নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

লিজেন্ড দিলিপ কুমার মারা গেছেন

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫২




দিলীপ কুমার পাকিস্তানের খাইবারে মুহাম্মদ ইউসুফ খান নাম নিয়ে ১১ ডিসেম্বর ১৯২২ সালে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দিলিপ সাহিব তরুন বয়েসেই মুম্বাইয়ের কাছে নাসিক এ পড়াশুনা শেষ করেন । এরপর মুম্বাইয়ে তার অভিনয় জীবনে প্রতিষ্ঠা পাবার পালা । ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈর্ষনীয় সাফল্য অর্জন কারি পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার পান । ভারতীয় সংসদে তার জন্য একটি আলাদা সদস্য পদ ছিল । বয়স বেড়েছিল , ৯৮ বছর পুরন করেছিলেন । নানারকম বার্ধক্যজনিত অসুখে ভুগে আজ সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান । তার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে ।

ছবি হিন্দুস্তান টাইমস

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: বলিউড মুভির সবচেয়ে বড় পোস্টার ট্রাজেডি কিং দিলীপ কুমরজি আর নেই। উনার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি ।

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২২

শাহ আজিজ বলেছেন: আমিন

২| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৭

সভ্য বলেছেন: রেষ্ট ইন পিস

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২২

শাহ আজিজ বলেছেন: আমিন

৩| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সকালেই খবরটা পড়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

শাহ আজিজ বলেছেন: আমিন

৪| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

আমি সাজিদ বলেছেন: উনার কোন সিনেমা তো দেখি নাই। একটা রেকমেন্ড করেন।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:২৯

শাহ আজিজ বলেছেন: শক্তি , মশাল আমার প্রিয় ।

৫| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

আমি সাজিদ বলেছেন: মানে আমাদের জেনারেশনের জন্মের অনেক অনেক আগেই উনি সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েছিলেন। ছোটবেলা থেকে নাম শুনে এসেছি অনেক।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩০

শাহ আজিজ বলেছেন: হুম , আমি তার শেষের ছবিগুলো পেয়েছি ।

৬| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:



আই’ম স্যরি উনি যে জীবিত ছিলেন এটাই জানতাম না ।
মুভি দেখা হয়নি কখনও কিন্তু ওনার নাম শুনেছি অনেক ।



০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: কম বয়েসিদের জন্য তিনি অপরিচিত , এটাই স্বাভাবিক ।

৭| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫২

শেরজা তপন বলেছেন: আমি সাজিদ কে বলছি' মুঘল ই আজম' দেখেন।

খুব মুডি অভিনেতা ছিলেন। স্বামী-স্ত্রীর এক সঙ্গে এতদিন বেঁচে থাকা সত্যিই বিশাল ব্যাপার

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৩

শাহ আজিজ বলেছেন: হুম । ৯৮ বছর লাইফ পাওয়া সোজা কথা নয় । সায়রা বানু এখন ৭৮ বছর ।

৮| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হিন্দি 'দেবদাস'-এর ক্লিপ ইউস করে আমি অনেক গান ভিডিওমিক্স করেছি। হিন্দি না বোঝার কারণে এমনিতেও হিন্দি ছবি দেখা হয় না, তবে, মুঘল-এ-আযম দেখেছি। তার আর কোনো ছবি আয়েস করে দেখেছি বলে মনে পড়ে না, তবে, তিনি বরাবরই আলোচিত, শ্রদ্ধেয় ও সম্মানিত অভিনেতা ছিলেন।

নীচে 'দেবদাস'-এর একটা ক্লিপ গানসহ দিলাম - জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৫

শাহ আজিজ বলেছেন: আমাদের হিন্দি শেখা হিন্দি সিনেমা দেখেই ।

৯| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:০০

স্প্যানকড বলেছেন: আহ! মনটা খারাপ হয়ে গেল । ভি সি আরে তাঁর ছবি আমার জীবনের প্রথম হিন্দি ছবি দেখা। ছবির নাম ছিল " আন " পরেতো কত ছবি দেখেছি। আল্লাহ উনাকে মাফ করুন। ভালো থাকবেন ওপারে ট্রাজেডি কিং !

০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬

শাহ আজিজ বলেছেন: আমিও প্রবাসে ভি সি আরে তার ছবি দেখেছি ।

১০| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৮

অর্ক বলেছেন: আমার খুব ছোটবেলায়, সম্ভবত তখন প্রাইমারি স্কুলেই পড়ি, দিলীপ কুমার বাংলাদেশে এসেছিলেন। সারাদেশে দারুণ তোলপাড় চলছিলো। বিটিভিতে তাঁর অবস্থানকালীন তিনদিন, প্রতিদিন একটি করে সিনেমা দেখানো হতো। আমি আমার এযাবৎকালের জীবনে কোনও সেলিব্রিটির দেশে আাসাতে এমন তোলপাড় হতে দেখিনি। আমাদের জেলা শহর তখন দিলীপ সম্পূর্ণ কুমারময়। ঢাকাসহ সারাদেশের অবস্থা সহযেই অনুমেয়। প্রয়াত সাবেক মেয়র আনিসুজ্জামান তাঁকে নিয়ে টিভিতে অনুষ্ঠান করেছিলেন। সে এক বিরাট হুলস্থুল। তাঁর দুতিনটি সিনেমা দেখেছি। এর মধ্যে "আন" সিনেমাটা সত্যিই অন্যরকম ভালো। ওখানে ভিলেন চরিত্রে সমানতালে চমৎকার অভিনয় করেছিলেন প্রেমনাথ। নায়িকা ছিলেন নাদিরা। খুব সম্ভবত হিন্দি ভাষার প্রথম রঙিন ছবি ওটা। দেখার মতোই একটি সিনেমা! মারপিটের পাশাপাশি ভালো একটি গল্পও আছে। আমার বাবার কাছে জেনেছিলাম, বাংলাদেশেও তাঁর সময়ে দারুণ জনপ্রিয় ছিলেন দিলীপ কুমার।


আমি মহান এ অভিনেতার আত্মার শান্তি কামনা করছি। লেখার সূত্রে অনেকটা যেন ভ্রমণ করে আসলাম আমার সেই সময় থেকে।

ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: দিলিপ কুমার ভারতীয় সিনেমা জগতে লিজেন্ড ।

১১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:০০

কামাল১৮ বলেছেন: দিলিপ কুমার দিলিপ কুমারই।তার যথেষ্ট বয়স হয়েছিল,এর পর বেঁচে থাকলে কষ্টই পেতেন।প্রায়ই কোর্টে যেতে হতো, বিষয় আসয় নিয়ে কি সব ঝামেলা চলছিল,মরে বেঁচে গেছেন।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৮

শাহ আজিজ বলেছেন: এই বিষয় আশয় আর কোর্টের কথা জানতাম না । হ্যা অনেক কষ্ট পাচ্ছিলেন বিছানায় শুয়ে শুয়ে । বিদায় হিরো ।

১২| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২২

মেহবুবা বলেছেন: আমার দেখা দেবদাসের সর্বোত্তম সংস্করণ হিন্দি দেবদাস এবং সেখানে দিলীপকুমার।
মুঘল এ আযম আমার পছন্দের ছবি সেখানে অনবদ্য ।

এত সবের বাইরে সায়রা বানুর সাথে দীর্ঘ দিনের সংসার; গুণমুগ্ধ একজন আমি।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: ৮০ র পরে গিয়ে মশাল , শক্তি দেখে বললাম খুবই শক্তিশালী অভিনেতা । আমার প্রয়াত বড় ভাই দিলিপের গুনমুগ্ধ ভক্ত ছিলেন । ৬৫র আগে ট্রেনে খুলনা - শেয়ালদা চলে যেতেন শুধুই সিনেমা দেখতে । আমি ওর দেবদাস দেখিনি , এবার দেখব ।

১৩| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:২৪

মেহবুবা বলেছেন: দেবিকা রানী ইউসুফ খান নামের পরিবর্তে দিলীপ কুমার নাম ব্যবহার করতে বলেছিলেন এবং চলচিত্র জগতে অভিনয়ে উৎসাহিত করেছিলেন ।

০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: তার প্রকৃত নাম মুহাম্মদ ইউসুফ খান হলেও হিন্দি লেখক ভগবতি চরণ বর্মা তাকে স্ক্রীননেম দিলীপ কুমার দেন । এটা উইকিপিডিয়ায় পেলাম ।

১৪| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৪৫

কুশন বলেছেন: দিলিপ কুমার মারা গেছেন, প্রতিটা মৃত্যু দুঃখজনক।
কিন্তু তার মৃত্যুতে কিছুই যায় আসে না। সবচেয়ে বড় কথা তিনি অনেক বছর বেঁচেছেন। এতো হায়াত অনেক মানুষের ভাগ্যেই জোটে না।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৬

শাহ আজিজ বলেছেন: কিন্তু তার মৃত্যুতে কিছুই যায় আসে না


আপনি খুব অমানবিক এবং নিষ্ঠুর ।

১৫| ০৯ ই জুলাই, ২০২১ রাত ২:২৬

শার্লক_ বলেছেন: উনার অনেক মুভি দেখেছি তার মধ্যে আন্দাজ, দিদার, মেলা, আন, ফুটপাথ, তারানা, দাগ, বাবুল, অমর, আজাদ, দেবদাস, মধুমতি, ইহুদী, নয়া দৌড়, কোহিনুর, মোঘল-ই-আজম, গঙ্গা-যমুনা, রাম অউর শ্যাম কোন ছেড়ে কোনটার কথা বলবো সব গুলিই এক একটা মাস্টারপিস। এক এক করে সব লিজেন্ডরা চলে যাচ্ছেন।

০৯ ই জুলাই, ২০২১ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: আমি পুরা লিস্ট বলতে পারব না তবে যা দেখেছি মাস্টারপিস । ধন্যবাদ একটা লিস্ট দেবার জন্য , অনেকের কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.