নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সিক্স সেনসেস অফ বারোয়ারা

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪


রাজস্থানের ৭০০ বছরের পুরোনো এক রাজবাড়ি। আর সেই রাজবাড়ির নাম, সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা। এটি এখন বেশ নামীদামি একটা রিসোর্ট। আমিও জানলাম এই প্রথম ফোর্ট বারওয়ারার কথা । আবু রোড থেকে রাতের বাসে মরুভুমি পাড়ি দিয়েছিলাম ৮২ সালে । ঘুটঘুটে অন্ধকারে প্রায় ঘুমিয়েই ছিলাম । ভোরে আজমির পৌঁছালে প্রাতঃক্রিয়া সেরে আবার জয়পুরের দিকে বাস চলল । রাজস্থানে ঘোরার জায়গা অনেক কিন্তু আমাদের সীমিত বাজেটে তা সম্ভব না । এই রাজবাড়ির রিসোর্ট হয়ে ওঠা পত্রিকায় দেখে বেশ আগ্রহী হলাম ।
এর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি না করে সরাসরি সিক্স সেন্সেস অফ বারোয়ারা , রনথম্ভর জাতীয় উদ্যানের পাশেই এই দুর্গ যা এখন বৃহত্তম রিসোর্টে চলে যাই ।

রাজস্থানের বিখ্যাত রনথাম্ভোর জাতীয় উদ্যান থেকে এই দুর্গের দূরত্ব মাত্র ৩০ মিনিটের। দুর্গ না বলে এটিকে পুরোনো রাজবাড়ি বলা ভালো। যে রাজবাড়ি এখন বিলাসবহুল রিসোর্ট।

দুর্গ বা রাজবাড়ী





বর্তমানে এই রাজার বাড়িটি একটি বিলাসবহুল অভিজাত রিসোর্ট। এখানে রয়েছে ৪৮টি নতুন ডিজাইনের বেডরুম। তার ভেতর পাঁচটি রুমকে ফেলা হয়েছে বিশেষ ক্যাটাগরিতে। এই ঘরগুলো ভাড়া সবচেয়ে বেশি। এগুলো দেখতে প্রাচীন রাজবাড়ির ঘরের মতো। আয়তনে ৭৫৩ বর্গফুট (৭০ বর্গমিটার) থেকে ৩ হাজার ১৪ বর্গফুট (২৮০ বর্গমিটার)

দুর্গ-রিসর্টে রয়েছে দুটি সুইমিংপুল, কনভেনশন সেন্টার, বুটিক আর চিলড্রেনস ক্লাব। রিসোর্টের অতিথিদের রনথাম্ভোর জাতীয় উদ্যানে ঘুরিয়ে আনার ব্যবস্থাও আছে ।

প্রতিটি ঘর সাবেকি রাজস্থানি সাজে সজ্জিত। ঘরের সাজে প্রাচীনত্বের ছোঁয়া থাকলেও সব ব্যবস্থা অত্যাধুনিক। এই রিসোর্ট করা হয়েছে স্থানীয় ঐতিহ্য আর সংস্কৃতিকে সঙ্গী করে। স্যুটের প্রায় সবকিছুই সেখানকার হস্তশিল্পীদের হাতে তৈরি ।


সান্ধ্য আসর বসে এখানে এই উঠোনে ।

প্রায় ৪৮ টি স্যুট নিয়ে এই রিসোর্ট । দাম খুব বেশি । আমাদের দেশে বেশ কিছু স্থাপনা আছে যা আমরা টার্ন ইন টু রিসোর্ট করতে পারি । ঐতিহাসিক মূল্যবোধ বজায় রেখেই তা হতে পারে । ধন্যবাদ সময় দেবার জন্য ।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২১

ফুয়াদের বাপ বলেছেন: বাহ! ছবি সাথে সুন্দর বর্ননা। পড়তে পড়তে মনে হচ্ছে নিজেই ঘুরে দেখছি সব।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৩

শাহ আজিজ বলেছেন: ম্যালা টাকা লাগে তাই ছবি দেখেই তুষ্ট :#)

২| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

কবিতা পড়ার প্রহর বলেছেন: যেতে চাই।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৫২

শাহ আজিজ বলেছেন: ওদের একটা ওয়েব সাইট আছে । তাছাড়া রাজস্থানে ঘোরার মত অনেক স্পট আছে ।

৩| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের দেশের ঐতিহাসিক জায়গা গুলিকে রিসোর্ট বানাইতে গেলে আর জায়গা গুলাই থাকবে না। নতুন করে সব করতে গিয়ে পুরান জিনিষ ভেঙ্গে ফেলবে।

আহসান মঞ্জিল দেখেছেন? পিংক করে ফেলেছে! খুলনার ফুলতলায় রবিন্দ্রনাথের শশুরবাড়ি আজ থেকে ২০-২৫ বছর আগে ছিলো দেখার মত। এখন দেয়ালে প্লাস্টার করে পিংক কালার করে ফেলেছে। এভাবে পুরাতন প্রায় সব স্থাপনাই পিংক করে ফেলেছে।

শেষ যেবার ষাটগম্বুজ মসজিদ (বাগেরহাট) গিয়েছিলাম, তখনও একটা পুরাতন পিলার ছিলো। পুরাতনের সাথে নতুনের কোন মিল নাই। ১%ও মিল নাই!

আর এদের হাতে আপনি ছেড়ে দিতে চান রিসোর্ট বানানোর উদ্দেশ্যে? দুইদিন পর এরা............ থাক, না বলি।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১৭

শাহ আজিজ বলেছেন: নবাব বাড়ির একাংশ রিসোর্ট বানানো যায় , রাতে ভাবছিলাম , বুড়িগঙ্গার দুর্গন্ধ মনে আসতেই বাদ দিলাম :P


উপযুক্ত লোকেদের হাতে দিলে তা আরও উজ্জ্বল হবে । পিঙ্ক কালার নিয়ে একটাই প্রশ্ন আরও আইডিয়া যোগ করা যেত কিনা ।

৪| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: সব বাদ দ্যান। আগে আম্রে বলেন যে পিংক কালার ক্যান করতে হবে? পিংকই ক্যান? দুনিয়ায় কি কালারের অভাব পড়ছে? আহসান মঞ্জিলের মত জায়গা এখন লোলনি প্লানেটে দ্যা পিংক প‌্যালেস নামে পরিচিত!

পিংক :/ আর কিছু পায় নাই।

১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৪০

শাহ আজিজ বলেছেন: এরশাদের সময়ে আর্কিটেক্ট দের বুদ্ধিতেই মুঘলদের আভিজাত্য পিঙ্ক কালার ময়নামতি বৌদ্ধ বিহারেও লাগাইছে । আমরা নিজেদের বাঙ্গালী না মুগলাই পরোটা মনে করি । :`>

৫| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৭

জুল ভার্ন বলেছেন: নাম শুনেছি কিন্তু দেখার সুযোগ হয়নি।

১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

শাহ আজিজ বলেছেন: চলে যান এই শীতে ।

৬| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:




রাজস্হানের মানুষজনের অবস্হা কি রকম দেখেছিলেন ১৯৮২ সালে?

১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

শাহ আজিজ বলেছেন: দরিদ্র ।

৭| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!

একে বলে যথাযথ পরিকল্পনা ।
ইতিহাস, ঐতিহ্যকে সুচারুরুপে সমন্বয় করে সম সাময়িক বানিজ্যের শ্রেষ্ঠতর আয়োজন।

+++

১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: আমাদের এসব নেই । সোনারগাঁ কে ঘিরে কম করে হলেও একটা বিল্ডিঙে চেষ্টা করা যেত ।

৮| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পানাম নগরীর কিছু বাড়ী সংস্কার করা সম্ভব।যখনি দিল্লী গেছি গাড়ী ফ্রী ছিল রপ্তানী কারকের পক্ষ থেকে।ঘুরে বেড়িয়েছে মনের মতো।

১০ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৬

শাহ আজিজ বলেছেন: অনেক কিছুই সম্ভব । ভারতীয় মিস্তিরি আনতে হবে রিপেয়ার কাজে । আমি নিশ্চিত অনেক মানুষ এই ধরনের রিসোর্টে থাকতে চাইবেন ।

৯| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ২:২৩

সোহানী বলেছেন: কি যে দেখালেন এখনি যেতে ইচ্ছে হচ্ছে!!!

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

শাহ আজিজ বলেছেন: ---------------- আমারও---------------------------------

১০| ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০৭

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি । সঠিক পরিকল্পনার প্রতিফলন এইসব।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১১| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৩২

মরুর পথে বলেছেন: তেঁতুল দেখলে জিভে জল আসে
এমন ছবি দেখে মন যাবো যাবো
বলে আশায় ভাসে।

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮

শাহ আজিজ বলেছেন: চলে যান একদিন ---------------------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.