নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ভয়ানক সময়ের মুখোমুখি বাংলাদেশ

২৫ শে জুন, ২০২১ রাত ১০:২৬



আজকের করোনা মৃত্যু ১০৮ এবং গত এক সপ্তাহ ধরে এই মৃত্যুর মিছিল বাড়ছেই । আজ নিয়মিত হাঁটাহাঁটির সময়ে রাস্তার পাশে বসে থাকা তরুন, যুবকেরা কেউই মাস্ক পরে ছিল না । এদের বিন্দুমাত্র বোধ শক্তি আল্লাহ দেয়নি । ডেল্টা ভ্যারিয়েনট এখন প্লাস হিসাবে সর্বসংহা রুপে ভারতে আবির্ভূত হয়েছে । বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েনট প্রতাপ চালাচ্ছে। টিকার অবস্থা বেসামাল । মডার্না ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যা ১০ দিন বাদে পৌঁছাবে । সারাদেশে শাট ডাউন ঘোষণা দিতে যাচ্ছে সরকার যা অনেকটা কারফিউর মতই হবে । আমারও মনে হয় বান্দরদের জন্য কারফিউ দরকার । কিন্তু যারা দিন আনে দিন খায় সেই কোটি মুখের কি হবে ? আশা করি কোন পরিকল্পনা সরকারের নেই । জেলার সীমান্ত এলাকা গুলো যথেষ্ট শক্ত অবস্থান নেয়নি না হলে এত রোগী বেড়ে যাবে কেন । দক্ষিন পশ্চিম সীমান্তে প্রচুর পাসপোর্ট বিহীন যাতায়াত হয় , এ বিষয়টি আমি নিজেও অনেক আগে স্পটে গিয়ে দেখেছি । এই রাতের বেলা যারা লুকিয়ে ফিরছে তাদের তদারকি নেই । ভারতীয় সীমান্ত এলাকার জেলাগুলো এভাবেই আক্রান্ত হচ্ছে প্রতিদিন । আম এসেছে চাপাইতে , এসেছে বা আসছে গরু , কলারোয়া দিয়ে ইদের পোশাক এসেছে । এইযে যারা গুপ্ত বাহক তারা মালের সঙ্গে কোভিড নিয়ে আসছে । হাজার কোটি টাকার ব্যাবসা তো আর করোনার জন্য ছেড়ে দেওয়া যায় না। যাইহোক ঢাকা অবরোধ হয়েছে সাফল্য ছাড়াই । তিন চার বার বাস , মাইক্রো , টেম্পু বদলে কক্সবাজার যাওয়া যায় । উহান যেমন শক্ত প্রতিরোধ গড়েছিল আমরা তা পারিনি , দুঃখ এখানেই । শাট ডাউন চালু হলে কাছের বস্তিবাসীদের দুবেলা খাবার দিন , প্লিজ । মাত্র ১৫৫ টাকায় দেড় কেজি চাল , ২৫০ গ্রাম ডাল , পেয়াজ রসুন হয়ে যাবে , আমি আগে থেকেই দিচ্ছি বলে ব্যাপারটা বোঝাতে পারলাম ।
মাস্ক ছাড়া বেরুবেন না ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৪০

আমি সাজিদ বলেছেন: খুবই ভয়াবহ অবস্থা।

২৫ শে জুন, ২০২১ রাত ১০:৪২

শাহ আজিজ বলেছেন: প্রার্থনা করুন ।

২| ২৫ শে জুন, ২০২১ রাত ১০:৫০

কামাল১৮ বলেছেন: আসলে অনেকেই আন্তরিক ভাবে বিশ্বাস করে জন্ম মৃত্যু আল্লার ইচ্ছা হয় এখানে মানুষের কিছুই করার নেই,তাই ডোন্ট কেয়ার ভাব।

২৫ শে জুন, ২০২১ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: হ্যা মুল সমস্যা তো ওখানেই । এরা ভাবেনা অসুখ বিসুখ আল্লাহর ইচ্ছাতে হয় আবার মানুষকে তিনি পথ দেখিয়েছে উদ্ধার পাওয়ার ।

৩| ২৫ শে জুন, ২০২১ রাত ১১:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিজেদের টিকা প্রয়োজন। দান খয়রাতের টিকা দিয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নাও হতে পারে।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: বঙ্গভ্যাক্স ট্রায়াল করতে বানর ব্যাবহার করতে চেয়েছিল কিন্তু অনুমতি মেলেনি বিদেশ থেকে।

৪| ২৫ শে জুন, ২০২১ রাত ১১:১৩

স্প্যানকড বলেছেন: এত লোক তারমাঝে নিম্ন আয়ের লোকজন মেলা। সরকারের উচিত এদের জন্য কিছু করা। এই বিপদে না করলে কবে করবে? প্রতিটা মহল্লায় যে হারে হাইব্রিড নেতা জন্মাইছে তাদের কে বলে দেয়া উচিত একটা ফান্ড তুলে যেন দিন আনে দিন খায় এমন লোকদের সাহায্য করা। এরা কোথায় যাবে কি খাবে ভাবতেই মন ভীষণ খারাপ হয়ে যায়। ভালো লাগে না কিছু। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: আশা করছি এবার শাট ডাউনে চাল ডাল দেবে সরকার ।



ভাল আছি ভাল থাকব , ধন্যবাদ ।

৫| ২৬ শে জুন, ২০২১ রাত ১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
সারাদেশে কঠোর লকডাউন চলবে। এ সময় জরুরি
পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি
অফিস। চলাচল বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী
ব্যতীত সকল প্রকার যানবাহন। মোতায়েন
থাকবে সেনাবাহিনী ও বিজিবি।

দেশের অর্ধশত জেলায় করোনার অতি উচ্চ
সংক্রমণের মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত
রোগীর সংখ্যা।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: ভাল করেছেন নোটিশ ছাপিয়ে দিয়ে । ধন্যবাদ নুরু ভাই ।

৬| ২৬ শে জুন, ২০২১ রাত ২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই
বাংলাদেশ যদি এখনই সতর্ক না হয় তাহলে করোনা পরিস্থিতি
ভারতের চেয়েও ভয়াবহ হবে বলে মনে করেন জাতীয় টেকনিক্যাল
কমিটির সভাপতি৷ তাই তারা সারাদেশে ১৪ দিনের শাটডাউনের
সুপারিশ করেছেন৷

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫১

শাহ আজিজ বলেছেন: সবই বুঝতে পারছি যদি পাবলিক না বোঝে কেউই বোঝাতে পারবে না ।

৭| ২৬ শে জুন, ২০২১ সকাল ৮:১৩

রানার ব্লগ বলেছেন: ধর্মান্ধ দেশের নাগরিকদের কাছে আপনি এর থেকে বেশি কি বা আশা করতে পারেন, আমি দেশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম মাস্ক কেনো পরেন না, টিকা কেনো দেন নাই, তারা তাদের মাথায় টুপি দেখিয়ে বলে টুপি থাকলে মাস্ক টিকার কি দরকার। গ্রাম অঞ্চলের ৯৮ ভাগ মানুষ মাস্ক পরে না। এদের সাথে তর্ক করতে গেলে উলটা আপনাকে বোকা ও নির্বোধ সাজিয়ে দেবে।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: সর্বনাশ করেছে এই ধর্মান্ধ দল , এক্কেবারে ভারতের বাবা রামদেবের অনুসারি ।


একটা বিষয় হচ্ছে মুক্ত গ্রামাঞ্চলে কিন্তু করোনা সংক্রমণ নেই , যা হচ্ছে শহরে , ঘন বসতিতে ।

৮| ২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫২

মাকার মাহিতা বলেছেন: ঘন অমানিষার নিকোষ কালো অন্ধকার দেখছি সামনের দিন গুলোতে।
আয় রোজগারের নেই কোন ব্যবস্থা, তবে কি ভাতেও মরব-পানিতেও মরবো।
সত্যিকার অর্থে বাংলাদেশে দিন আনে দিন খায় এমন মানুষের সংখ্যাই বেশি।
ওদের জন্য লকডাউন কতটুকু প্রযোজ্য তা আমার জানা নেই।
নীতি নির্ধারকগণ কিভাবে এর মূ্ল্যায়ন করে, জানি না।
তবে, ডেল্টা প্লাস ভেরিয়েন্ট না খেয়ে মরার চেয়েও বেশ ভয়ানক বলে বিবেচিত।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: আমাদের কাছেই বিশাল বস্তি , গেল লক ডাউনে এরা খাবার পায়নি । এবার সরকার কি করবে এদের নিয়ে জানিনা । খুব হতাশ আমি আমাদের নিয়ে ।

৯| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সরকারের জন্য বর্তমান সমস্যা গলার কাঁটা হয়ে দাঁড়াবে - এবার এটা সামলানো সহজ হবে না !

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: সরকার বেক্সিমকো কে লাভের গুড় খেতে দিতে গিয়ে নিজেই এখন বিপদে ।

১০| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিদেশ থেকে অনুমতি মেলেনি। সম্ভবত বিদেশী বানরের উপর পরীক্ষা করতে চেয়েছিল। দেশি বানরের কথা বললে মনে হয় রাজি হতো। বাংলাদেশেই তো মানুষ রুপী বানর আছে। বিদেশিরা মনে হয় এটা জানে না। জানলে এক কথায় রাজি হয়ে যেত।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৫৭

শাহ আজিজ বলেছেন: =p~

কি চলতাছে একমাত্র মাবুদ জানে ।

১১| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:২০

মোস্তফা সোহেল বলেছেন: সাধারন খেটে খাওয়া মানুষের কথা না ভেবেই লকডাউন সব দিক দিয়েই বিপর্যয় ডেকে আনবে।

২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৫০

শাহ আজিজ বলেছেন: এখন তো ভোটের ভয় নেই । কাজেই বস্তিবাসীদের কি হবে তা নিয়ে তেমন মাথাব্যাথা নেই ।

১২| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:০৫

অনেক কথা বলতে চাই বলেছেন: আবারও দেখা যাবে রাস্তায় কিছু বয়স্ক মানুষকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে তাঁদেরই সন্তানের বয়সী কর্মকর্তারা। পেট চালাতে হবে তাই শাস্তি আছে জেনেও তাঁরা বের হবেন।

২৬ শে জুন, ২০২১ রাত ১১:৪৬

শাহ আজিজ বলেছেন: এখন থেকে ক্যাশ জরিমানা করবে । তুখোড় ধান্দাবাজ বলবে স্যার একদম নাই কানাকড়ি । দুঘণ্টা পর ছেড়ে দেবে । লক ডাউন ঘোষণা নিয়ে মন্ত্রিসভায় তোলপাড় হয়েছে সন্ধ্যার পর থেকে । স্বরাষ্ট্র মন্ত্রী শেষ ঘোষণা দিলেন ১ জুলাই থেকে কড়া লক ডাউন , আগের দুদিন হাল্কা পাতলা। সবাই ভুলে গিয়েছিল বাজেট পাশ ঘোষণা ৩০ তারিখ । স্বাস্থ্য মন্ত্রী মানিকগঞ্জ দেশের বাড়ি বসে সংবাদ সন্মেলন করছে । কি একটা অবস্থা । ডেল্টা সরকারের পতন না ঘটায় ।

১৩| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১

আগন্তুক৬৯ বলেছেন: শাহ আজিজ ভাই,

বর্তমানে চায়নিজ ও আমেরিকার মর্ডান ভ্যাকসিন দুটোই এসেছে। এই দুইটির মধ্যে তুলনামূলক একটু আলোকপাত করবেন যদি আপনার ধারনা থাকে। চাইনিজ ভ্যাকসিনের উপর ভরসা করা যায়।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: সামান্য ব্যাবধান ছাড়া এসব ভ্যাক্সিন তেমন ক্ষতিকর নয় । গত বছর আমার ডাক্তার বন্ধু আমেরিকায় প্রথম টিকা নিয়েই বলেছিল সে যে কোন টিকাই হোক নিয়ে নিন । চায়নিজ ভ্যাক্সিন চীনে প্রায় ৭০ কোটি লোককে দেওয়া হয়েছে । ৩৪ টি দেশ চীনের ভ্যাক্সিন নিয়েছে , কোন অভিযোগ পাওয়া যায়নি । যেটা আগে পান সেটাই নিয়ে নিন । আমি ওষুধ বিজ্ঞানী নই যে এর ব্যাখ্যা দিতে পারব । ভারতীয় ভ্যাক্সিন নিয়েছি শুরুতেই , ভাল আছি , বেশ কিছু প্রতিরোধ ব্যাবস্থা দৃঢ় হয়েছে টের পাচ্ছি ।

১৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৫

আগন্তুক৬৯ বলেছেন: শাহ আজিজ ভাই,

অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমার মনের দোদুল্যমানতা আপনি দূর করেছেন। আর কোন দ্বিধা নেই চাইনিজ ভ্যাকসিন নেওয়ার।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৭

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।



আমাদের বাকি জীবন টিকার ওপরেই চলবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.