নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশত মিটার দৌড়ে স্টার্টিংটা খারাপ ছিল বলে
দৌড়াতে পারিনি , তাই বলে থামিনি একদম
ধীরে সুস্থে ফিনিশিং লাইনে দাড়িয়ে শরীর ঝাঁকিয়ে
অন্যদের সাথে উঠিয়ে দিলাম হাত – আমিও জয়ী ।
তারপর দুশ মিটার -পাঁচশো – হাজার এবং হাজার
দৌড়েছি কিন্তু জিতিনি কখনো অ্যান্ড নেভার ,
কিন্তু হারিনি আমি কখনো এবং পড়িনি কখনো থেমে
দৌড়াতে দৌড়াতে সাথীদের কেউ কেউ হারিয়ে গেছে চিরতরে
অথবা
লুকিয়েছে ঝোপঝাড়ে অগোচরে
ঢেকেছে লজ্জা ফুরিয়েছে যখন দম ঝরেছে ব্যাপক ঘাম
কিসব করুন সেইসব বিজিত স্বজন হেরেছে যখন
একটা জীবনের যুদ্ধে প্রায় বছর আশি হবে ।
আমি দৌড়াচ্ছি এবং দৌড়াচ্ছি পৃথিবীর চওড়া পথ ধরে
থমকে যাওয়া সময় ডেকে কয় , ওরে থাম থাম নেরে একটু বিশ্রাম
আমি বলি সেসময় কই ?
জীবনের ফসল কাটা হলে শেষ
আমারও হবে ক্ষয় হব আমি নিঃশেষ ।।
© শাহ আজিজ
৬/৩/২০২০
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই । পৃথিবী চলন্ত , সূর্য তার পরিবার নিয়ে অনন্তের পথে । মানুষের জন্ম থেকে মৃত্যু একটা বেধে দেওয়া গতিতে চলে । সূর্য মন্দিরে চাকা বা চক্র দেখেছেন ? ওটা গতি বা চলন্তের প্রতীক বা জীবনের প্রতীক ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর কবিতা,এই প্রতিভা লুকিয়ে রেখেছেন কেন?বলতে ইচ্ছা করে,”আজি এ প্রভাতে রবির কর” রবি ঠাকুর
২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২
শাহ আজিজ বলেছেন: আমার ছাপার ব্যাপারটা নেই । তবে দুই এক বছরের মধ্যে গেল ২০ বছরের সব কবিতা প্রকাশ করব ।
ধন্যবাদ ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৬
নেয়ামুল নাহিদ বলেছেন: খুব ভালো লেগেছে কবিতাটি। প্রাঞ্জল।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
গতিই জীবন