নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: বার্তা ২৪ ও নয়াদিগন্ত
লক ডাউনে বাজার করা একটি বড় সমস্যা । ঘুরে ফিরে আপনাকে সেই জনসমাগমে যেতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে । ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা এই সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পারে । প্রতিটি এলাকায় অসংখ্য ভ্যান গাড়িতে সবজি বিক্রি করে ভ্যানগাড়িওয়ালারা । এদের অরগানাইজ করে প্রতিটি রাস্তায় সবজি বিক্রির ব্যাবস্থা করা যেতে পারে । প্রতিটি বাড়ি / ফ্লাট বিল্ডিঙের সামনে এরা সময় নিয়ে দাঁড়াবে । একে একে সবাই শৃঙ্খলা মেনে সবজি সংগ্রহ করবেন । এক বাড়ি শেষ করেই তারা আরেক বাড়ির দরজায় দাঁড়াবে । এখন সিটি কর্পোরেশন ঠিক করবে সব্জির ট্রাক কোন পয়েন্টে সবজি ডেলিভারি দেবে । লক্ষণীয় এইসব সবজি আড়তে যাচ্ছেনা বরং আড়ৎদার ট্রাকের কাছে থেকে মুল্য সংগ্রহ করবে । ভোররাত থেকে অথবা মাঝ রাতেই এই প্রক্রিয়া শুরু হবে এবং ভোরেই দরজায় পৌঁছে যাবে আপনার সবজি । কর্মীরা ভিড় নিয়ন্ত্রণ করবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করবে । ভ্যান গাড়ি যেহেতু শুকনা বাজার বিকিকিনি করেনা তাই পাড়ার দোকানীরা ঠিক করবেন তারাও কি ভ্যানে সওদা বিলি করবেন না চাইবেন গাহাক দোকানেই আসুক । মাছ ঠিক এভাবেই বিক্রি করা সম্ভব । এতে একটাই অসুবিধা দেখা যাবে মধ্যস্বত্ব ভোগীরা হয় ভ্যান দখল করেছে বা চাদাবাজি করছে । শারীরিক শ্রম ছাড়াই কিভাবে টাকা আয় হয় তা এরা ভাল জানে । যে ভ্যানের লাইসেন্স আছে , যারা নিয়মিত পাড়ায় মহল্লায় সবজি বেচেন তারাই এই কর্মকাণ্ডের অংশীদার হবেন । এতে বাজারে যাওয়ার ঝুকি থাকছেনা এবং রাস্তায় আইনি লোকেদের হাতে লাঞ্ছনার শিকার হতে হচ্ছেনা ।
সামান্য একটু সিস্টেম যা আমাদের করোনা ঝুকি থেকে বাচাবে , নিরাপদ রাখবে ।
২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: এমনটাই নিরাপদ । ভিড় ভাঁটটায় যেতে হবে না ।
নিরাপদ থাকুন
২| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের এখানে অনেক ভ্যান আছে সবজি বিক্রি করে। বাড়ীর সামনেই এরা থাকে।
আল্লাহ আমাদের বিপদ হতে রক্ষা করুন
২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৬
শাহ আজিজ বলেছেন: আমিও একটু আগে ভ্যান থেকে কচকচে পেয়ারা কিনলাম ।
৩| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুচিন্তা
২৭ শে জুন, ২০২১ দুপুর ১:১৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৪| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:২৩
মাকার মাহিতা বলেছেন: জনবহুল ঢাকা শহরে ভীড় এড়ানো দায়।
তবে, আপনার আইডিয়াটা দারুন।
২৭ শে জুন, ২০২১ দুপুর ১:৩৮
শাহ আজিজ বলেছেন: ভ্যান থেকে বাজার অনেক আগে থেকেই করছি । এবার কঠিন লকডাউনে কোন দিকনির্দেশনা নেই এই বিষয়ে । ভাবলাম শেয়ার করি বিষয়টি কারন এই লক ডাউন প্রলম্বিত হবে মনে হয় ।
ধন্যবাদ ।
৫| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: পেয়ারার ছবি দেন দেখি
২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:২০
শাহ আজিজ বলেছেন: আরে খাইয়ালছি তো । এরপর ছবি তুইলা তারপর খামু
পেয়ারার ছবি দিয়া কিতা খইরতা
৬| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আপনি ময়মনসিংহের ভাষা কইত্থন শিখলেন
২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:০৮
শাহ আজিজ বলেছেন: আমাদের ক্লাসে অনেক জায়গার ছাত্র ছিল । ওরা শুদ্ধ ভাষা বলতে পারত না । আমি খুব কপি করতে পারতাম । এছাড়া আমি বাংলাদেশের অনেক জায়গায় থেকেছি চীনাদের ভাষা সাপোর্ট দেওয়ার জন্য ।
৭| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১
কামাল১৮ বলেছেন: সুন্দর ব্যবস্থার কথা বলেছেন।আসলে এটা আছে এখন একটা শৃঙ্খলার মাঝে আনতে হবে।
২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০
শাহ আজিজ বলেছেন: জি , একটু অরগানাইজ করলেই নিরাপদ সরবরাহ পাবে সাধারন মানুষ।
৮| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সমাজ ব্যবস্হায় সুচিন্তা মাথায় আসবে না,
তাহলে ফাও টাকা কামানোর রাস্তা যে বন্ধ হবে !
...............................................................................................
ব্যবস্হাপনা কঠিন হলে ও বাস্তবায়ন করা সরকারের জন্য তেমন কষ্টকর নয়,
তারপরও কথা থাকে,
কিছু কিছু আমলারা এ মধ্যে ও বখরা নেবে , এই যেমন
দরিদ্রর আশ্রায়ন প্রকল্পও রেহাই পায় নাই ।
০৫ ই জুলাই, ২০২১ সকাল ১১:২২
শাহ আজিজ বলেছেন: এরাই চিৎকার করে বলে আমরা বেহেস্তে যামু ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৯
সামিয়া বলেছেন: হুম, এমনটা করা যেতে পারে।