নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

লক ডাউন

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১৭



কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে আগামী ২৮ জুন সোমবার থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

আজ রাতে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

লকডাউনের মধ্যে জরুরি কারণ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। তবে, গণমাধ্যম এর আওতার বাইরে থাকবে।

এ বিষয়ে আরও বিস্তারিত প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে গতকাল সরকারকে দেশব্যাপী ১৪ দিনের জন্য ‘সম্পূর্ণ শাটডাউন’ করার পরামর্শ দেয় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি (এনটিএসি)।

সারাদেশে লকডাউনের যৌক্তিকতা তুলে ধরে এনটিএসি বলেছিল, ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। খণ্ড খণ্ড ভাবে নেওয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।


পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে করোনা সংক্রমণ ঠেকাতে সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে এনটিএসি।

ডেইলি স্টার থেকে কপি ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩২

কামাল১৮ বলেছেন: সকলের সহযোগিতা করা প্রয়োজন নিজের সার্থেই।অবস্থা দিন দিনই খারাপের দিকে যাচ্ছে।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৫৮

শাহ আজিজ বলেছেন: সেই সবাই ফ্রি স্টাইল মুভ করছে । কাকে ঠেকাবেন ।

২| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:০৯

জুন বলেছেন: শাহ আজিজ,
বাংলার মানুষ এতটাই নির্ভীক আর ভাগ্যে বিশ্বাসী যে তাদের কোন আদেশ উপদেশেই দমিয়ে রাখা যায় না। এই লকডাউনও সফল হবে কি না সন্দেহ। আমি ইদানীং ভীষণ ভয় পাচ্ছি। গার্মেন্টস আলারা তাদের কারখানা চালু রাখার জন্য দাবী জানাচ্ছে।কারখানা চালু থাকলে শ্রমিকরা যাতায়াত করবে, তাদের পিতা মাতা বাইরে বের হবে হাট বাজারের ছুতোয় শুধোশুধি ঘুর ঘুর করার জন্য। শ্রমিকদের পরিবহনের জন্য বাস চলবে। আমাদের সরকারের উচিত হবে না তাদের দাবীর কাছে নতিস্বীকার করা। তখন অন্যরাও এই আবদার শুরু করবে। কি যে হবে আল্লাহ ভালো জানেন। আর ভালো লাগে না।

২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: গার্মেন্টস শ্রমিকদের একটা সুবিধা আছে তারা কাছাকাছি এলাকায় বাস করে । ওটাকে স্পেশিয়াল জোন করে কারখানা চালু রাখা যেতে পারে । বাংলাদেশ এখন তৈরি পোশাকের সবচে বড় কারিগর , বিশাল অর্ডার তাদের হাতে । আমার মনে হয় অন্য কেউ বাহানা করলে তা মানতে হবে এমনটি ভাবিনা । টঙ্গি - আশুলিয়া- চন্দ্রা- গাজীপুর এলাকায় সরকারি সারকুলার বাস চলবে পোশাক কর্মীদের জন্য । সেনাবাহিনী ডিউটি করলে কেউ গোলমাল করতে সাহস করবে না । আমি আশাবাদী ।

৩| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জুন বলেছেন:
বাংলার মানুষ এতটাই নির্ভীক আর ভাগ্যে বিশ্বাসী যে তাদের কোন আদেশ উপদেশেই দমিয়ে রাখা যায় না।

ঠিক বলেছেন।

২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: বড্ড হতাশ হয়ে বলেছেন , ভালবেসে না ।

৪| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৫

ফড়িং-অনু বলেছেন: লকডাউন জরুরী।

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২২

শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি ।

৫| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:১০

ভুয়া মফিজ বলেছেন: কোন কামই হইবো না! বেহুদা কথা কয়া হুদাই বার্তা নষ্ট!!! B:-/

২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:২৮

শাহ আজিজ বলেছেন: সবাইরে গাইলাই নাই । যারা গ্রামের বাড়ির ভাত খায় না কত দিন তাদের গাল পাড়ি । বিভিন্ন পয়েন্টে গাড়িগুলো আটকে দিলেই কাজে দিত ।

৬| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:০২

ভুয়া মফিজ বলেছেন: বাঙ্গালগোরে গাইল পাইরা লাভ কি? দোষ তো সরকারের। কোন পরিকল্পনা আছে? অতীত কি কয়? বারে বারে লকডাউন দেয়, আর সবাই গুষ্ঠিসুদ্ধা ঢকার বাইরে বেড়াইতে যায়। ঘোষনা দেওনের আগেই আর্মি নামানো উচিত আছিলো। X(

২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:২৭

শাহ আজিজ বলেছেন: হুম , কাল রাতের ঘোষণার পর থেকেই ঢাকা ছাড়ার দৃশ্য দেখাল । লকডাউন ব্যাপারটা ঘোরাঘুরির জন্য মনে করে এই সব নির্বোধ বাঙ্গাল ।

৭| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের পরিস্থিতি খারাপের মাত্রায় যদি ভারতের ৫০% ও হয় সেটা সামাল দেয়া অসম্ভব হয়ে পড়বে। এই মুহূর্তে কঠোর লকডাউনের কোনো বিকল্প নেই - জনগণকে অনেক স্যাক্রিফাইস করতে হবে।

২৭ শে জুন, ২০২১ রাত ৯:২৩

শাহ আজিজ বলেছেন: আজকের ফেরির দৃশ্য দেখে আর কোন আশা করিনা । খুব দুর্বল সরকারি ব্যাবস্থাপনা । খালি রিজার্ভ রিজার্ভ করে কামের কাম কিছুই নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.