নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কি অভিমান ছিল হাতিদের মনে ??

২০ শে জুন, ২০২১ সকাল ১১:৫০






চীনের ইউননান প্রদেশ পার্বত্য চট্টগ্রামের পুবে সোজা লাইন টানলে একদম কাছে । বাংলাদেশ , বার্মা , চীনের এই অঞ্চলে পাহাড় জঙ্গল বেশি । ইউননান এর পর্যটনকেন্দ্র শি সুয়াং পান্না চীনের রিজার্ভ ফরেস্ট এবং বিবিধ প্রাণীর বসবাস । আমি ৮৬ সালে শি সুয়াং পান্নায় গেছি স্কুল ট্যুরে । তো সেই রিজার্ভ বন থেকে ১৫ টি বুনো হাতির পাল সোজা উত্তর দিকে অঘোষিত যাত্রা শুরু করল গেল ডিসেম্বরে । কাছের গ্রামের উপর দিয়ে চলে যাবার পর সবার হুশ হল এই যাত্রা অস্বাভাবিক । দ্রোণ উড়ল নজরদারির জন্য । গ্রামের মানুষদের সতর্ক করল বন বিভাগ । রাতে তারা জঙ্গলেই কেটে রাখা গাছের ওপর শুয়ে বিশ্রাম করল । ঠিক মানুষের মতই চিত কাত হয়ে ঘুমাল হাতিরা সাথে দুটি বাচ্চা হাতি নিয়ে । জলাশয়ের পানি পান পরিচিত বৃক্ষের পাতা , ঘাস , বিবিধ ফসল খেয়ে তারা প্রায় খুনমিং শহরের কাছাকাছি । তারা মানুষের কোন ক্ষতি করেনি তবে ১ মিলিয়ন ডলার সমপরিমান ক্ষেতের ফসল নষ্ট করেছে, খেয়েছে মনের আনন্দে । বন রক্ষীর দল প্রস্তুতি নিল তাদের বাঁধা দিতে । কয়েক টন আনারস , ভুট্টা নিয়ে ৭০০ পুলিশ অপেক্ষায় ছিল কিন্তু তারা অতদুর পৌছেনি । গ্রাম ও কাউনটি শহর ভ্রমন করেছে হাতির পাল । গ্রামে মানুষের দরজায় ব্যাং আওয়াজ করেছে । গ্রাম বাসি পালিয়েছে ওই আইলো চিৎকার দিয়ে । পৃথিবীর পশু প্রেমি আর চীনের কোটি কোটি জনতা লাইভ টেলিকাস্ট দেখে এ কদিন কাটিয়েছে চাঞ্চল্য নিয়ে । কেন হাতিরা এরকম করল তা নিয়ে হাতি বিশেষজ্ঞরা গবেষণা করছে রীতিমত । হাতির দল ৫০০ কি মি ভ্রমন সম্পন্ন করেছে । আরও দুটি হাতি শুরুতেই ছিল কিন্তু তারা দল ত্যাগ করেছে শুরুতেই । খুনমিং শহরের ১০০ কিলো মিটারের মধ্যেই হাতির পাল অবস্থান নিয়েছে ।

ছবি - সাউথ চায়না মর্নিং পোস্ট , চায়না ডেইলি ।।










মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: হাতির হাট বাজার

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৩০

শাহ আজিজ বলেছেন: হুম , সেরকমই মনে হচ্ছে ।

২| ২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভ্রমণের আনন্দ নিতে বেরিয়েছে।

২০ শে জুন, ২০২১ দুপুর ১:২৫

শাহ আজিজ বলেছেন: হ্যা তা হতেই পারে । ৩০০ বুনো হাতির আবাসস্থল থেকে ১৫ টি কেন দলছুট হল তা গবেষণার দাবি রাখে ।

৩| ২০ শে জুন, ২০২১ দুপুর ১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিমান, নাকি কোনো অ্যাডভেঞ্চারে বের হয়েছেন তারা, সেটা গবেষণার ব্যাপার। তবে, ঘটনা রহস্যময়। কোনো মানুষজনের উপর অ্যাটাক করে নি, স্বস্তি এটাই।

২০ শে জুন, ২০২১ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: গ্রামের কাছাকাছি হলে গ্রাম সর্দার ওই আইলো চিৎকার দিলেই গ্রাম ফাকা । সরকার ৩৫০০ গ্রামবাসীকে স্থানান্তর করেছে এই সময় ।

৪| ২০ শে জুন, ২০২১ দুপুর ২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
হাতিরা থাইল্যান্ড বার্মা বাংলাদেশেও দলবেধে লম্বা টুর দেয়। ফসল ঘরবাড়ী নষ্ট হয়।
এটা অভিমান না নর্মাল।

২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৬

শাহ আজিজ বলেছেন: দেয় তা ঠিক কিন্তু এলাকা ছেড়ে ৫০০ কি মি দূরে যাবার তেমন নজির নেই ।

৫| ২০ শে জুন, ২০২১ বিকাল ৩:৫০

শেরজা তপন বলেছেন: বিষয়টা নি ইয়ে ভাবছি- কি এমন হইল? কুল কিনারা পাচ্ছি না B:-)

২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৩১

শাহ আজিজ বলেছেন: দেখি বিশেষজ্ঞরা কি বলেন । এরা হেফাজত হাতি মনে হয় :P লীগের হাতিরা ডর দেখাইছে :((

৬| ২০ শে জুন, ২০২১ বিকাল ৪:৫২

আখেনাটেন বলেছেন: এরা মনে হচ্ছে নতুনের সন্ধানের বেরিয়েছে.......এক জায়গায় থাকতে থাকতে ত্যক্ত বিরক্ত মনে হচ্ছে.. :D

এখন কুনমিং থেকে নাগা-মনি হয়ে বাংলায় প্রবেশ না করলেই হয়..... :P

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৫

শাহ আজিজ বলেছেন: সেটাই বলছে এক দুজন প্রাণী বিজ্ঞানী ।

৭| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:২৪

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




দুনিয়াদারী দেখার শখ হয়েছে মনে হয় । :(

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৬

শাহ আজিজ বলেছেন: তাব্লিগ জামাত শুরু করছে কিনা কে জানে :P

৮| ২০ শে জুন, ২০২১ বিকাল ৫:৫৯

জুন বলেছেন: শাহ আজিজ ভাই আমাদের বাসায় পাঠায় দিয়েন আমার ঘরের মানুষের হাতি সংগ্রহের শখ। তাঁর অনেক হাতির থেকে অল্প কিছুর ছবি দিলাম দেখেন =p~


আমিও অবশ্য এই অদ্ভুত নিউজটি ফলো করছি ঃ)

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৪

শাহ আজিজ বলেছেন: বাহ , দারুন সংগ্রহ ।




ওদের খবর দুতিনদিন দিচ্ছে না কেউ । একটা পত্রিকা লিখল ওরা ঘুরে ফেরত যাচ্ছে , কিন্তু রি চেক করে অন্য পত্রিকায় পেলাম না । চীনারা কোভিডের মত এটাও লুকাচ্ছে।

৯| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

ভুয়া মফিজ বলেছেন: হাতিগুলা মনে হয় হিউয়েন সাং এর বংশধর। হাটাহাটির প্র্যাকটিস করতাছে। শিঘ্রই বিশ্বভ্রমনে বাইর হইবো। B-)

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ যাত্রা করব তাই হাইটা ই উ যায় । :-P

১০| ২০ শে জুন, ২০২১ রাত ৯:৫৬

কামাল১৮ বলেছেন: বিশেষ কোন কারনে এরা দলছুট হয়ে গেছে।হাতিরা দলবদ্ধ হয়ে থাকতেই পছন্দ করে।

২০ শে জুন, ২০২১ রাত ১০:০৩

শাহ আজিজ বলেছেন: মনে হয় চুং নান হাই তে যাচ্ছিল । :P



কি জানি খাদ্যের কি অভাব হল ৩০০ হাতির জন্য ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.