নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সাংহাই ডিজনিল্যান্ডে আচানক কোভিড টেস্ট

১২ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৩



গেল রবিবারে সাংহাই ডিজনিল্যান্ডে যথারীতি নগরবাসিরা এসেছেন বেড়াতে । বিকেলের দিকে চাপ একটু বেশি । জনতা খেলছে , বাচ্চারা খেলছে । হটাত প্রবেশ দ্বার বন্ধ হয়ে গেল । বেড়াতে আসা লোকেরা তখনো টের পায়নি কি হতে যাচ্ছে । কয়েকশ নার্স যন্ত্র পাতি নিয়ে বিবিধ জায়গায় টেস্ট স্পট বসিয়েছে । মাইকে ঘোষণা এল ডিজনিল্যান্ডে প্রবেশ এই মুহূর্তে বন্ধ , সবার সোপ টেস্ট হবে । শুরু হল কালেকশন । রাত ১১টায় শেষ হল টেস্ট কালেকশন প্রক্রিয়া । বাইরে সরকারের আয়োজনে ২০০ বাস অপেক্ষমান ছিল । তারা সাংহাইয়ের বিভিন্ন রুটে আগত ৩৪০০০ জনতাকে বাড়িতে পৌঁছে দিল ।


পরদিন টেস্ট রেজাল্ট দিল । ৩৪০০০ লোকের কারো মধ্যেই কোভিড পজিটিভ পাওয়া যায়নি , সবাই নেগেটিভ ।



শিনহুয়া

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


এটা দরকারী বিষয়, তবে পশ্চিমের লোকেরা এই ধরণের পদক্ষেপ মেনে নেবে না।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: চাইনিজ রা চুপচাপ মেনে নিয়েছে । আমি মনে করি অতিমারির সময়ে এরকম অ্যাকশনে জনতার এগিয়ে আসা উচিত । আমেরিকানরা কতটুকু ইনডিসিপ্লিন তা করোনা কালে বোঝা গেছে।

২| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:





সাম্প্রতিক বিশৃংখলাটার শুরু করে গেছে ট্রাম্প, জাতীয় ঐক্য কিছুটা বিনষ্ট করে দিয়েছে; কয়েকটি সমস্যা সামনে এসেছে:

(১) ক্যাপিটেলিজম ভয়ংকর লেভেলের মাঝে প্রবেশ করেছে, সামান্য কয়কটি ব্যবসা জাতির ফাইন্যান্সকে কুক্ষিগত করেছে (২) নতুন ইমিগ্রেন্টরা (এশিয়ান ও আফ্রিকান ) আমেরিকান সংস্কৃতিকে সন্মান করছে না (৩) আফ্রিকান আমেরিকনরা সৎভাবে দেশের জন্য ও নিজেদের পরিবারের জন্য কিছু করতে চাচ্ছে না (৪) রেসিসজম আবার জেগে উঠেছে।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১:০১

শাহ আজিজ বলেছেন: মাল্টিপল প্রব্লেম

৩| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:



বিশৃংখলার মাঝে কড়া পদক্ষেপও কাজ করেছে, মিলিটারীর টিকা প্রদান; তবে, "ওয়াক ইন", যার ইচ্ছা হয়, আস।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১:০০

শাহ আজিজ বলেছেন: চীনে মিলিটারি নয় পুলিশই যথেষ্ট বাধ্য করতে ।

৪| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব কিছু ভালয় ভালয় হয়েছে।আমাদের দেশে হলে সম্ভব হতো না।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১:০২

শাহ আজিজ বলেছেন: বসুন্ধরা বা নিউ মার্কেটে সম্ভব যথেষ্ট বসার ব্যাবস্থা রেখে ।

৫| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৪

সভ্য বলেছেন: মাঝে মাঝে এমন জরুরী পরীক্ষার দরকার আছে বৈকি, বাংলাদেশেও এমন কিছু করা যায় কিনা তা সরকার প্রধানকে হাইলাইট দিতে চাই, বিশেষ করে বাজারে, শপিং মলে। ইনফরমেশনের জন্ন ধন্নবাদ।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮

শাহ আজিজ বলেছেন: করা যাবে না কেন , নিশ্চয়ই যাবে , তবে ৩৪ হাজার নয় ৪ হাজার হতে পারে । কারন আমাদের অনেক ভৌত অবকাঠামো নেই যা ঘণ্টার উপর ঘণ্টা মানুষ আটকে রাখার জন্য দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.