়ি দুর্ঘটনায় মারা গেলে বেশ কষ্ট পেয়েছিলাম । সেই ছোট দুটি ছেলে বড় হয়ে বিয়ে করল তাও দেখলাম । এখন রাজত্ব ছেড়ে দেওয়ার মত এতো সততা তাও দেখলাম ।
হ্যারি ও মেগান রাজদায়িত্বে ফিরছেন না—বিষয়টি নিশ্চিত হওয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথ ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্সকে তাঁদের রাজকীয় উপাধি এবং রাজপরিবার থেকে পাওয়া সুযোগ-সুবিধা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
রাজকীয় দায়িত্ব ছাড়ার পর গত বছর থেকে হ্যারি ও মেগান যুক্তরাষ্ট্রে থাকা শুরু করেছেন। যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে তাঁদের এই পাড়ি জমানোকে ব্রিটিশ গণমাধ্যমগুলো ‘মেক্সিট’ নামে আখ্যায়িত করে থাকে।রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর ২০২০ সালের জানুয়ারিতে রানির সঙ্গে জরুরি বৈঠকে বসেন হ্যারি, মেগান, হ্যারির বাবা প্রিন্স চার্লস ও বড় ভাই প্রিন্স উইলিয়াম। বৈঠকে হ্যারি এবং মেগান রাজপরিবারের উপাধি ‘রয়েল হাইনিস’ ও ‘সাসেক্স রয়াল’ ত্যাগ করতে রাজি হন।অবশ্য রাজপরিবারে হ্যারি ও মেগানের আনুষ্ঠানিক পদবি ডিউক ও ডাচেস অব সাসেক্স বহাল থাকবে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া হ্যারি ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকার হিসেবে থেকে যাবেন এবং সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার এই ক্রমে কোনো পরিবর্তন হবে না বলেই ধারণা করা হচ্ছে।আফগানিস্তানে ব্রিটিশ সৈন্য হিসেবে দায়িত্ব পালন করা হ্যারির (৩৬) ওই সিদ্ধান্তের ফলে তাঁকে ব্রিটিশ রয়েল মেরিন, বিমান ও নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খেতাব ও সম্মাননাও ত্যাগ করতে হবে। মেগান গর্ভবতী এবং খুব শিঘ্রিই তারা দ্বিতীয় সন্তান আশা করছেন ।
আপনাকে রাজত্ব ছেড়ে দিতে হবে এরকম অবস্থা এলে ঠিক কি করতেন মন্তব্যে জানাবেন প্লিজ ।

আমি কখনো রাজা হতে চাই না , জানিয়ে রাখলাম ।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



হ্যারির স্ত্রীকে রাজ পরিবারের অনেকেই ভালোভাবে গ্রহন করেনি, এতে হ্যারির মন খারাপ হয়েছে; আবার ঠিক হয়ে যাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: হুম , মেগানের মা গির্জার পেছনে পর্দার আড়ালে কাদছিল অঝোরে কারন তিনি কালো দাস ।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

মুজিব রহমান বলেছেন: কোনভাবেই রাজতন্ত্র থাকা উচিত নয়। একদিন অবশ্যই বৃটেন থেকেও রাজতন্ত্র বিদায় নিবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৮

শাহ আজিজ বলেছেন: ব্রিটিশরাই রাজতন্ত্র পুষতে চায় । আমার অভিজ্ঞতা এরকম।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: অনেকেই আবার রাজা হতে চাইবেন।। তবে রাজা না হওয়ার সিদ্ধান্ত মহৎ বলতে হবে। এত বড় ত্যাগ কয়জনে করতে পারে বা করেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪২

শাহ আজিজ বলেছেন: রাজারা অত্যাচারী হয় , সাধারনের সম্পদ কুক্ষিগত করে ভোগ করে , এজন্য আমিও ট্রুডো , মারকেলা , নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর মত হতে চাই । মোটেও মোদী নয়------------------------

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



@মুজিব রহমান,

বৃটেন কি রাজতান্ত্রিক দেশ?

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০২

মেহেদি_হাসান. বলেছেন: আমি রাজত্ব ছাড়তাম না :)

প্রিন্স হ্যারিকে আমার সব সময়ই ভালো লাগে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম , আমারও -----

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: রাজা যায় রাজা আসে,আবুল হাসানের খুব সুন্দর একটা বইয়ের নাম।প্রথমে ভেবেছিলাম সে সম্পর্কে কিছু লেখা হবে।পরে দেখি না অন্য কিছু।যেটাতে আমার কোনই আগ্রহ নাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: লাইনটা যে আবুল হাসানের জানতাম না ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩২

স্প্যানকড বলেছেন: আমগো সেই আশা নাই। ঐ টা জিয়া পরিবার, শেখ পরিবার কাইড়া নিছে। তাই চিন্তা নাই। কেন জানি, মারজুক রাসেলের লেখা একটা লাইন মনে পড়ছে " নীচের যত্ন নিও " । ভালো থাকবেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: টেঁসে গেছে বয়েসের ভারে

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬

কলাবাগান১ বলেছেন: শিক্ষকদের প্রায়োরিটি বেসিসে করোনা টিকা দেওয়াতে, আজ প্রথম ডোজ টা পেলাম...অর্ধাংগনী (বানান হয় নাই) যে কবে পাবে ... সেটাই এখন অপেক্ষার পালা আরো তিন মাস মনে হয়...

আজ ডেইলি স্টার এ দেখলাম যে বাংলাদেশ বিশ্বে ১১ তম টিকা দেওয়ার নাম্বারে...গুড জব বাংলাদেশ
Bangladesh 11th position in Corona vaccine

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২০

শাহ আজিজ বলেছেন: ওয়েলকাম টু ভ্যাক্সিন সোসাইটি ।

আমার মেয়েও বইসা আছে রেজিঃ কইরা ।

বাংলাদেশ যদি ফাইজারের আশায় বইসা থাকত তাইলে এই বছরে হইত কিনা -------

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯

রক্ত দান বলেছেন: রাজা হয়ে জনসেবা করার সুযোগ পেলে ছাড়ার দরকার কি? অত্যাচারী রাজা না হতে চাওয়া যেতে পারে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০২

শাহ আজিজ বলেছেন: এখনকার রাষ্ট্রপ্রধানরা অনেকেই রাজা রাজড়ার অত্যাচারের সীমানা ছাড়িয়েছে । একটা মিসাইলে ১ হাজার মানুষ মারা যায় , এক তরবারিতে একজন মানুষ মরে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.