নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সিনোফার্ম এবং ইনসেপ্টা যৌথ উদ্যোগে বাংলাদেশে টিকা উৎপাদন

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৫



চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে । টিকা নিয়ে অনেক টানা হেঁচড়ার পরে এটি একটি দারুন সুসংবাদ ছিল এই মাসে । মাসে ৫০ লাখ ডোজ টিকা উৎপাদন হবে ইনসেপটার কারখানায় । মুল রসদ আসবে চীন থেকে , ফিনিশ প্রডাক্ট হবে বাংলাদেশে । যৌথ ভ্যাকসিন উৎপাদনের ত্রিপক্ষীয় এ চুক্তিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জিমিং ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সই করেন।

আমাদের টিকা সমস্যার বড় রকমের সমাধান হল ।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



ইনসেপটা কি ধোলাই খালের কেহ?

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: ইউ হ্যাভ ডায়ালড এ রঙ নাম্বার :P

২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:০৩

নতুন বলেছেন: কিন্তু সিনোফার্মের চেয়ে ফাইজার, মর্ডানার টিকা বেশি কার্যকর।

তাও মাসে ৫০লাখ টিকা দিতে পারলে অনেক উপকার হবে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: আপাতত সিনোফার্ম রাজী হয়েছে যৌথ উৎপাদনে । অন্যদের সাথে আমাদের হাজি সাহেবরা নিশ্চয়ই চেষ্টা করছেন ।

৩| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৭

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: মডার্নার টিকা হলে বেশি ভালো হত। আমিও রেজিস্ট্রেশন করলাম আর এই টীকার প্রথম ডোজ এখন আর দিচ্ছে না। তবে বেশি কিছু বলে অবশ্য খুব লাভ নেই। দুই ডোজ টিকা নিয়েও কোভিড পজিটিভ হচ্ছে অনেকেই। তবে আক্রান্ত হলেও সবাই ভালোভাবে সুস্থ হয়ে উঠলে সেটাই অনেক ভালো।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৭

শাহ আজিজ বলেছেন: আমিও ২ ডোজ পেয়েছি প্রথম দিন আর ২ মাস পর । তারপরও ভয়ে ভয়ে থাকি ।

৪| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো খবর। ইম্প্রেস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবং বাংলাদেশের নেতৃস্থানীয় ওষুধ উৎপাদন কোম্পানি ইনসেপটার সেই সক্ষমতা আছে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: পপুলারের বড় প্রডাকশন লাইন আছে , কি জানি তারা হয়ত আমেরিকায় চেষ্টা করছে ।

৫| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: [link|https://www.dainikamadershomoy.com/post/330956|দেশে প্রতি মাসে তৈরি হবে সিনোফার্মের ‘৪ কোটি টিকা’

ইনসেপটা বলছে ৩ মাসের মধ্যে প্রথম সরবরাহ চালান তারা দিতে পারবে।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: গতকাল বিকেলে লাইভ শুনছিলাম এই সাইনিং সেরিমনি । সেখানে ৬০ লাখ বলল ------------ পত্রিকা লিখল ৫০ লাখ , আমি জড়সড় -------আফটারঅল পত্রিকা বেদ বাক্য --------- ঝেড়ে দিলাম ।

৬| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই লিংকটা দেখেন
আগের লিংকটা সঠিকভাবে দিতে পারি নাই।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: মন্ত্রীর বাক্য , খুব খেয়াল করে শুনেছি । আমি ভুল করিনি । ব্যাটা মাঝে মধ্যেই উল্টাপাল্টা বকে ।







যাই হোক টিকা আসছে , এটাই সুখবর ।

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: ডেইলি স্টার Though none of the parties disclosed the total number of jabs to be supplied by the local firm, Maj Gen Mahbubur Rahman, director general of the drug administration, told The Daily Star that six crore jabs will be bottled and labelled under the agreement.

Contacted, Prof ABM Khurshid Alam, director general of the health directorate, said these jabs are in addition to the six crore doses that the government is going to buy from Sinopharm.

৭| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:০৮

হাবিব বলেছেন: দ্রুত সফলতা পাক, আমরা ভ্যাকসিন চাই

১৭ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: আসলেও তাই হোক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.