নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারী ঘোষণা অনুযায়ী আপনাকে ঘরে থাকতে হবে । খোলা জায়গায় বাজার বসবে কিন্তু সেখানে যাবে কে ? ঢাকার পুলিশ প্রধান বলেই ফেললেন জেলে ঢুকিয়ে দেবেন । আপনার ব্যাঙ্ক করা দরকার , গনপরিবহন নেই , রিকশা আপনার হার্ট বিট ড্রপ করানো দাম বলবে । বাজারে যান , ব্যাঙ্ক করুন , হাসপাতালে যাচ্ছেন রোগীর খাবার নিয়ে - সবখানেই জিজ্ঞাসাবাদ চলবে । পুলিশ খুশি না হলে আপনাকে চালান দেবে - বেরুবে আপনার পরিবারের লোকেরা - তারাও একই পুলিশি পুল সেরাত পার হবে । রিকশাওয়ালার আয় আছে - গ্যাস স্কুটারের নেই তো এই স্কুটারের চালকেরা কি খাবে ? লক ডাউন অপরিহার্য বিষয় কিন্তু অনেক বিষয় সমাধান না করে জেলখানায় পাঠিয়ে দেবেন ? উন্মুক্ত বর্ডার বন্ধ করতে পারেননি । আজো চুয়াডাঙ্গায় ১৩ জন পুরুষ মহিলা পার হওয়ার সময় বর্ডার গার্ড তাদের পাকড়াও করেছে । এদের একাধিক পজিটিভ । উন্মুক্ত বর্ডার বিষয়টি কারো ভাবনায় আসেনি কেন এটাই আশ্চর্য বিষয় । বর্ডারেই ক্যাম্প করে রাখা যেত , নেগেটিভ হলে দেশে ঢুকত । লক ডাউন নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন আজ মিডিয়া গুলোতে ।
আপনার ভাবনা যোগ করুন এখানে ।
৩০ শে জুন, ২০২১ রাত ১১:০৪
শাহ আজিজ বলেছেন: নিয়ম তো তাই বলছে । কাজেই জেল খাটার ভয়ে বাজারে যাবে না কেউ , লস কার ? বিক্রেতার ।
২| ৩০ শে জুন, ২০২১ রাত ১১:০১
শায়মা বলেছেন: আর রিক্সাওয়ালা আর দিন মজুরদের জন্য অগ্রীম চাল ডাল দিয়ে তারপরই লকডাউন দরকার ছিলো। কেউ গিয়ে তো তাদেকর সাহায্য করতে গেলেও পুলিশ ধরবে ভাব দেখে মনে হচ্ছে।
৩০ শে জুন, ২০২১ রাত ১১:০৬
শাহ আজিজ বলেছেন: এখানেই বড় সমস্যা । ২৩ কোটি টাকা ৬৪ টি জেলার জন্য - হিসাব করে ফেল চাল ডাল হয় কিনা।
৩| ৩০ শে জুন, ২০২১ রাত ১১:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: লকডাউন মানেই আমাদের মধ্য মধ্যবিত্তের সব ডাউন।
৩০ শে জুন, ২০২১ রাত ১১:০৭
শাহ আজিজ বলেছেন: আর নিন্মবিত্তের কি হপে গো ????
৪| ৩০ শে জুন, ২০২১ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আর্মি নামানোর কথা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় কে জানে? অনাকাঙ্ক্ষিত খাদ্য সংকট দেখা দিলে জটিল অবস্থার সৃষ্টি হবে।
০১ লা জুলাই, ২০২১ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: এখনো মাইকে বলছে ঘরে থাকুন , বাজার বসবে খোলা রাস্তায় , রেস্টুরেন্ট থেকে খাবার বাসায় নিয়ে খান --------------- অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না । দিন মজুরদের কথা কিছুই বলছে না ।
৫| ০১ লা জুলাই, ২০২১ রাত ১২:৩৭
জগতারন বলেছেন:
এতো দেখি উভয় সংকট ও চরম অবস্থা !
০১ লা জুলাই, ২০২১ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: এক দু দিন গেলে বোঝা যাবে কি হচ্ছে ।
৬| ০১ লা জুলাই, ২০২১ ভোর ৬:০১
স্প্যানকড বলেছেন: কোন চিন্তা নাই গরীব সব সময় চুদির ভাই!
০১ লা জুলাই, ২০২১ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: হ তাই বটে ।
৭| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১০:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: গরিব মরে যাক ধনীরা বাচুক। এই নীতি গ্রহণ করা হয়েছে।
০১ লা জুলাই, ২০২১ সকাল ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: এটাতো বরাবরই ছিল ।
৮| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১০:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে ক্ষমতাসীনরা রাশিয়ান রুলেট খেলছে এই অতিমারী নিয়ন্ত্রণ নিয়ে। ভাগ্য সুপ্রসন্ন হলে হয়তোবা সংক্রমণের ভয়াবহতা ভারতের মতো নাও হতে পারে। কিন্তু যদি উল্টোটা হয় তবে মৃত্যুর উপত্যকায় পরিণত হতে পারে গোটা দেশ।
০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:০৫
শাহ আজিজ বলেছেন: এই যে বিপুল জনগন দেশের বাড়ি গেল , এদের ঠেকানোর কোন পথই সরকারের হাতে ছিল না । আবার কিছু মানুষ ঢাকা শহরে ঢুকেছে এই দুর্যোগপূর্ণ সময়ে । আসল বিষয় হচ্ছে সু শিক্ষা যা কারোরই নেই মাশাল্লাহ ।
৯| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৫৯
আমি সাজিদ বলেছেন: রাস্তায় বের হলে সাহেবরা ধরে পেটাবে।
০১ লা জুলাই, ২০২১ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: আজ ৩০০ জনকে জরিমানা করা হয়েছে ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২১ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: আশে পাশের বাজারে পায়ে হেঁটে গেলেও ধরবে নাকি পুলিশ? তাহলে তো এইবার আসলেই খানা দানা মজুদ করতে হত।