নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্তাহিয়্যাতু এর পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভালো লাগবে, এবং পড়ার মনোযোগও বাড়বে।
আত্তাহিয়্যাতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া।
আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সাঃ) কথোপকথন একটা অংশ।
যা আমাদের মহানবী (সঃ) মেরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে। মহানবী (সাঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!
তাহলে কি বলেছিল,,,??
কারন, আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন, আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!
মহানবী (সাঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেনঃ
আত্তাহিইয়্যা-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু
অর্থঃ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।
উওরে মহান আল্লাহ বলেনঃ
আসসালা-মু'আলাইকা আইয়ুহান্নাবিয়্যু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।
অর্থঃ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।
এতে মহানবী (সাঃ) বলেনঃ
আসসালা-মু-আলাইনা ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।
অর্থঃ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।
মহান আল্লাহ এবং মহানবী (সাঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেনঃ
আশহাদু আল্লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।
৬৪ বছরে কত সালাত এভাবে না জেনেই পড়েছি জানিনা । সুরাগুলোর অর্থ জানি এবং একসময় টানা কুড়ি বছর কুরআনের বিষয়বস্তু বুঝতে চেষ্টা করেছি কিন্তু আত্তাহিয়াতু বাদে , আজ জানলাম এবং আশ্চর্য হলাম যে একটা ত্রি পক্ষীয় সংলাপ আমরা দোয়ার মধ্য দিয়ে উচ্চারন করে সালাত শেষ করি ।
২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
শাহ আজিজ বলেছেন: আমার মনে হল বিষয়টি লিখি এবং এর গভীরতা নিয়ে ভাবি ।
ধন্যবাদ আপনাকে ।
২| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন:
"True Islam - Salat Innovations"। True Islam - Salat Innovations। ২০১৭-০৩-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৪। “Reciting a prayer (called "At-Tahiyaat" or "Tashahud" during the Salat to commemorate Prophets Muhammad and Abraham and their families and friends! The Quran commands believers to dedicate their Salat and all worship practices to the name of God alone (6:162, 20:14). To praise or commemorate any other name during the Salat immediately invalidates the Salat and turns it into an act of shirk. Reciting a corrupt Shahada during Salat: God gave us the correct Shahada (Testimony) in the Quran (3:18). The Quranic Shahada is the one uttered by God Himself, the angels and all those endowed with knowledge. The corrupt innovation of adding the name of Muhammad to the Shahada is once again, an act of shirk. This corrupt Shahada is uttered during the Salat when the Quranic Shahada should be recited instead.”
২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
শাহ আজিজ বলেছেন: যারা এর হাকিকত জানেন তারা আলোচনায় আসলে ভাল হয় ।
৩| ২৪ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:৩৫
ঢাকার লোক বলেছেন: এটি একটি গল্প, এর তেমন কোনো সঠিক রেফারেন্স নেই, এ লিংকে দেখুন,
https://islamqa.info/en/answers/117604/tashahhud-originated-during-the-miraj
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , দেখব ।
৪| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৬
কামরুননাহার কলি বলেছেন: এই দোয়ার বিষয় আমিও জানতাম না মাত্র ১ বছর হলো জানলাম। তাও ভালো করে জানতাম না। আজ আপনার পোষ্টের সব বিস্তারিত লেখা আছে তাই আরো ভালো ভাবে জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। সব সময় সুস্থ, শান্তি এবং ভাল জীবন কাটুক।
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯
শাহ আজিজ বলেছেন: অনেক উপযুক্ত বিষয় আমরা আমলে নেই না । বরং ভুয়া হাদিস নিয়ে মাথা ফাটাই । আপনার সুস্থতা কামনা করছি ।
৫| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদিও জানা ছিল কিন্তু এভাবে পুরোপুরি অর্থসহ নয়। ধন্যবাদ ও কল্যান কামনা।
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মাইদুল
৬| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট
২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ছবি
৭| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আসলে এই হাদিসটা সঠিক এমন প্রমান পাওয়া যায় না। ঢাকার লোকের লিঙ্কটা দেখতে পারেন।
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১
শাহ আজিজ বলেছেন: আমি অনেক আগে থেকেই সহি ভুয়া এসব গন্য করা বাদ দিয়েছি । এটা বেশ যুক্তিসম্পন্ন ।
৮| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৭
স্প্যানকড বলেছেন: বেশ উপকারী পোস্ট । ভালো থাকবেন।
২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ স্প্যানকড
৯| ২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
ইমরান আশফাক বলেছেন: এটা সহি, মেরাজের রাতে বা সময়ে এটা ঘটেছিল। তৎকালিন মক্কার লোকেরা হেসেই উড়িয়ে দিয়েছিল এই ঘটনাকে। মাত্র গুটিকয়েক লোক এটি বিশ্বাস করেছিল যেহেতু মুহাম্মাদ (সা: ) কখনো মিথ্যা বলেন না। কাফেররা নবীজিকে পরীক্ষাস্বরুপ কয়েকটি প্রশ্ন করে সদত্তোর পেলেও ঈমান আনেনি।
আর মেরাজের রাতের পর থেকেই আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।
২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৯
শাহ আজিজ বলেছেন: হ্যা অনেক বিষয় আছে যার প্রতি অবিশ্বাসীরা আস্থা জ্ঞাপন করে না ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট (!)
প্রবাসে আজ সকালে উঠেই
আত্তাহিইয়্যা-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু
নিয়ে আপনার এমন সুন্দর বিশ্লেষণ মুলাক লিখাটি সত্যিই আমার খুব ভাল লাগলো।
আল্লা্ রাসুল (সঃ), ক্বোর'আন, সূরা, আয়া'আত, দো'আ, এবং ইসলাম ধর্ম নিয়ে
এমন বিশ্লেষণ মুলাক লিখা মৌলভী, মুফতি, মাওলানা, ক্বারী'দের
কাছ থেক দেশবাসীর (আমদের) প্রাপ্য ছিল কিন্তু
বর্তমান জামানায় তেমন পাওয়াই যায় না যাহা খুবই দুঃখজ্জনক।
আপনার মঙ্গল ও দীর্ঘ আয়ু কামন করছি।