নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

৬৫\'র রণাঙ্গন

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১


৬৫'র রণাঙ্গন যেন ফিকে হয়ে আসা গোধূলি লগ্ন
মাঘের সন্ধ্যা কপালে রাজটীকা কণ্ঠে জন্মনাড়ি
একেছি কত ট্রিলিয়ন স্বপ্ন খাদির ক্যানভাসে
কিছু হয়েছে সত্য বাকি ফাকিবাজি মিথ্যায় পরিপূর্ণ
ফাল্গুন শিয়রে থুয়ে মাঘেরে পায়ে ঠেলে
চলে এলাম অসাধারন অপূর্ব বর্ষাধারায়
জীবন শুধু প্রেমময় আছে সেথা ব্যাথার ডালি
ব্যাথা সয়ে সয়ে কিঞ্চিৎ হাসা রহস্যময় হাসি
হাতের রাইফেল পাল্টে নিয়েছি তুলে নিস্ক্রিয় লাঠি
কাশবন তুলে মাথায় একটা ভাব নিয়ে হাটি শুধু হাটি
আমি বন্ধুহীন দিগন্তপানে চেয়ে সুখ আহরনে
আরেকটি জীবনের আঁশে মিথ্যা প্রলোভনে তাও ছুটে চলি ।।

copyright:shahaziz

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সোনাবীজ

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২১

সোবুজ বলেছেন: তখন যদিও কলেজে পড়ি তবু খুব একটা বুঝতাম না কিসের যুদ্ধ কেন যুদ্ধ।কেমন একটা ধুঁয়াশা লাগতো।কবিতা ভাল লেগেছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৫

শাহ আজিজ বলেছেন: আজ ৬৫ বছর পূর্ণ করলাম ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:


৬৫/৭০( বয়স ) এগুলো নতুন নতুন অভিজ্ঞতা, ভয়ের কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই; ১৫/১৭'এর জীবন কখন চলে যায়, কেহ তা টের পায়না, সেগুলো বাতাস।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: হা হা হা । আজ ৬৫তে পা দিয়ে এক ভিন্ন আবেগ ভর করেছে ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৯

সোনাগাজী বলেছেন:




জন্মদিনের শুভেচ্ছা, অভিজ্ঞতা বাড়ছে।

শিরোনাম দেখেই তা' অনুমান করেছিলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৮

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । কেক কাটলাম এই----------------

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

সোবুজ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।আমি ভেবেছিলাম আপনার বয়স আরো বেশি।তাহলেতো কম বয়সেই একা হয়ে গেছেন।এই ধারনাটাও কি ভুল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০২

শাহ আজিজ বলেছেন: হ্যা বিধবা হয়েছি ৫ বছর হল ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৭

শাহ আজিজ বলেছেন:

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশীদের গড় আয়ু ৭৩ বছর। সেই হিসেবে বয়স ৬৫ আপনাকে তরুণ যুবক বলা যায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: হা হা হা , ধন্যবাদ প্রিয়

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:



ব্লগার সোবুজ'এর কথা যদি সঠিক হয় ( আপনি একা ), এখানে আপনাকে ভাবতে হবে: ১ জন সাথী জীবনেরই অংশ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আমি আর একবার ব্যাথাতুর হতে চাই না , হুম বন্ধু দরকার বটে ।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪০

স্প্যানকড বলেছেন: শুভ জন্মদিন । ভালো থাকবেন সব সময়। কবিতা ভালো লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আর ভালোবাসা তোমার জন্য ।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩২

ইসিয়াক বলেছেন:






জন্মদিনের শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ইসিয়াক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.