নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই ঔষধটি 'এমোরিভির ২০০' নামে মঙ্গলবারই বাজারে এনেছে বলে বিবিসি জানতে পেরেছে।
এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বরাত দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, বুধবার নাগাদ তাদের তৈরি মলনুপিরাভির বাজারে চলে আসবে।
আর স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, তারা দু-তিনদিনের মধ্যেই ঔষধটি বাজারে নিয়ে আসতে পারবে।প্রতিটি পিলের দাম ৫০ থেকে ৭০ টাকা হতে পারে ।মোট ১০টি প্রতিষ্ঠান এই ঔষধটি প্রস্তুত ও বাজারজাত করার আবেদন করেছিল। বেক্সিমকো, স্কয়ার ও এসকেএফকে অনুমোদন দেয়া হয়েছে, বাকী সাতটি প্রতিষ্ঠানও অনুমোদনের অপেক্ষায় রয়েছে ।মলনুপিরাভির একটি ট্যাবলেট বা বড়ি। করোনাভাইরাসের চিকিৎসায় এই ঔষধটি দিনে দুইবার ঝুঁকিপূর্ণ রোগীদেরকে দেয়া হয়। মূলত এই ঔষধটি ফ্লু এর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল।
ক্লিনিক্যাল ট্রায়াল অনুযায়ী, এই ঔষধটি রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি অর্ধেক কমিয়ে দেয়।
করোনাভাইরাসের চিকিৎসায় এটাই প্রথম ঔষধ যেটি শিরায় প্রয়োগ নয় বরং মুখে সেবন করা হবে।
যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক, শার্প এন্ড ডোম (এমএসডি) এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকস-এর তৈরি করোনাভাইরাসের চিকিৎসায় এটিই মুখে খাওয়ার প্রথম ঔষধ।
যুক্তরাজ্য এরইমধ্যে ঔষধটির চার লাখ ৮০ হাজার কোর্স কিনতে সম্মত হয়েছে। আশা করা হচ্ছে যে, নভেম্বরেই এর প্রথম চালান আসবে।
যুক্তরাজ্যের জাতীয় গবেষণার আওতায় প্রাথমিকভাবে এই ঔষধটি টিকা নেয়া এবং না নেয়া-দুই ধরণের রোগীদেরকেই দেয়া হবে। তাদের থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণের পরই এই ঔষধটি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
রোগীর মধ্যে কোভিডের উপসর্গ দেখা দেয়ার পাঁচ দিনের মধ্যে ঔষধটি দেয়া গেলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।
নতুন এই চিকিৎসায় ভাইরাসের একটি নির্দিষ্ট এনজাইমকে লক্ষ্য করে কাজ করে। ওই এনজাইমটি ব্যবহার করে ভাইরাসটি নিজের মতো আরো ভাইরাস তৈরি করে সংখ্যা বৃদ্ধি করে।
এই ঔষধটি ভাইরাসটির জেনেটিক কোডে একটি ত্রুটি তৈরি করবে যা ভাইরাসটিকে বিভাজিত হতে বাধা দেয়। যার কারণে দেহে ভাইরাসের পরিমাণ কমে যায় এবং এর কারণেই রোগের তীব্রতাও কমে যায়।
মার্ক বলছে, এই চিকিৎসা পদ্ধতিটি ভাইরাসটির নতুন ভ্যারিয়ান্টের উপরও সমানভাবে কার্যকর হওয়ার কথা।
যুক্তরাজ্যের ঔষধ এবং স্বাস্থ্যসেবা সরঞ্জাম নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ জানায়, এই ট্যাবলেটটি সেসব রোগীদের ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে যাদের মৃদু থেকে মাঝারি উপসর্গ রয়েছে এবং কমপক্ষে একটি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যেমন স্থূলতা, বার্ধক্য, ডায়াবেটিস কিংবা হৃদরোগ।
সংস্থাটির প্রধান নির্বাহী জুন রাইন বলেন, "কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে এই ঔষধটি নতুন হাতিয়ার হিসেবে যোগ হল।"
তিনি বলেন, "এটি এই রোগের জন্য বিশ্বের প্রথম অনুমোদিত অ্যান্টি-ভাইরাল যা শিরায় না দিয়ে মুখে খাওয়া যেতে পারে।"
"এটি গুরুত্বপূর্ণ, কারণ এর মানে কোভিড-১৯ একটি গুরুতর পর্যায়ে যাওয়ার আগেই হাসপাতালের বাইরেই এর মাধ্যমে চিকিৎসা সম্ভব।"
বিবিসি /গেটি ইমেজ
০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
শাহ আজিজ বলেছেন: গত দুদিন আগে ১ জন , কাল ৬ জন , আজ এখন পাওয়া খবরে ৩ জন বলছে , সবই সরকারী হিসাব । ব্যাপকতা নেই বলে বিশ্ব মাধ্যমে খবর নেই ।
২| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৮
ফুয়াদের বাপ বলেছেন: প্রথমআলোর প্রথম পাতায় খবরটা দেখলাম একটু আগে। সুখবরই বটে। করোনা নামক মহামারি থেকে রক্ষা পাক পুরো পৃথিবী।
০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯
শাহ আজিজ বলেছেন: খবরটা একি সাথে ছাড়া হয়েছে বিধায় সবাই ছেপেছে । মৃত্যু সংখ্যা কম এবং সহজ প্রাপ্তি ঔষধ আমাদের মনে আরও কিছুদিন বেচে থাকার আশ্বাস দিচ্ছে ।
৩| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
সভ্য বলেছেন: ইনফরমেটিভ ইনফরমেশন, জানার দরকার ছিলো।
০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
৪| ০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: এটা মনে হয় করোনা হওয়ার পর খেতে হবে। ভালো খবর নিঃসন্দেহে।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৬
শাহ আজিজ বলেছেন: লক্ষন দেখা দিলে নিশ্চিত হয়ে খেতে হবে ৫ দিনের মধ্যে , যা বলছিলেন টি ভি টক শো তে ।
৫| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১২
জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে একটি ভালো আবিষ্কার। শুভ কামনা।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫০
শাহ আজিজ বলেছেন: বাকি কোম্পানিগুলো অনুমতি পেয়েছে , আমার কন্যা বলল তাদের রেনাটা অনুমতি পেয়েছে উৎপাদনের ।
বাংলাদেশের ঔষধ অধিদফতরের পরিচালক বললেন ভাল মন্দ বোঝা যাবে খাওয়ার পর , ২/৪ মাস , বছর পর । আমার বড় জন মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন ।
৬| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২১
নূর আলম হিরণ বলেছেন: দাম একটু বেশিই আপাতত। ৫০টাকা পিস। দৈনিক ৮ পিস করে ৫দিন খেতে হবে । বেক্সিমকোর মাধ্যমে বাজারজাত হবে।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৬
শাহ আজিজ বলেছেন: সব ওষুধ কি বেক্সিমকো হ্যান্ডেল করবে ?
৭| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২২
নেওয়াজ আলি বলেছেন: করোনার খাওয়ার ওষুধ টিকার বিকল্প নয়
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৭
শাহ আজিজ বলেছেন: হুম তা জানা গেছে ।
৮| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কি নিশ্চিত যে করোনা নির্মূল হবে না।ফ্লুর মতো থেকেই যাবে।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৯
শাহ আজিজ বলেছেন: প্রতিটা দিন আমাদের নতুন অভিজ্ঞতা অর্জনের । আগত দিন ছাড়া বলা যাবে না । তবে শুনছি এটা ফ্লুর মতই বিরক্ত করবে ।
৯| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:০৬
বিটপি বলেছেন: ওরাল মেডিসিন প্রথমে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত্র, তারপর লিভারে, তারপর ধমনীতে, তারপর হৃদপিন্ডে, তারপর শিরায়, তারপর ফুসফুসে যেতে বিরাট পথ পাড়ি দেবে - এতক্ষণ কি এর কার্যকারিতা থাকবে? এমন কোন ওষুধ আনা যায়না, যা নাক অথবা মুখের মাধ্যমে সরাসরি ফুস্ফুসে যাবে আর ভাইরাস ধ্বংস করবে?
১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৫
শাহ আজিজ বলেছেন: এই ওষুধটি কিভাবে অ্যাক্ট করে তা পড়িনি বা পাইনি । তবে এর টেস্ট ট্রায়াল আমেরিকাতে হয়েছে যা বিশ্বাসযোগ্য এবং আমেরিকান ড্রাগস অনুমতি দিয়েছে । আমি ডাক্তার না হলেও নিত্য আমায় অনেকগুলো ওষুধ খেতে হয় এবং তার ক্রিয়া প্রক্রিয়া জানতে চেষ্টা করি । কাল ওষুধ দফতরের কর্তা ব্যাক্তি সারেন্ডার করে বললেন সময় নেবে জানতে এর পার্শ্বপ্রতিক্রিয়া সন্মন্ধে ।
১০| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯
বাংলার এয়ানা বলেছেন: গতকাল সংবাদে দেখলাম লাল রং এর ক্যাপসুল আর এখন দেখি সাদা ট্যাবলেট ?
১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৬
শাহ আজিজ বলেছেন: আমিও তাই দেখলাম , মনে হয় রাষ্ট্র ও কোম্পানি ভেদে রঙ সাইজ আলাদা হবে ।
১১| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ২:৪০
সোহানী বলেছেন: ভালো একটি খবর।
১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৩
শাহ আজিজ বলেছেন: ওষুধের ব্যাবসায়ে পৃথিবী হবে লালে লাল
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
দেশে করোনার কি অবস্হা? বাংলাদেশের করোনা পরিস্হিতি নিয়ে এখন কোন সংবাদ নেই বিশ্ব সংবাদে।