নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়া ভীষণ অসুস্থ

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:২৮



সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ । তার যে কমপ্লিকেশন তা এদেশে সারানো সম্ভব না । আজ ফখরুলের আবেদন বড় বেশি হাহাকারে পূর্ণ ছিল । আইনি ব্যাখ্যায় অসুখ সারবে না । তাকে সুযোগ দেওয়া হোক দেশের বাইরে চিকিৎসা নেওয়ার । ঈশ্বর সবার মঙ্গল করুন ।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


ফখরুল ও বিএনপি'র রাখালেরা আগে "বাঘ আসিয়াছে, বাঘ আসিয়াছে" চীৎকার করে বেগম জিয়াকে বিপদে ফেলেছে।
বেগম জিয়ারও দরকার ছিলো ঘোষণা দিয়ে রাজনীতি থেকে বিদায় নেয়া; লংকা পুড়েছেন লেজের আগুনে, বসে বসে এখন আগুন পোহানোর কি দরকার ছিলো!

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: এসব আলাপ এখন না করাই উত্তম । তার অবস্থা আসলেই ভাল না ।

২| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৯

হাবিব ইমরান বলেছেন:
বাংলাদেশের রাজনীতি পঁচা আলুর মত। একবার পঁচন ধরলে আর ঠিক হয় না।
না হলে একেরপর এক নোংরা রাজনীতির প্রমাণ করতে হবে কেন? এ যেন প্রতিযোগিতা, কার থেকে কে বেশি নোংরামি করতে পারে তা দেখানোর প্রতিযোগিতা। এ জন্যই বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করি। ঘৃণা করি রাজনীতিবিদদের।

দেশের প্রতিটা নাগরিকেরই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। সে যেই হোক। এটা তার অধিকার। তারপর প্রথম শ্রেণির নাগরিক হিসেবে সম্মানের জায়গা থেকে উনি আরেকটু সুবিধা পেতেই পারেন।

আমরা কি শিখছি প্রতিনিয়ত? ছিঃ

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: সরকারের বক্তব্য ভয়াবহ রকমের অমানবিক ।

৩| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৫

মেহেদি_হাসান. বলেছেন: ওনার অবশ্যই চিকিৎসা পাওয়ার অধিকার আছে, ওনাকে বিদেশ যেতে দিচ্ছে না কেন?

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৪

শাহ আজিজ বলেছেন: এটা স্বয়ং ঈশ্বরও জানেন না ।

৪| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৩

ঢাবিয়ান বলেছেন: বিদেশে নিলেও হয়ত বাচঁবেন না , তবে পরিবারের সাহচর্যে যেন শেষ সময়টুকু থাকতে পারেন তার সুযোগ করে দেয়ার জন্যই বিদেশে যেতে দেয়া উচিত।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:১৬

শাহ আজিজ বলেছেন: টোটাল ফেইলুরের দিকে চলে গেছে তার অবস্থা । আমার মত ডায়াবেটিক রোগীকে বোঝাতে হবে না অরগান ফেইলিউর কি জিনিশ ।

৫| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিলে আওয়ামীলীগের ভালো ছাড়া খারাপ কিছু হবে না।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০৬

শাহ আজিজ বলেছেন: ওরা গো ধরেছে দেবে না , ব্যাস । ইউ পি নির্বাচনে লীগের তছনছ অবস্থা ।

৬| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৫

জ্যাকেল বলেছেন: যাইহোক, উনাকে নিয়ে আপনি ব্লগে পোস্ট দিলেন। মহিলার রাজনীতিতে না আসা ভাল ছিল, এইদেশের মেরুদন্ডহীন রাজনীতিবিদদের কারণে দুই বেগম সমস্যা।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: এই বিষয় আমরা আগা গোঁড়া জানি সব । আমি একজন মানুষের জন্য পোস্ট দিয়েছি ।

৭| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২১

জ্যাকেল বলেছেন: এই সময় শেখ হাসিনা যদি উনাকে বাইরে নিয়ে চিকিৎসা দিতেন, দেশের মানুষের কাছে উনার গ্রহণযোগ্যতা তৈরি হইত। বর্তমানে উনাকে অধিকাংশ মানুষ টাইরেনি বইলাই জ্ঞান করে। এইটা যতটা না খালেদা জিয়ার চিকিৎসা তার চেয়ে শেখ হাসিনার জইন্য সুযোগ ছিল। মনে হয় না এই সেন্স উনার আছে/কেউ দিচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৬

শাহ আজিজ বলেছেন: হাসিনার নেয়ার দরকার নেই , তাদের যথেষ্ট সোর্স আছে , টাকা আছে ।

৮| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



উনাকে সরকারী খরচে উনার পছন্দের দেশে পাঠিয়ে চিকিৎসা দিলে, শেখ হাসিনার োানেক বদনাম কমে আসতো।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৭

শাহ আজিজ বলেছেন: সুনাম আর বদনামের তফাত বুঝলেতো ।

৯| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৪৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এ দেশের কোটি কোটি লোক চিকিৎসার জন্য বিদেশে যায় না।আইনি সমস্যাটা কি।আপনি কিছু জানেন।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৪

শাহ আজিজ বলেছেন: স্পষ্ট নয় সরকারের কথাবার্তা । খালেদা দেশে মারা গেলে অস্থিরতা বাড়বে ।

১০| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৫

নূর আলম হিরণ বলেছেন: উনার রাখাল বালকরা যতই বলুক তারা তাদের দেশ মাতার জন্য অনেক কিছু করেছেন। সরকারের কারনে তারা ব্যর্থ হচ্ছে। আসলে তারা বেগম জিয়ার জন্য তেমন কোনো চেষ্টাও করেনি। চেষ্টা করলেই ব্যর্থ হওয়ার প্রশ্ন আসে। বেগম জিয়াকে নিয়ে তারা রাজনীতি করেছে। বেগম জিয়া যদি আত্মজীবনী লিখার মত কিছু একটা লিখতো তাহলে অনেক না জানা কথা জানা যেত। উনার ছেলেরাও উনার জন্য তেমন কিছু করছে বলে মনে হয়না।

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫৯

শাহ আজিজ বলেছেন: সবাই একযোগে খালেদার মৃত্যু চাইছে ।

১১| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৭

স্প্যানকড বলেছেন: সুস্থতা কামনা করছি । সময় আসলে বড্ড হারামি ! আপনিও ভালো থাকবেন।

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ২:০০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল আছি ।

১২| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৮

নেওয়াজ আলি বলেছেন: অপেক্ষা রাত শেষে সকালের। সুখের পর দুঃখ , দু:খের পর সুখ তখন হয়তো খালেদা জিয়া থাকবে না।

১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: আমরাও তাই মনে করি ।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৯

ঢাবিয়ান বলেছেন: অনেকেই বিষয়টার সাথে রাজনীতি খুজে বেড়াচ্ছে। অথচ বিষয়টা মৌলিক অধিকারের। অর্গান ফেউলর হয়ে জীবন মৃতূর সন্ধিখানে থাকা কোন মানুষের চিকিতসা উন্নত বিশ্বেও নাই। এখন উনাকে বিদেশে নেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার পরিবারের কাছে যাওয়া যেটা যে কোন মানুষের মৌলিক অধিকার।

১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই । বেশ আগে থেকেই তারা বিদেশ নিতে চেয়েছিলেন কিন্তু সরকার কোন আগ্রহ দেখায়নি ।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আইনি ব্যাখ্যা তার জন্য যতটুকু কঠোর আরো অনেকের ক্ষেত্রে সেটা মানা হয়েছে কি ? শিকদারের ছেলেগুলো এয়ার এম্বুলেন্স করে বিদেশে চলে গেলো, তাদের শারীরিক অবস্থা খুব মারাত্মক ছিল কি ?

খালেদা জিয়ার শাসনামলে ভুলভ্রান্তি আছে বটে, কিন্তু একথাও মনে রাখতে হবে যে দেশকে লেজেহোমো এরশাদের মতো একটি চরম নীতিবর্জিত, দুর্নীতিবাজ ও লম্পট স্বৈরাচার উৎখাতের তার অশেষ অবদান ছিল। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে তার এই জীবনসন্ধিক্ষনে তার প্রিয়জনের সাথে বিদেশে শেষ সময় কাটানোর অধিকার তার অবশ্যই আছে - সেখানে চিকিৎসায় সফলতা আসুক বা না আসুক না কেন।

১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৮

শাহ আজিজ বলেছেন: তথাস্ত

১৫| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫১

নতুন বলেছেন: দেশে মানুষের সবাধুনিক চিকিতসার ব্যবস্থা নাই। চেস্টাও কখনো খালেদা,হাসিনা করেনাই। এটা তাদের বোঝা দরকার।

চিকিতসার জন্য দরকার হলে আইনের দোহাই দিয়ে একজনকে আটকে রাখার দরকার নাই। সবার আগে মানুষের জীবন তারপরে অন্য সবকিছু।

১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৯

শাহ আজিজ বলেছেন: সরকার ব্যাপারটা পেচিয়ে ফেলেছে ।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আইন ফাইন যা-ই দেখানো হোক, দেশের সর্বময় ক্ষমতা কার হাতে, সে জানা-ই। দিন সবার একরকম যায় না। দেশে-বিদেশে যেখানেই হোক, মানবিক কারণে হলেও চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নিজের স্বাধীনতাটুকু দেওয়া উচিৎ।

১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: প্যারোল শব্দটি এরা ভুলে গেছে । এখন যা চলছে নিতান্তই আক্রোশ এবং প্রতিশোধ ।

১৭| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়...

১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১১

শাহ আজিজ বলেছেন: সহমত

১৮| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১২

নগরবালক বলেছেন: উনি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে একটা বিশ্বমানের হাসপাতাল্ প্রতিস্টহা করলে অথবা দেশের কোন একটা মেডিকেলকে বিশ্বমানের করে গড়ে তুললে আজকে উনার বিদেশ যাবার জন্য কান্না কাটি করতে হতো না।
দেশের অনেক মানুষই নূন্যতম চিকিৎসার অভাবে মারা যায়। আমার তাদের জন্য কান্না পায় , এদের জন্য নয়।

১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৬

শাহ আজিজ বলেছেন: বিশ্ব মানের মেডিকেল বাংলাদেশে ? ডাক্তাররা এখন ক্যাডার । এক দুজন যারা ভাল করছেন তাদেরও ছুটাইয়া আইনা মন্ত্রী বানাইতাছে ।

১৯| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৩

নগরবালক বলেছেন: এর দায়ভারও তাদেরই নিতে হবে। উনার টাকা আছে ক্ষমতা আছে তাই বিদেশ যাবার জন্য কান্নাকাটি করতে পারেন, ডাক্তাররা এখন ক্যাডার , কি কারনে ক্যাডার? গত চল্লিশ বছরে উনাদের কৃতকর্মের ফল এই ক্যাডার। রাজা আসে রাজা যায় কিন্তু জনগনের ভাগ্য কি বদলায়? দেশটাকে নরক বানাইয়া নিজে বিদেশের ফুলবাগানে মরতে চায়। উনার মন দুই হাত দুই পা ওয়ালা অনেক মানুষ দেশে বিনা চিকিতসায় মারা যায়। মরলে দেশের মাটিতেই মরুক। উনি অনেক বড় দেশপ্রেমিক। তাকে দেশের মাটিতে মরতে দেয়া হোক। ১৭ কোটি মানুষের কস্টের কিছুটা সাথে নিইয়ে যাক। প্রত্যেক রাজনিতীবিদের বিদেশে মরা নিশিদ্ধ করা উচিত। (বানান ভূল কারন গাড়ী তে বসে মোবাইলে লিখছি। ঠিক করা সময় পাচ্ছি না )

১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪০

শাহ আজিজ বলেছেন: প্রত্যেক রাজনিতীবিদের বিদেশে মরা নিশিদ্ধ করা উচিত।


আইন করা উচিত রাষ্ট্র পরিচালনাকারিরা বিদেশে চিকিৎসা নিতে যাবেন না ।

২০| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:০৬

মিরোরডডল বলেছেন:



মানবিকতার দৃষ্টিকোণ থেকে এ অবস্থায় ওনাকে অবশ্যই পরিবারের কাছে পাঠানোর ইমিডিয়েট ব্যবস্থা নেয়া উচিৎ ।

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি ।

২১| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৬

জগতারন বলেছেন:
যতক্ষন না খালেদা জিয়া ঘোষনা দিবে
যে সে রাজনিতি থেকে অবসর নিয়েছে
ততক্ষণ তাকে বিদেশে যেতে দেওয়া যাবে না
কারন এই মূর্খ মহিলা অন্যের প্ররোচনাপ্রাপ্ত
হয়ে ষঢ়যন্ত্রে লিপ্ত হবে যা দেশের জন্য বিপদজ্জনক।

১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:১৩

শাহ আজিজ বলেছেন: বি এন পি তলে তলে একটা অস্থিতিশীল পরিস্থিতির আশা করছিল ।

২২| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে অবশ্যই তার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা উচিত।

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: দ্বিতীয়ত তার অপরাধ গুরুতর ধরনের কিছু নয় যে তাকে প্যারলে মুক্তি দেওয়া যাবেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.