নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধ চলাকালীন ভাইভা বোর্ড

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩০

লেখা , ছবি সংগৃহীত


.
কোন স্কুল, কলেজের ভাইভা বোর্ড না এটি। এ ভাইভা বোর্ড ছিলো ভয়ংকর নির্যাতনের দলিল। যেখানে একবার গেলে বেশীরভাগ মুক্তিযোদ্ধার শেষ গন্তব্য হতো শহীদ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া । যারা ফিরে আসতে পেরেছেন তাঁরাই কেবল বলেছেন এই ভাইভা বোর্ড কতোটা ভয়ংকর এবং পৈশাচিক!
.
পাকিস্তানী হানাদার ও রাজাকারেরা মুক্তিযোদ্ধাদের ধরে এনে ভাইভা বোর্ড নামে এমন অজস্র কুঠুরির মধ্যে তুলে এলে মুক্তিযোদ্ধাদের গোপন তথ্য জানতে জিজ্ঞাসাবাদের নামে চালাতো ভয়ংকর, পৈশাচিক, নির্মম নির্যাতন। প্রতিটি নির্যাতনের কৌশলের জন্য ছিলো ভিন্ন ভিন্ন যন্ত্রপাতির ব্যবহার। টর্চার করার সময় এগুলো এক একটি নিযার্তনের কৌশল হিসেবে এক এক কাজে লাগতো।
.
ছবির বড় হাতুড়ি ব্যবহার হতো মুক্তিযোদ্ধাদের হাত পায়ের গিরার হাড় ভাঙ্গার জন্য, চিমটা ব্যবহার হতো নখ টেনে উঠিয়ে নির্যাতনের জন্য, কাটিং প্লাস ব্যবহার হতো আঙ্গুল কাটার জন্য, কাঁচি ব্যবহার হতো মানব দেহের পাতলা চামড়া কাটার জন্য, প্লাস ব্যবহার হতো দাঁত উঠানোর জন্য। স্ক্রু ড্রাইভার ও বড় আংটা ওয়ালা সূচটি ব্যবহার হতো‌ চোখ উঠানো, নখের ভিতরে দিয়ে নখ ভেঙে ফেলা আর সংবেদনশীল অঙ্গে ফোটানোর জন্য। এছাড়া শরীরে আলপিন ফোটানো হতো।
.
হানাদার ও রাজাকারদের টর্চার সেল ছিলো এমনই ভয়ংকর। এতো নিষ্ঠুর নির্যাতনের পর ও মুখ খুলতেন না মুক্তিযোদ্ধারা। প্রয়োজনে নিজের উপর দিয়ে হোক শত নির্যাতন, অত্যাচার করতে করতে পিষে ফেলা হোক তবুও মুখ খোলা যাবেনা; প্রকাশ করা যাবেনা মুক্তিযোদ্ধাদের গোপন একটি তথ্য ও। মুক্তিযোদ্ধারা অস্বীকার করতে নির্যাতনের সীমা ছাড়াতো কয়েকগুণ।
.
যারা সেই ভাইভা বোর্ড থেকে ভাগ্যক্রমে ফিরে এসেছেন কেবল তাঁরাই জানেন ভাইভা বোর্ড নামের একটি কক্ষ কতোটা তান্ডবলীলা চালাতে পারে তারা।
.
ভাইভা বোর্ড থেকে ভাগ্যক্রমে ফিরে আসা ক্র্যাকপ্লাটুনের মুক্তিযোদ্ধা আবুল বারাক আলভী ও লিনু বিল্লাহ আমাকে বলেছিলেন ভাইভা বোর্ড কতোটা ভয়ংকর।
.
ছবি- খুলনার গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে আছে এই ভাইবা বোর্ডের নির্যাতন ও পৈশাচিকতার নমুনাটি।
----------------------------------------------------------------------------
আবুল বারাক আলভি আমাদের ছাপচিত্র বিভাগের শিক্ষক ছিলেন । ছাত্র অবস্থায় একদিন সরাসরি জিজ্ঞাসা করলাম । ডিপার্টমেন্টের বারান্দায় দাড়িয়ে তিনি আমায় বলেছিলেন সেই নির্মম কাহিনী । সেলে থাকা অবস্থায় আই ডি কার্ড থেকে আলভী নামটা নখ দিয়ে খুচিয়ে উঠিয়ে ফেললেন । কারন পাক হানাদাররা তাকে আলভী নামেই ডাকছিল । প্রথম দফার মারধোরের পর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের সময় আলভী বললেন আপনারা ভুল করছেন , আমি আলভী নই , তারা প্রমান চাইল , স্যার আই ডি বের করে দিলেন । ব্যাস স্যার ছাড়া পেয়ে গেলেন । লিনু ভাইয়ের সাথে এতো জানা শোনা কিন্তু ভুলেও কখনো পাকিদের নির্যাতন কাহিনী বলেননি ।

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

কামাল১৮ বলেছেন: আমার এক ঘনিষ্ঠ বন্ধু ,তাকে পাক আর্মি তুলে নিয়ে যায়।সে আসলে মুক্তি যোদ্ধা ছিল না।স্বাধীনতার পর ছাড়া পায়।তার কাছে নির্যাতনের অনেক কথা শুনেছি।আমি অনেক দিন ধরা পরতে পরতে বেঁচে গেছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

শাহ আজিজ বলেছেন: যাক বেচে গেছেন । এতো অত্যাচার হত্যার পরও পাকিস্তান প্রিয় দেশ । আমি আজতক পারিনি পাক ক্রিকেটকে সমর্থন দিতে । তালেবানকে ব্যাক দিয়ে পাকিস্তান এবার শীর্ষ সন্ত্রাসী হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে । এই সুত্রে পাকিস্তান ভাগ হয়ে যাবে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

শাহ আজিজ বলেছেন: চাদ্গাজি ৩ নম্বরে আপনাকে কিছু জিজ্ঞাসা করেছেন ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



আমার ঘনিষ্ট বন্ধু ও ক্লাশমেটকে জিজ্ঞাসানবাদ করার পর ট্যাংকের নীচে চাপা দিয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: আহা , কি নির্মম ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



@কামাল১৮,
আপনি কোন সেক্টরে ছিলেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: নিচে কামাল সাহেবের উত্তর ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুনেছি এতো নির্যাতনের পরেও অনেকে মুক্তিযোদ্ধাদের নাম বলতো না।

দুঃখজনক ব্যাপার হোল এই স্বাধীন দেশেও শুনেছি এগুলি ব্যবহার করা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: আরও কিছু করা হয় যা অজান্তে থেকে যায় ।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫০

জ্যাকেল বলেছেন:
এখন যে অবস্থা চলছে সেটা শুধুমাত্র নর্থ কোরিয়া থেকে কম বলাযায়। আর ভাইবা বোর্ডের উপরে কিছু থাকলে সেইট নিশ্চয় বর্তমান সরকার চালাচ্ছে। আমাদের এলাকা দেশের সবচে শান্তিপুর্ণ এলাকার মধ্যে একটা অথচ এখানেও লীগের ভয়ে মানুষ তটস্থ থাকে।
(শেখের বেটি'কে দোষ দিচ্ছি না, এইসব উনার চাটুকের এর অধস্থন চেলা চামুন্ডের কির্তী)

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩

শাহ আজিজ বলেছেন: খুব দুঃখ হয় যে টাকা পয়সা নেবার ছলে রিমান্ডে নেয়া হয় ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০০

মাস্টারদা বলেছেন: যারা আছেন সেই সময়ের সাক্ষী হয়ে...কোনোভাবেই অবদান আছে..(যেমন- বন্ধু হারিয়েছে) "তোমাদের (আপনাদের) এই ঋণ কোনো দিন শোধ হবে না।"

জনাব লিলু বিল্লাহ কেন বলেননি?
আর নির্যাতনের সে কথা বিস্তারিত শুনতে চাই। এসব নতুন/পুরাতন সব প্রজন্মের বিস্তারিত জানা দরকার। বিপদে শিরদাড়া শক্ত কিভাবে করতে হয় তা তো শিখতে হবে। শিখতে হবে আমার স্বাধীন জন্মে কত ভিটে খালি হয়েছিল, কত নদী হয়েছিল লাল!
তবেই তো জন্মাবে শিষ্ঠাচার, জাতীয়তা বোধ, দেশপ্রেম।
পাঠ‍্য বইয়ের গদে ভরা গল্প থেকে মুক্তির এটাই উপায়।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: এরা অনেকেই একটা ট্রমায় ভোগেন । আমাদের সিনিয়র কার্টুনিস্ট নজরুল শাহনেয়াজ হলে পাকিদের গুলি খেয়েও ২৪ ঘণ্টা বেচে ছিলেন । নজরুল ভাই একদিন একান্তে গুলি খাওয়ার অনুভুতি বিস্তারিত বলেছিলেন আমাকে । তিনিও মার্চ মাস এলেই পাগল হয়ে যান । অনেকদিন দেখিনা তাকে । লিনু ভাইয়ের প্রসঙ্গ জানলে অবশ্যিই জিজ্ঞাসা করতাম । এখন বয়স হয়েছে , করোনা আমাদের বিচ্ছিন্ন করেছে তাই যোগাযোগ হয়না ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৮

কামাল১৮ বলেছেন: @ চাঁদগাজী, সারা বাংলাদেশ ছিল আমার যুদ্ধ ক্ষেত্র।আমরা ৩০/৪০ জন ৬৮ পূর্ব বালা পাকিস্তানের উপনিবেশ এই তত্ত্ব হাজির করি এবং কাজ শুরু করি।ঐ সময়ের আন্দোলনের সাথে যারা যুক্তছিলো সবাই জানে।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হাসপাতালে কর্তব্যরত অবস্থায় জেনেভা কনভেনশন ভঙ্গ করে আমার পিতার পরিবারের সদস্যকে হত্যা করে পাক হানাদার ও তার দোসররা। পুরা বাড়ি জ্বালিয়ে দিয়ে ভস্মীভূত করেছে আমার মায়ের পরিবারের সদস্যের। শৈশবের কারণে সেই সময়ে বুঝতে না পারলেও পরবর্তীতে আমি সব সময়েই অনুভব করতে পেরেছি আমার আত্মীয় স্বজনদের দীর্ঘশ্বাস আর মানসিক যন্ত্রনা। ২৫শে মার্চের রাতে এবং তৎপরবর্তী সময়ে এরা যে পরিমান গণহত্যা ও ধর্ষণ করেছে সেটা আমরা কিভাবে ভুলে যেতে পারি ? হয়তো এই সকল কারণে আজ পাকিস্তানি জাতিটিই চরম অভিশপ্ত - চরম অরাজকতা, দুর্নীতি, হত্যা, বোমাবাজিতে নিমজ্জিত একটি অকার্যকর রাষ্ট্র।

রিমান্ড বিষয়টাই চরম অমানবিক। আমাদের দেশে এই অমানবিক বিষয়টিকে অবলুপ্ত করা উচিত অবিলম্বেই। আমাদের দেশে গ্রেপ্তার, রিমান্ড, ক্রসফায়ারের ব্যবহার হয় যত না আইনশৃঙ্খলার রক্ষার জন্য তার চাইতে অধিক ব্যবহার করা হয় চাঁদাবাজির আর রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করার উদ্দেশ্যে। দুর্ভাগ্যক্রমে 'যে যায় লংকায় সেই হয় রাবনের' মতো সকল রাজনৈতিক দলই এর অপব্যবহার করে আসছে। আমি নিজেও লেজেহোমো এরশাদের সময়ে তার পেটোয়া বাহিনীর হাতে ৩ দিন গ্রেপ্তার ও চরম নির্যাতনের শিকার।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: এই একটা লোক , জানোয়ার দেশের রাজনৈতিক আচার আচরণকে বদলে দিয়ে কবরে শুয়ে আছে ।


আপনার পরিবারের উপর হামলার কথা পড়ে নিদারুন কষ্ট পেলাম ।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮

মাস্টারদা বলেছেন: এভাবে (ট্রমায় ভোগার বিষয়টি) ভেবে দেখিনি। সৃষ্টিকর্তা সবাইকে সহ‍্য করার আর সুবোধের সুযোগ দিন।

আউট লাইনার.."এই একটা লোক , জানোয়ার দেশের রাজনৈতিক আচার আচরণকে বদলে দিয়ে কবরে শুয়ে আছে।" এটা দিয়ে কী বুঝালেন? এমনিই মনে হল, ইতিহাসের কতটুকুই বা জানি?

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৪

শাহ আজিজ বলেছেন: হু মো এরশাদ ।।


ট্রমায় ভোগা মানুসগুলি কাজে কর্মে ব্যাস্ত থাকলে তাও কিছুটা রেহাই পেত । স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধাদের লিস্ট বানায় হা হা হা ।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৬

জগতারন বলেছেন:
১৯৭১ সালের মুক্তি যুদ্ধের হিড়িকের বছর আমার বয়স ছিল ১১ বছর।
ঐ বছর জুলাই বা আগষ্ট মাসে আমাকে আমাদের গ্রামের মুক্তি যোদ্ধারা
একবার গোয়েন্দা কাজে নিয়োজিত করিয়া কাছেই বন্দরে (টেকেরহাট)
রাজাকার ও পাকি আর্মি ক্যাম্পে পাঠাইয়াছিল।
সেইবার ধরা পরতে পরতে বেঁচে গিয়াছিলাম।
ধরা পরলে আর রক্ষা হতো না।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: আমাদের সবার কিছুনা কিছু অভিজ্ঞতা আছে ৭১ সালের মুক্তি সংগ্রামের সময় ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: সাবেক মন্ত্রী জাফর ইমাম বীর বিক্রম একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এখন উনি অসুস্থ দোয়া করবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০

শাহ আজিজ বলেছেন: বয়স্ক এই মুক্তিযোদ্ধার জন্য দোয়া ।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: এর চাইতেও ভয়াবহ নির্মম ভাইভা বোর্ড স্বাধীন বাংলাদেশে ফেইস করেছে একজন কিশোর মুক্তিযোদ্ধা.... ২০১৮ সনে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩২

শাহ আজিজ বলেছেন:

২০১৮র গল্পটা শুনতে চাই -------------------------

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব সবার মগজে বদ্ধমূল থাকা দরকার।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: আমাদের নেতাদের ভুল অপরিসীম , ক্ষমার অযোগ্য ।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: এই প্রজন্মের যেসকল প্রেতাত্মা গুলো পাকিস্থান শুলনেই আহা উহু করে তাদের সব গুলারে ধরে এই টর্চার সেলে পাঠানো উচিৎ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৯

শাহ আজিজ বলেছেন: সহমত

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




একটি যুদ্ধ মানুষের আর্থিক মানসিক পারিবারিক ক্ষতি সহ দেশকে লন্ডভন্ড উলোটপালট করে দেয়। আফসোস নতুন প্রজন্ম যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অজ্ঞ।

ব্লগে আজ আমার নতুন পোস্ট আছে পড়ার জন্য অনুরোধ রইলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

শাহ আজিজ বলেছেন: দেখেছি , পড়ব রাতে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.