![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন মহিলা সদ্য জন্ম নেয়া শিশুকে কোলে নিয়ে থানায় এসে পরিচয় দিলেন তিনি সাবেক এটর্নি জেনারেল এবং সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হাসান আরিফের পুত্র বধু । তিনি গর্ভবতী অবস্থায় হাসান আরিফের পুত্রের করা করা মামলায় জেল খেটে ১ মাস ৬ দিন পর বেরিয়েছেন । জেলেই তার সন্তান জন্ম দিয়েছেন । তাকে মারধরের কথা বললেন ওই ভদ্রমহিলা । হাসান আরিফ এবং তার পুত্র সর্বশেষ তাকে গলা চেপে ধরে বলেন সন্তান অ্যাবরশন করতে । তিনি কখনই রাজী নন অ্যাবরশনে । তাদের ২ বছরের একটি মেয়ে আছে । মহিলা ৭১ টি ভি কে সাক্ষাতকার দিচ্ছিলেন । সন্ধ্যা ৭ টার খবরে তার এই মর্মান্তিক কাহিনী শুনে দেখে পত্রিকায় খোজ নিয়ে দেখি কোনই সংবাদ কোন পত্রিকা ছাপেনি ।
আচ্ছা যে ম্যাজিস্ট্রেট তাকে জেলে পাঠাল তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করেনি কেউ । যে পুলিশ তার বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করল তারাও গর্ভধারণের বিষয়টি বেমালুম চেপে গেল ? জেলার কিভাবে অ্যাডভানস স্টেজে থাকা মহিলাকে জেলে গ্রহন করল ?
সব কিছু পচে গেছে , দুর্গন্ধ ছুটে গেছে বিচারালয় নামক ডাস্টবিন থেকে , ঘৃণা !!!
১৭ ই জুন, ২০২১ রাত ৯:২৯
শাহ আজিজ বলেছেন: এই ৯ টার খবরে আরও বিস্তারিত বলল ভদ্রমহিলা । ৭১ দেখুন ।
২| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
অন্তসত্তা পুত্রবধুকে সম্পত্তি বঞ্চিত করে জেলে পাঠানো!
এর আগেও এমন একটা ঘটনা ঘটেছিল, মৌলানামান্নানের পরিবারে।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: এই বিশেষ ধর্মীয় ঘরানায় মেয়েদের সম্পত্তি লুণ্ঠনের ব্যাপক তাগিদ দেখা যায় । আমি ছেলে মেয়ে দুইভাগে ভাগ করেছি শুনে এক আত্মীয় বলল তুমি কোরান সুন্নাহর অবমাননা করছ । আমি বললাম আমার সিদ্ধান্তই চূড়ান্ত , আমার বাবা আমাদের একমাত্র বোনকে আমাদের দ্বিগুণ সম্পত্তি দিয়ে গেছে ।
৩| ১৭ ই জুন, ২০২১ রাত ৯:৫৭
কামাল১৮ বলেছেন: ভালো খবর তুলে এনেছেন আলোচনায়।অনেক জায়গায় অনেক অযোগ্য লোক আছে এবং থাকবে কিন্তু তারা আইনের বাইরে যেয়ে কাজ না করলেই জনগন উপকৃত হবে।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: যে ম্যাজিস্ট্রেট এই দণ্ডাদেশ দিয়েছে তার বিরুদ্ধে মানবাধিকার বিষয়ক তদন্ত হোক এবং পদচ্যুত করা হোক ।
৪| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:৫০
সোহানী বলেছেন: ওমাইগড! কি অবস্থা! মানুষ কি আদৈা মানুষ আছে??
১৮ ই জুন, ২০২১ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশে ঠিক কি আছে জানিনা তবে মানুষ নেই এটা শিউর । ৭১ টি ভি দেখ ।
৫| ১৮ ই জুন, ২০২১ সকাল ৭:১৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যেখানে এটর্নি জেনেরেলের মতো সম্মানজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই নোংরা কাজ করতে পারে সেখানে ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলারক্ষাকারী তো কিছুই না। টাকার গন্ধ পেলে এদের চোখে গর্ভধারণের চিহ্ন চোখে না পড়ারই কথা।
১৮ ই জুন, ২০২১ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: তাছাড়া প্রমোশন একটা ব্যাপার আছে না । স্যার বলে দিলে কুইক প্রমোশন ঠেকায় কে !!!
৬| ১৮ ই জুন, ২০২১ দুপুর ১২:২২
গফুর ভাই বলেছেন: সবাই ব্যাস্ত ভাইরাল কেস এর জন্য। বাংলার নতুন ট্রেন্ড আপনাকে বিচার পেতে হলে ফেসবক লাইভ করে ঝড় তুলবেন আর ফেসবুক জনগন ম্যাও ম্যাও করবে তারপর পুলিশ তার টিনের তলোয়ার আর টিনের জীপ নিয়ে সাথে লাল টেপ মোড়ানো ওয়ারলেস নিয়ে ছুটবে..............
১৮ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৩
শাহ আজিজ বলেছেন: আজো কোন পত্রিকা নিউজ করেনি এটা নিয়ে , কিছু একটা আছে এর পেছনে !!
৭| ১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৭
রানার ব্লগ বলেছেন: মূল্যবোধের অবক্ষয়, মানুষ দিনে দিনে পশু হয়ে যাচ্ছে।
১৮ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২২
শাহ আজিজ বলেছেন: এই মহিলা পুলিশ ষ্টেশনে ঢুকতে পেরেছে বলে বলতে পেরেছে । যারা বলার জন্য কাউকে পায়না তাদের কি হবে ?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২১ রাত ৮:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
পোষ্টটির বিষয়বস্তু পাঠে প্রতিয়মান হলো
অবাক করা কান্ডই বটে । মানুষ যাবে
কোথায়? কে হবে দুর্গতের সহায় ?
কবির ভাষায় কইতে ইচ্ছা করে
বলে দে মাটির পৃথিবী কোথা
শান্তি আমার জীবনে ।