নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওমিক্রন অ্যাকশনে এবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার । ওদিকে বানিজ্য মেলা , বি পি এল , বইমেলা স্বাস্থ্যবিধি মেনে চলবে । একটু গোলমেলে মনে হচ্ছে । আজ সংক্রমণ এগারো হাজারের বেশি । সরকার বাকি গুলোও বন্ধ করবে ঘা গুঁতো খাওয়ার পর । ফেব্রুয়ারির ৬ তারিখ পর্যন্ত এই আদেশ বলবত থাকবে । প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে । গতকাল একটি বিদেশী মাধ্যমে কেউ একজন বলছিলেন বাংলাদেশে পিক আসবে ফেব্রুয়ারিতে এবং মার্চের শুরুতে ভাইরাস দুর্বল হবে ।
সে যাই হোক ভাল থাকবেন , নো রিস্ক , মাস্ক পইরেন ভাই ।
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮
শাহ আজিজ বলেছেন: ওখানে মানুষের শাসন , এখানে অমানুষের -----------------------------
২| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৩
অপু তানভীর বলেছেন: স্কুল বন্ধ করে মেলা খোলা রাখার সায়েন্সটা আজও বুঝলাম না । গত বছর ঠিক এই কাজ হয়েছে এই বছরও একই ভাবে একই পথে হাটছে । অন্যেরা ভুল থেকে শিক্ষা নেয় আর আমাদের সরকার ....
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: এদের ব্রেন ওয়াশ হয়ে বুড়িগঙ্গায় ,
৩| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: স্কুলে ক্লাস চলছিল সপ্তাহে এক দিন বা দুই দিন বড়জোর। সেটাকে বন্ধ করে তেমন কি লাভ হবে যদি বাকি মেলা, খেলা খোলা থাকে।
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: প্রশ্নতো ওটাই । বি পি এলের খেলোয়াড়দের করোনা ধরা পড়েছে ।
৪| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৪
জুল ভার্ন বলেছেন: "যত পড়ে তত জানে"- অতএব শিক্ষা অর্জন বন্ধ।
২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২১
শাহ আজিজ বলেছেন: পি সির পাশাপাশি বি টি ভিতেও শিক্ষা কার্যক্রম চালানো যেতে পারে , মায় কি রেডিওতে ।
৫| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৩১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শিক্ষামন্ত্রী অনেক মিষ্টি মিষ্টি ভাষায় স্কুল বন্ধ করার কথা বলছিলেন । অনেক ভালো লেগেছিল ।
২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২
শাহ আজিজ বলেছেন: ব্লাক ডায়মন্ড
৬| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:১৬
সোবুজ বলেছেন: অর্থনীতির কথা চিন্তা করে হয়তো এই ব্যবস্থা।সঠিক বেঠিক বলা বলা মুসকিল।
২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৬
শাহ আজিজ বলেছেন: আমি লক ডাউন সমর্থন করি তবে তা হবে সীমিত ক্ষেত্রে । অর্থনীতি ? যে যার মত দাম নিতেছে পকেট কাইটা ।
৭| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাসায় মাস্ক নেই!
২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৭
শাহ আজিজ বলেছেন: থালা নিয়া মোড়ে দাঁড়ান , কেউ না কেউ ভালবাইসা দিব ।
৮| ২২ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৪
নেওয়াজ আলি বলেছেন: স্বাস্থ্য মন্ত্রী এখন শিক্ষা মন্ত্রীরও খবর জাতিকে যায় ।
২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: ভাল করছে । আগেও স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অন্য মন্ত্রী দিত ।
৯| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: মেলা শহর থেকে দূরে সরাইছেতো, ঠিকানা এখনো করোনায় পায় নাই মনে করতেছে সরকার!
২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৯
শাহ আজিজ বলেছেন: আমাগো সরকার নিজেগো ইংলিশ , ফ্রেঞ্চ ভাবা শুরু করছে ।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২৫
ঢাবিয়ান বলেছেন: আমার এখানে আজকে দুই বছর ধরে বাসার বাহিরে পাচ জনের অধিক মানুষের গেট টুগেদারের পারমিশন নাই। দাওয়াত নাই, পিকনিক নাই, বিয়ে স্বাদী নাই, মেলা নাই । খালি অফিস আর স্কুল খোলা। শপিং মল সীমিত আকারে । কইতে পারেন পুরাই বাংলাদেশের উলটা সিস্টেম।