নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কাবুলে সন্ত্রাসী বোমা হামলা

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৬





গেল সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের সাথের রাস্তায় আত্মঘাতী বোমা হামলার খবর পেয়ে চঞ্চল হয়ে উঠলাম । দুর্ভাগা নেট লাইন ডাউন হয়ে সব বন্ধ হয়ে গেল । বাকিটা টি ভি তে কভার করলাম রাত ১১টা পর্যন্ত । সকালে উঠে টি ভি চালিয়ে দেখলাম সর্বনাশ , ১১০ জন মারা গেছে যাদের মধ্যে কাবুল ছেড়ে যাবার প্রত্যাশী , ১৩ জন সেনা , শিশু , এবং ১৫ জন তালেবান ছিল । দূর থেকে ভিডিওতে বিস্ফোরণের অগ্নিকুণ্ডলি দেখা গেল । আই এস আই এস খোরাসান এই হামলার দায়িত্ব নিয়েছে । খোরাসান পাকিস্তানএর পেশোয়ার সংলগ্ন আফগান প্রভিন্স । প্রেসিডেন্ট জো বাইডেন চোয়াল শক্ত করা প্রতিশ্রুতি দিয়েছেন "প্রতিশোধ নেওয়া হবে উপযুক্ত মুল্যে"। সাংঘাতিক ব্যাপার হবে । পাকিস্তান সবসময় টেররিসট পুষে থাকে । টেররিসট ছাড়া তার ঘুম হয়না । খোরাসানে মার্কিন বিমানের কার্পেট বম্বিঙ্গের আগেই তারা তোরাবোরা পাহাড়ে গুরুর মত আশ্রয় নেবে । একটা আশঙ্কা তিনদিন আগে থেকেই মনে জাগছিল যে আমেরিকান প্রশাসন আগাম হুশিয়ারি করছে সন্ত্রাসী বোমা হামলার । অনেক ক্ষেত্রে এই আমেরিকান গোয়েন্দারা আগাম খবর পায় এটা নিরেট সত্যি । এই বম্বিঙ্গে আমেরিকানদের উপকার হয়েছে যে আফগানকে পুরোপুরি ত্যাজ্য করতে হচ্ছে না । তারা বোমা হামলার অছিলায় আফগানে আবারো পদার্পণ করবে না হয় বলবে ইসলামিক স্টেট খোরাসানের জঙ্গিদের আমাদের হাতে তুলে দাও।
পাঠক , খুব কষ্টকর স্বজন হারানোর ব্যাথা । ১১৩ টি পরিবার তাদের আপনজন হারিয়েছে এই বোমা হামলায় । তাদের সান্ত্বনা দেবার ভাষা নেই । আরবরা আসলেই পশু ।
আপডেট চলবে ।

##আইএস-কে গোষ্ঠীর জন্ম ২০১৫ সালের জানুয়ারি মাসে।
এর মূল ঘাঁটি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে।
পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকাটি মাদক ও মানুষ পাচারের জন্য কুখ্যাত।
এর সদস্যরা মূলত আফগান ও পাকিস্তানী জিহাদি। আফগান তালেবান থেকে দলত্যাগী অনেকেই আইএস-কে‌'তে যোগ দিয়েছে।আফগানিস্তানের সাবেক সরকারের হাতে পর্যুদস্ত হওয়ার আগে এক সময় এই সংগঠনের যোদ্ধার সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। সাংঘাতিক ডাকাত মার্কা চেহারা ।
গেটি

## এই মুহূর্তে মোট মৃত্যু সংখ্যা ১৭০ ছাড়িয়েছে । ২০০ র বেশি আহত ।


তালেবান সদস্যরা কাবুল এয়ারপোর্ট গেট থেকে এই কথিত আই এস এর সন্ত্রাসীদের আটক করেছে । এ পি





## বিদেশী রাষ্ট্রগুলো তালিবানদের নিস্ক্রিয়তাকে দোষারোপ করেছে যে তারা নিরাপত্তা কি জিনিষ বোঝে না ।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আফগানিস্তানের জনগণের ভাগ্যে যে কি আছে এটা অনুমান করাও দুষ্কর হয়ে যাচ্ছে। বাইডেন সাহেব কঠিন চাপে আছেন। তবে নতুন করে আফগানিস্তানে দীর্ঘমেয়াদি কোন আক্রমনে যুক্তরাষ্ট্র মনে হয় যাবে না। হাল্কা পাতলা আক্রমন কিছু হতে পারে। আরেকটা ব্যাপার হোল আইএস এবং তালেবান কেউই যুক্তরাষ্ট্রের পক্ষের দল না। অ্যামেরিকার উচিত হবে কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করা। নিজেরা বেশী জড়াতে গেলে আফগানিস্তানে বিশেষ লাভ হবে বলে মনে হয় না।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: ন্যাটোর অন্য রাষ্ট্রগুলো বেশ ক্ষেপে গেছে । একটা কিছু হবে ।

২| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৪

নতুন বলেছেন: যার বোমা মেরে মানুষ হত্যা করে তারা কিভাবে ধর্মের কথা বলে? আর তারা করা যারা তাদের সমর্থন করে?

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: ধর্ম , বোমা , খুন সব একাকার হয়ে গেছে ।

৩| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৯

uzzalhosain বলেছেন: যুক্তরাষ্টের সাথে তালেবানের বিরোধ তৈরীর জন্য কোনো পহ্ম এ হামলা চালাতে পারে । যাতে যুক্তরাষ্ট ও তার মিএদেশ গুলো যাতে তালেবানের উপর হ্মিপ্ত হয় । এতে অপর পহ্মের লাভ হবে

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৯

শাহ আজিজ বলেছেন: মাল্টি পার্টি ইনভল্বড । কদিন বাদেই জানা যাবে কারা এদের পেছনের শক্তি ।

৪| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৮

কসমিক রোহান বলেছেন: টুইন টাওয়ারের ঘটনার মতো এটাও আমেরিকার পাতানো বলে মনে হচ্ছে

২৭ শে আগস্ট, ২০২১ রাত ৯:৪৪

শাহ আজিজ বলেছেন: আমেরিকা জানত কারা এই হামলা করতে পারে । এর থেকে আমেরিকা ভবিষ্যৎ ফায়দা ওঠাবে ।

৫| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫২

স্প্যানকড বলেছেন: ভেজাল লাগাইয়া দিছে !

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:০১

শাহ আজিজ বলেছেন: তালেবানের মাথার খুপ্রির মধ্যে কিছু নাই । গাজা চাষ আর রাষ্ট্র পরিচালনা এক নয় ।

৬| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩২

কামাল১৮ বলেছেন: যারা বোমা মেরেছে তারা মানুষ না।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৫

শাহ আজিজ বলেছেন: পশুর কিছু আচারাদি আছে , আই এস ফেল পশুদের কাছে ।

৭| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩৭

কামাল১৮ বলেছেন: @ কসমিক রোহান, ঠিকই ধরেছেন,তালেবান আইএস আমেরিকার পাতানো খেল।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৭

শাহ আজিজ বলেছেন: যারা ২০ বছর রাষ্ট্র পরিচালনার ব্যাক বোন তাদের রাতারাতি ভাগিয়ে দিলে কর্ম সিদ্ধ হবে না । আমেরিকার সাহায্য লাগবেই লাগবে ।

৮| ২৮ শে আগস্ট, ২০২১ ভোর ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



বাইডেনের দরকার ছিলো, কাবুল প্রদেশ ও নানগারার প্রদেশ নিয়ে আফগানদের রক্ষার জন্য ১টা নতুন দেশ করা

২৮ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪০

শাহ আজিজ বলেছেন: এমনিতেই তৈরি হয়ে যাবে । আফগানিস্তানের গোত্রভিত্তিক পরিস্থিতি ভাল না ।

২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৪

শাহ আজিজ বলেছেন: মনুষ্যবিহীন বিমান হামলা হয়েছে কাল রাতে , নানগড়হর এলাকায় । ক্ষয়ক্ষতি কিছুই জানা যায়নি ।

৯| ২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:২৮

রানার ব্লগ বলেছেন: কেবল শুরু তালেবানী রস্ট্রের কারিশমা, অপেক্ষা করুন আরো আসিতেছে।

ইস যদি পারতাম আমাদের দেশের কিছু উল্লুক গুলারে ওই বোমা হামলার মাঝে ফেলে দিতে। দেশ ও জাতির অনেক বড় উপকার হতো।

২৮ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪২

শাহ আজিজ বলেছেন: :P =p~ =p~ =p~ =p~

আজ চটকদার খবর হচ্ছে তালেবান বলছে হাক্কানি নেটওয়ার্ক তালেবানের অংশ নয় । হাক্কানিকে কাবুল শহরের দায়িত্ব দেয়া হয়েছিল । নতুন পোস্ট দেখুন ।

পাহাড়ের মধ্যে খাবারদাবারহীন কদিন থাকলে কইব এ ভাই কিছু পান্তা চাই ।

১০| ২৮ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪২

জুন বলেছেন: আমেরিকার সৈন্যরা নাকি তালেবানদের হাতে নাম ধাম ফোন নং সহ একটা লিষ্ট ধরিয়ে দিয়েছে যে এই সব আফগানরা তাদের গত বিশ বছর ধরে সাহায্য করেছে তাদের যেন এয়ারপোর্টে ঢুকতে কোন বাধা না দেয়া হয়।
আমেরিকার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নইলে এই কাজ কেউ করে!!
এরকম মাইনকার চিপায় তারা মনে হয় খুব কমই পরেছে। নিজ দেশ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশও তাদের কার্যকলাপে হতবাক ।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: এই যে আত্মঘাতী বোমা হামলা এটাও আমেরিকার প্লট । এখনো সাবধান করা হচ্ছে বোমা ফাটার তাও ওদের প্লট । একটা যুদ্ধ লাগিয়ে তা থেকে স্বার্থউদ্ধার আমেরিকার প্রধান লক্ষ্য । এই বিশ বছরের ৮০ বিলিয়ন ডলার জলে গেছে । কোন লাভ আসার রাস্তা দেখিনা । হ্যা আফগান ভারসাস আফগান লাগিয়ে দিয়ে খনিজ সম্পদ দখল করলে অনেক টাকা আসবে । কিন্তু এই আফগান জাতি বড্ড নিষ্ঠুর ।

১১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:২২

জুন বলেছেন: তবে একটা কথা কি শাহ আজিজ ইতিহাস বলে এই দুধর্ষ আফগান জাতিকে কোন দেশ তাদের পদানত করতে পারে নি। এখন আম্রিকা যদি তাদের মাঝে কোন কোন্দল লাগিয়ে ফায়দা লুটে এটাই দেখার বিষয় । তবে চীন আর রাশিয়া তাহতে দেবে না বলেই আমার বিশ্বাস। চীন আর রাশিয়া তো আফগানিস্তানের প্রতিবেশি , এখন হাজার হাজার মাইল দূর থেকে এসে আমেরিকা কি করতে পারে দুই পরাশক্তির বিরুদ্ধে এটাই দেখার বিষয় ।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৮

শাহ আজিজ বলেছেন: ৯০ এর শেষ বা ৯১এর শুরুতে ইরাক আক্রমন করেছিল বুশ । শুধু লং রেঞ্জ মিসাইল দিয়ে কাত করে ফেলল সাদ্দামকে । চীন এবং রাশিয়া প্রতিবেশী হলেও আমেরিকা যে নিত্য নতুন প্রযুক্তি সৃষ্টি করে তার প্রয়োগ ওদের নেই , আমেরিকার আছে । এবার দ্রোণ শক্তি হবে মুল খেলা , মনে হচ্ছে । আস্তে ধীরে তা চীনের শিঞ্চিয়াঙ্গে মুসলিম উদ্ধারে ছড়াবে তালেবানের কট্টর অংশটিকে । রোড অ্যান্ড বেল্ট প্রকল্প নস্যাতের উদ্দেশ্য এর পেছনে কাজ করছে । এবার আমরা আমেরিকার গ্র্যান্ড ফিনালে দেখব আর আরবের শেখরা শ শ দ্রোণ অর্ডার করবে । আফগানদের বিভক্তি নিয়েই আমেরিকার এ খেলা। আমেরিকা লাভ ওঠাবে কোথা থেকে সে হিসাব আমেরিকার আছে । আফগানিস্তানের বিপুল খনিজ আরেক সম্পদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.