নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

চীনের মনুষ্যবিহীন ডেলিভারি ভ্যান

২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৩



ছবিঃচায়না ডেইলি

Zhejiang university. চায়নার দক্ষিন পূর্ব দিকে ট্রে জিয়াং বিশ্ববিদ্যালয় বা ঝে জিয়াং বিশ্ববিদ্যালয় । দুদিন আগে বিশ্ববিদ্যালয় তাদের গবেষণাগারে তৈরি অটো ডেলিভারি সিস্টেম চালু করেছে এবং তার কাজও শুরু করেছে পরীক্ষামূলকভাবে। আপনি একজন শিক্ষক ওই বিশ্ববিদ্যালয়ের , থাকেন ওই বিশ্ববিদ্যালয়ের এলাকায় । আপনার কিছু আইসক্রিম দরকার । পি সি বা মোবাইলে আপনি অর্ডার করলেন । এবার মনুষ্য বিহীন এই ছোট ডেলিভারি ভ্যান আপনার পার্কিং এ এসে আপনাকে একটা মেসেজ পাঠাবে সাথে পাসওয়ার্ড । প্রথমেই পাসওয়ার্ড দিয়ে আপনার কাংখিত উইন্ডোতে গিয়ে বোতাম চাপলেই তা খুলে যাবে , ব্যাস নিন আপনার আইসক্রিম । গোটা এলাকার ম্যাপ , খুঁটিনাটি এই কারের ডিভাইসের আছে । আপনার পেমেন্ট কিন্তু শুরুতেই করে দিয়েছেন । গতবছর এর থেকে ছোট ডেলিভারি ট্রলি আইসলেশনে থাকা রোগীদের দরজায় ঠক ঠক করলে রোগী নিজেই তার খাবার নিয়ে নিলেন দেখেছিলাম । চীনারা ওই বিষয়কে পুঁজি করে আরেকটু বড় নিরাপদ ভ্যান করেছে আন্তঃ ডেলিভারির জন্য ।


ঢাকার জন্য এটা বলি না । কারন মালপাত্তি শুদ্ধ পুরা ট্রলি গায়েব হবে কিশোর গ্যাঙের হাতে । খুব ঝামেলার তাইনা !!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫২

ঢাবিয়ান বলেছেন: আমার এখানে চালকবীহিন ট্রেন ( এমাআরটি) চলে , শপিং মলগুলোতে রোবট ক্লিনারও দেখা যায় ।

২৭ শে জুন, ২০২১ রাত ৮:০২

শাহ আজিজ বলেছেন: পৃথিবী অনেক এগিয়ে গেছে ।

২| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:১৫

কামাল১৮ বলেছেন: আমারা নতুন যুগে প্রবেশ করছি।বিজ্ঞান আমাদের কোথায় নিয়ে যাবে আমরা নিজেরাও জানি না।

২৭ শে জুন, ২০২১ রাত ৯:১৮

শাহ আজিজ বলেছেন: হুম তাই । বিজ্ঞান অনেক দূর এগিয়েছে ।

৩| ২৮ শে জুন, ২০২১ দুপুর ১২:০২

খেলাঘর০২ বলেছেন: এ দেশের ভার্সিটি তো সিঙ্গারা সমুচা খাওয়া নিয়ে ব্যস্ত, এসবের সময় আছে নাকি!!

২৮ শে জুন, ২০২১ দুপুর ১২:২২

শাহ আজিজ বলেছেন: এদেশে চালানো মুশকিল হবে উচ্ছৃঙ্খল মানুষের কারনে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.