নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীনের ইউননান প্রদেশ পার্বত্য চট্টগ্রামের পুবে সোজা লাইন টানলে একদম কাছে । বাংলাদেশ , বার্মা , চীনের এই অঞ্চলে পাহাড় জঙ্গল বেশি । ইউননান এর পর্যটনকেন্দ্র শি সুয়াং পান্না চীনের রিজার্ভ ফরেস্ট এবং বিবিধ প্রাণীর বসবাস । আমি ৮৬ সালে শি সুয়াং পান্নায় গেছি স্কুল ট্যুরে । তো সেই রিজার্ভ বন থেকে ১৫ টি বুনো হাতির পাল সোজা উত্তর দিকে অঘোষিত যাত্রা শুরু করল গেল ডিসেম্বরে । কাছের গ্রামের উপর দিয়ে চলে যাবার পর সবার হুশ হল এই যাত্রা অস্বাভাবিক । দ্রোণ উড়ল নজরদারির জন্য । গ্রামের মানুষদের সতর্ক করল বন বিভাগ । রাতে তারা জঙ্গলেই কেটে রাখা গাছের ওপর শুয়ে বিশ্রাম করল । ঠিক মানুষের মতই চিত কাত হয়ে ঘুমাল হাতিরা সাথে দুটি বাচ্চা হাতি নিয়ে । জলাশয়ের পানি পান পরিচিত বৃক্ষের পাতা , ঘাস , বিবিধ ফসল খেয়ে তারা প্রায় খুনমিং শহরের কাছাকাছি । তারা মানুষের কোন ক্ষতি করেনি তবে ১ মিলিয়ন ডলার সমপরিমান ক্ষেতের ফসল নষ্ট করেছে, খেয়েছে মনের আনন্দে । বন রক্ষীর দল প্রস্তুতি নিল তাদের বাঁধা দিতে । কয়েক টন আনারস , ভুট্টা নিয়ে ৭০০ পুলিশ অপেক্ষায় ছিল কিন্তু তারা অতদুর পৌছেনি । গ্রাম ও কাউনটি শহর ভ্রমন করেছে হাতির পাল । গ্রামে মানুষের দরজায় ব্যাং আওয়াজ করেছে । গ্রাম বাসি পালিয়েছে ওই আইলো চিৎকার দিয়ে । পৃথিবীর পশু প্রেমি আর চীনের কোটি কোটি জনতা লাইভ টেলিকাস্ট দেখে এ কদিন কাটিয়েছে চাঞ্চল্য নিয়ে । কেন হাতিরা এরকম করল তা নিয়ে হাতি বিশেষজ্ঞরা গবেষণা করছে রীতিমত । হাতির দল ৫০০ কি মি ভ্রমন সম্পন্ন করেছে । আরও দুটি হাতি শুরুতেই ছিল কিন্তু তারা দল ত্যাগ করেছে শুরুতেই । খুনমিং শহরের ১০০ কিলো মিটারের মধ্যেই হাতির পাল অবস্থান নিয়েছে ।
ছবি - সাউথ চায়না মর্নিং পোস্ট , চায়না ডেইলি ।।
২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৩০
শাহ আজিজ বলেছেন: হুম , সেরকমই মনে হচ্ছে ।
২| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ভ্রমণের আনন্দ নিতে বেরিয়েছে।
২০ শে জুন, ২০২১ দুপুর ১:২৫
শাহ আজিজ বলেছেন: হ্যা তা হতেই পারে । ৩০০ বুনো হাতির আবাসস্থল থেকে ১৫ টি কেন দলছুট হল তা গবেষণার দাবি রাখে ।
৩| ২০ শে জুন, ২০২১ দুপুর ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিমান, নাকি কোনো অ্যাডভেঞ্চারে বের হয়েছেন তারা, সেটা গবেষণার ব্যাপার। তবে, ঘটনা রহস্যময়। কোনো মানুষজনের উপর অ্যাটাক করে নি, স্বস্তি এটাই।
২০ শে জুন, ২০২১ দুপুর ১:২৭
শাহ আজিজ বলেছেন: গ্রামের কাছাকাছি হলে গ্রাম সর্দার ওই আইলো চিৎকার দিলেই গ্রাম ফাকা । সরকার ৩৫০০ গ্রামবাসীকে স্থানান্তর করেছে এই সময় ।
৪| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
হাতিরা থাইল্যান্ড বার্মা বাংলাদেশেও দলবেধে লম্বা টুর দেয়। ফসল ঘরবাড়ী নষ্ট হয়।
এটা অভিমান না নর্মাল।
২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৬
শাহ আজিজ বলেছেন: দেয় তা ঠিক কিন্তু এলাকা ছেড়ে ৫০০ কি মি দূরে যাবার তেমন নজির নেই ।
৫| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৫০
শেরজা তপন বলেছেন: বিষয়টা নি ইয়ে ভাবছি- কি এমন হইল? কুল কিনারা পাচ্ছি না
২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: দেখি বিশেষজ্ঞরা কি বলেন । এরা হেফাজত হাতি মনে হয় লীগের হাতিরা ডর দেখাইছে
৬| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৫২
আখেনাটেন বলেছেন: এরা মনে হচ্ছে নতুনের সন্ধানের বেরিয়েছে.......এক জায়গায় থাকতে থাকতে ত্যক্ত বিরক্ত মনে হচ্ছে..
এখন কুনমিং থেকে নাগা-মনি হয়ে বাংলায় প্রবেশ না করলেই হয়.....
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৫
শাহ আজিজ বলেছেন: সেটাই বলছে এক দুজন প্রাণী বিজ্ঞানী ।
৭| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:২৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
দুনিয়াদারী দেখার শখ হয়েছে মনে হয় ।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৬
শাহ আজিজ বলেছেন: তাব্লিগ জামাত শুরু করছে কিনা কে জানে
৮| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯
জুন বলেছেন: শাহ আজিজ ভাই আমাদের বাসায় পাঠায় দিয়েন আমার ঘরের মানুষের হাতি সংগ্রহের শখ। তাঁর অনেক হাতির থেকে অল্প কিছুর ছবি দিলাম দেখেন
আমিও অবশ্য এই অদ্ভুত নিউজটি ফলো করছি ঃ)
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৪
শাহ আজিজ বলেছেন: বাহ , দারুন সংগ্রহ ।
ওদের খবর দুতিনদিন দিচ্ছে না কেউ । একটা পত্রিকা লিখল ওরা ঘুরে ফেরত যাচ্ছে , কিন্তু রি চেক করে অন্য পত্রিকায় পেলাম না । চীনারা কোভিডের মত এটাও লুকাচ্ছে।
৯| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
ভুয়া মফিজ বলেছেন: হাতিগুলা মনে হয় হিউয়েন সাং এর বংশধর। হাটাহাটির প্র্যাকটিস করতাছে। শিঘ্রই বিশ্বভ্রমনে বাইর হইবো।
২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
শাহ আজিজ বলেছেন: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ যাত্রা করব তাই হাইটা ই উ যায় ।
১০| ২০ শে জুন, ২০২১ রাত ৯:৫৬
কামাল১৮ বলেছেন: বিশেষ কোন কারনে এরা দলছুট হয়ে গেছে।হাতিরা দলবদ্ধ হয়ে থাকতেই পছন্দ করে।
২০ শে জুন, ২০২১ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: মনে হয় চুং নান হাই তে যাচ্ছিল ।
কি জানি খাদ্যের কি অভাব হল ৩০০ হাতির জন্য ??
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: হাতির হাট বাজার