নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঠাগার বা লাইব্রেরি একটি জাতির মুখবন্ধ বা প্রচ্ছদ । বিহারের নালন্দা আমাদের সবচে কাছের লাইব্রেরি ছিল । তা বহিরাগত ডাকাতরা পুড়িয়ে দিয়েছিল । চীনে জাতীয় লাইব্রেরিতে গেছি ১৯৮৩ সালে । ক্রমশ বিবিধ জায়গায় লাইব্রেরি গড়ে উঠতে লাগলো । শিক্ষাবিদরাই এসব পরিকল্পনা করে থাকেন । জাতীয় নিয়ন্ত্রন থেকে স্থানীয় পর্যায়ের নিয়ন্ত্রণে গেলে এই অসাধারন উন্নতি সম্ভব হয়। তার জন্য প্রতিটি রিজিয়নকে আয় করতে হয় । আয় থেকে ব্যায় । সিদ্ধান্ত শিক্ষাবিদ , ইতিহাসের মানুষেরা আর আর্কিটেক্টরা । এভাবেই চীন পতিত অবস্থা থেকে গোল্ডেন প্যারাডাইসে উত্তীর্ণ ।
শিয়াও তাও লাইব্রেরি , হাইখউ , হাইনান দ্বীপ । সবে খুলেছে দশ হাজার বই নিয়ে ।
চুং কিং লাইব্রেরি । সিচুয়ান ।
থিয়ানজিন লাইব্রেরি , ১২ লাখ বইয়ের সমাহার ।
সিচুয়ান
বেইজিং
চুনকিং
১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: হুম , তাই । শিক্ষা ছাড়া অগ্রগতি সম্ভব নয় ।
২| ১৩ ই এপ্রিল, ২০২১ ভোর ৫:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশেও প্রচুর লাইব্রেরী থাকা দরকার।
এটা কেউ করবে না।
সবাই কেবল মাদ্রাসা বানাতে চায়।
১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৫৬
শাহ আজিজ বলেছেন: সরকারগুলো চোখ বন্ধ করে থাকে ।
৩| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:১৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ইশশ, কি সুন্দর! লাইব্রেরি দেখার জন্য হলেও একবার চীনে যাওয়া দরকার। আমাদের এত ভুলভাল ফ্লাইওভার না করে একটা অত্যাধুনিক লাইব্রেরী বানালেই পারতো।
১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৯
শাহ আজিজ বলেছেন: দেশপ্রেম একটা ভীষণ ব্যাপার । থিয়ানজিনের লাইব্রেরীটা দেখলে মন জুড়িয়ে যাবে । ১২লাখ বই আছে ওখানে ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: চীনের উন্নতি কল্পনাকেও ছাড়িয়ে গেছে।